Friday, April 13, 2018

Me Haces Falta

Me Haces Falta



Me haces falta lyrics
Ahora sí te hecho de menos
Ahora que sí me lo creo
Me duele vivir y pensar que elegí
En vez del cielo el infierno

Que sí se extrañan tus besos
Que sí me muero por dentro
Me alejo de ti hacia la oscuridad
Y en el fango me encuentro

La verdad estoy mal
El sufrir, es gritar

Coro
Sí me haces falta
Tu me haces falta
Sí te recuerdo, te extraño, te siento en el alma
Sí me haces falta
Tu me haces falta
Sí me arrepiento, me odio, estoy desesperada

Desesperada, estoy aquí desesperada
Ahora sí te hecho de menos
Ahora sí estoy hecha menos
Ahora sí puedo sentir toda la soledad
Que tanto y tanta da miedo

Que sí te extraño te pienso
Que sí el dolor es intenso
El sobrevivir de la batalla final
Es cruzar el desierto

La verdad, estoy mal
El sufrir, es gritar

Coro
Sí me haces falta
Tu me haces falta
Sí te recuerdo, te extraño, te siento en el alma
Sí me haces falta
Tu me haces falta
Sí me arrepiento, me odio, estoy desesperada

Coro
Sí me haces falta
Tu me haces falta
Sí te recuerdo, te extraño, te siento en el alma
Sí me haces falta
Tu me haces falta
Sí me arrepiento, me odio, estoy desesperada

Coro
Sí me haces falta
Tu me haces falta
Sí te recuerdo, te extraño, te siento en el alma
Sí me haces falta
Tu me haces falta
Sí me arrepiento, me odio, estoy desesperada


Singer: Jennifer Lopez

Thursday, April 12, 2018

Maria

Maria 



She says she met me on the tour
She keeps knocking on my door,
She won't leave me, leave me alone
This girl she wouldn't stop, almost had to call the cops
She was scheming, ooh, she was wrong

'Cause she wanted all my attention
And she was dragging my name through the dirt, no
She was dying for my affection
But she got mad 'cause I didn't give it to her
I'm talking to you,

Maria, why you wanna do me like that?
That ain't my baby, that ain't my girl
Maria, why you wanna play me like that?
She ain't my baby, she ain't my girl

But she talking in and she needs to quit it
But never this, all I know she's not mine
That ain't my baby, that ain't my girl
'Cause she's wildin out, what she talking about?
Let me tell you now this girl she's not mine
She ain't my baby, she ain't my girl

Now she's in the magazines, on tv, making a scene
Oh she's crazy, crazy in love
And she's all over the news, saying everything but the truth
She's faking, faking it all

'Cause she wanted all my attention
And she was dragging my name through the dirt, no
She was dying for my affection
But she got mad 'cause I didn't give it to her
I'm talking to you,

Maria, why you wanna do me like that?
That ain't my baby, that ain't my girl
Maria, why you wanna play me like that?
She ain't my baby, she ain't my girl

But she talking in and she needs to quit it
But never this, all I know she's not mine
That ain't my baby, that ain't my girl
'Cause she's wildin out, what she talking about?
Let me tell you now this girl she's not mine
She ain't my baby, she ain't my girl

Why are you trying, trying to lie, girl,
When I ain't never met you at all?
Saying goodbye, but how could ya?
You throw this, you throw this
Your foolness seduces

Maria, why you wanna do me like that?
That ain't my baby, that ain't my girl
Maria, why you wanna play me like that?
She ain't my baby, she ain't my girl

But she talking in and she needs to quit it
But never this, all I know she's not mine
That ain't my baby, that ain't my girl
'Cause she's wildin out, what she talking about?
Let me tell you now that girl she's not mine
She ain't my baby, she ain't my girl

That ain't my baby, that ain't my girl
She ain't my baby, she ain't my girl
She ain't my baby, she ain't my girl
She ain't my baby, she's not my girl



Singer: Justin Bieber

Wednesday, April 11, 2018

Durotto দূরত্ব

Durotto দূরত্ব




দূরত্ব আর কতটুকু বাকি জীবনের গতিপথে
সত্য আজও করছে ভ্রমণ আপন কক্ষপথে
সূতো নারী ছিঁড়ে চলেছি আবার আপন অজানায়
মিলবে কোথা সত্য নাগাল কোন সীমানায়?
তুচ্ছ কায়া ক্ষদ্র সে প্রাণ তবু আছে আমিত্য
গর্ব কি আর খর্ব করে আপন শ্রেষ্ঠত্ব?



Tahsan | তাহসান | | Mithila | মিথিলা |

Tuesday, April 10, 2018

Epitaph এপিটাফ

এপিটাফ




যেদিন বন্ধু চলে যাব, চলে যাব বহুদূরে
ক্ষমা করে দিও আমায়, ক্ষমা করে দিও
মনে রেখো কেবল একজন ছিল, ভালোবাসতো শুধু তোমাদের

চোরা সুরের টানে রে বন্ধু মনে যদি ওঠে গান
গানে গানে রেখো মনে ভুলে যেও অভিমান
মনে রেখো কেবল একজন ছিল, ভালোবাসতো শুধু তোমাদের

ভরা নদীর বাঁকেরে বন্ধু ঢেউয়ে ঢেউয়ে দোলে গান
চলে যেতে হবে ভেবে কেঁদে ওঠে মন প্রাণ
মনে রেখো কেবল একজন ছিল, ভালোবাসতো শুধু তোমাদের

যেদিন বন্ধু চলে যাব, চলে যাব বহুদূরে
ক্ষমা করে দিও আমায়, ক্ষমা করে দিও
মনে রেখো কেবল একজন ছিল, ভালোবাসতো শুধু তোমাদের



James | জেমস

Monday, April 09, 2018

Ajana Sur Ke Diye Jay Kane Kane অজানা সুর কে দিয়ে যায় কানে কানে

অজানা সুর কে দিয়ে যায় কানে কানে




অজানা সুর কে দিয়ে যায় কানে কানে,
ভাবনা আমার যায় ভেসে যায় গানে গানে ।
বিস্মৃত জন্মের ছায়ালোকে
হারিয়ে-যাওয়া বীণার শোকে
ফাগুন-হাওয়ায় কেঁদে ফিরে পথহারা রাগিণী ।
কোন্‌ বসন্তের মিলন রাতে তারার পানে
ভাবনা আমার যায় ভেসে যায় গানে গানে ।।



Rabindranath Tagore  রবীন্দ্রনাথ ঠাকুর 

Sunday, April 08, 2018

Bachbona বাঁচবো না

বাঁচবো না




প্রতিদিন'ই আশায় থাকি,
ফিরে তুমি আসো যদি
প্রতি রাতে তোমায় ভেবে,
একা একা আমি কাঁদি
নেই নেই তুমি কাছে,
যন্ত্রনা বুকের মাঝে
এভাবে কি বেঁচে থাকা যায়;
বাঁচবো না মরে যাবো,
ও'পারে চলে যাবো
পৃথিবীকে জানিয়ে বিদায়,,,,

প্রতিদিন'ই আশায় থাকি,
ফিরে তুমি আসো যদি,,,,

এক জীবনে এত জালা সইবো
আমি কেমন করে

আর কত কাল ব্যাথার
স্মৃতি রাখবো আমি বুকে ধরে,

নেই নেই তুমি কাছে,
যন্ত্রনা বুকের মাঝে
এভাবে কি বেঁচে থাকা যায়;
বাঁচবো না মরে যাবো,
ও'পারে চলে যাবো
পৃথিবীকে জানিয়ে বিদায়,,,,
প্রতিদিন'ই আশায় থাকি,
ফিরে তুমি আসো যদি,,,,

ভুল করিনি ভালোবেসে তবু
তুমি ভুলে গেলে
সপ্ন দেখার আগেই কেনো
সপ্ন তুমি ভেঙে দিলে,
নেই নেই তুমি কাছে,
যন্ত্রনা বুকের মাঝে
এভাবে কি বেঁচে থাকা যায়;
বাঁচবো না মরে যাবো,
ও'পারে চলে যাবো
পৃথিবীকে জানিয়ে বিদায়,,,,
প্রতিদিন'ই আশায় থাকি,
ফিরে তুমি আসো যদি,,,



Asif Akbar | আসিফ আকবর

Saturday, April 07, 2018

Hisheber Ovishap হিসেবের অভিশাপ

হিসেবের অভিশাপ




তুমি কোথায়? বিরহ যুদ্ধে আমি নিঃসঙ্গ অস্থির
আমার আণবিক কণাগুলো খুঁজেফেরে ইহকাল
আমার আণবিক কণাগুলো খোঁজে অনন্তকাল

বদলে যাবো আমি, ধুলোয় মিশে যাবে অস্থি
স্বর্গের প্রবেশদ্বার কেন উন্মুক্ত হবে না তোমার আদেশে
অনলের বিচ্ছুরণ কেন সত্তা ঘিরে

আমার এ পূণ্য, আমার এ পাপ
তোমার হিসেবের অভিশাপ
দুঃসাহস এ আমার আমি করছি প্রতিবাদ

মনের কোঠায় জমে থাকা কথাগুলো
এতো সরল সত্য তবু কেনো..
বলতে কেন বারণ? কেনো এতো ভয়?

বিনম্র শ্রদ্ধা, নিষ্কলুষ কৃতজ্ঞতা তোমার কাছে সমর্পণ
তবু বলতে দ্বিধা করবো না মনের কোঠায়
অব্যক্ত প্রতিবাদের সত্য ভাষা



Tahsan | তাহসান | 

Friday, April 06, 2018

Ek Nodi Jamuna এক নদী যমুনা

এক নদী যমুনা




আমি আর আমার দু’চোখ কখনো জলে ভেজাবো না
এ ব্যথা আমারই থাক, চাই না কারও সান্ত্বনা
পৃথিবী ভালবাসে না, ভালবাসতেও সে জানে না
পৃথিবী ভালবাসে না, ভালবাসতেও সে জানে না

কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবে না তো এক নদী যমুনা(২)

টেনে নিয়ে বুকের কাছে,
ছুঁড়ে দেয় ধূলোর মাঝে (২)
ভালবাসার নিয়ম মানি না
তাইতো অশ্রু এখন আসে না
দিও না, দিও না, সান্ত্বনা

কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবে না তো এক নদী যমুনা(২)

ডুবেছিল মায়াজালে হৃদয়
সেই ক্ষত এখনো কথা কয়(২)
ভালবাসার নিয়ম মানি না
তাইতো অশ্রু এখন আসে না
দিও না, দিও না, সান্ত্বনা

কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবে না তো এক নদী যমুনা(২)



James | জেমস

Achenake Bhoy Ki Amar অচেনাকে ভয় কী আমার ওরে

অচেনাকে ভয় কী আমার ওরে




অচেনাকে ভয় কী আমার ওরে?
অচেনাকেই চিনে চিনে উঠবে জীবন ভরে ।।
জানি জানি আমার চেনা কোনো কালেই ফুরাবে না,
চিহ্নহারা পথে আমায় টানবে অচিন ডোরে ।।
ছিল আমার মা অচেনা, নিল আমায় কোলে ।
সকল প্রেমই অচেনা গো, তাই তো হৃদয় দোলে ।
অচেনা এই ভুবন-মাঝে কত সুরেই হৃদয় বাজে-
অচেনা এই জীবন আমার, বেড়াই তারি ঘোরে ।।



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর 

Thursday, April 05, 2018

Brittalpona বৃত্তালপনা

Brittalpona বৃত্তালপনা



জীবনের আলাপন, কত যে মায়া
শত মানুষের ভিড়ে তোমায় পাওয়া
বলেছিলাম ভালোবাসা চাই

ভালোবাসিনা আমি তোমাকে, বলেছিলাম।
ভালোবাসিনা আমি তোমাকে, কখনো না
ভালোবাসিনা আমি তোমাকে, স্বপ্ন দেখে যাও
ভালোবাসিনা আমি তোমাকে, একদমই না,
তুমি আমার কে?

ভালোবাসোনা তুমি আমাকে, কেন?
ভালোবাসোনা তুমি আমাকে, হয়তো একটু!
ভালোবেসোনা তুমি আমাকে, আর কখনো চাইনা
ভালোবেসোনা তুমি আমাকে, একদমই না,
আমি তোমার কে?

আজ তুমি বড়ই আমার আপন
আমার পৃথিবী আজ তোমার হাতে
তোমার চোখের ভাষায় বুঝে নেব

ভালোবাসি শুধু তোমাকে আমি,
ভালোবাসি শুধু তোমাকে, তবু কখনো বলবো না !
ভালোবাসি শুধু তোমাকে, শুধু যে তোমায়
ভালোবাসি শুধু তোমাকে,
কখনো বুঝবে না আমি তোমার যে !



Tahsan | তাহসান | | Mithila | মিথিলা |

Wednesday, April 04, 2018

Shomoy Gele Shadhon Hobe Na সময় গেলে সাধন হবে না

 সময় গেলে সাধন হবে না



সময় গেলে সাধন হবে না
দিন থাকতে দ্বীনের সাধন কেন জানলে না
তুমি কেন জানলে না
সময় গেলে সাধন হবে না

জানো না মন খালে বিলে
থাকে না মিল জল শুকালে
কি হবে আর বাঁধা দিলে
মোহনা শুকনা থাকে, মোহনা শুকনা থাকে,
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না

অসময়ে কৃষি কইরে মিছা মিছি খেইটে মরে
গাছ যদি হয় বীজের জোরে ফল ধরে না
তাতে ফল ধরে না,
সময় গেলে সাধন হবে না

অমাবস্যায় পূর্নিমা হয়
মহা জোগ সে দিনের উদয়
লালোন বলে তাহার সময়
দনডোমো রয় না, দনডোমো রয় না,দনডোমো রয় না
সময় গেলে সাধন হবে না

দিন থাকতে দ্বীনের সাধন কেন জানলে না
তুমি কেন জানলে না
সময় গেলে সাধোন হবে না



Lalon Fokir লালনগীতি

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...