বাঁচবো না
প্রতিদিন'ই আশায় থাকি,
ফিরে তুমি আসো যদি
প্রতি রাতে তোমায় ভেবে,
একা একা আমি কাঁদি
নেই নেই তুমি কাছে,
যন্ত্রনা বুকের মাঝে
এভাবে কি বেঁচে থাকা যায়;
বাঁচবো না মরে যাবো,
ও'পারে চলে যাবো
পৃথিবীকে জানিয়ে বিদায়,,,,
প্রতিদিন'ই আশায় থাকি,
ফিরে তুমি আসো যদি,,,,
এক জীবনে এত জালা সইবো
আমি কেমন করে
আর কত কাল ব্যাথার
স্মৃতি রাখবো আমি বুকে ধরে,
নেই নেই তুমি কাছে,
যন্ত্রনা বুকের মাঝে
এভাবে কি বেঁচে থাকা যায়;
বাঁচবো না মরে যাবো,
ও'পারে চলে যাবো
পৃথিবীকে জানিয়ে বিদায়,,,,
প্রতিদিন'ই আশায় থাকি,
ফিরে তুমি আসো যদি,,,,
ভুল করিনি ভালোবেসে তবু
তুমি ভুলে গেলে
সপ্ন দেখার আগেই কেনো
সপ্ন তুমি ভেঙে দিলে,
নেই নেই তুমি কাছে,
যন্ত্রনা বুকের মাঝে
এভাবে কি বেঁচে থাকা যায়;
বাঁচবো না মরে যাবো,
ও'পারে চলে যাবো
পৃথিবীকে জানিয়ে বিদায়,,,,
প্রতিদিন'ই আশায় থাকি,
ফিরে তুমি আসো যদি,,,
No comments:
Post a Comment