Showing posts with label Mithila | মিথিলা |. Show all posts
Showing posts with label Mithila | মিথিলা |. Show all posts

Wednesday, April 11, 2018

Durotto দূরত্ব

Durotto দূরত্ব




দূরত্ব আর কতটুকু বাকি জীবনের গতিপথে
সত্য আজও করছে ভ্রমণ আপন কক্ষপথে
সূতো নারী ছিঁড়ে চলেছি আবার আপন অজানায়
মিলবে কোথা সত্য নাগাল কোন সীমানায়?
তুচ্ছ কায়া ক্ষদ্র সে প্রাণ তবু আছে আমিত্য
গর্ব কি আর খর্ব করে আপন শ্রেষ্ঠত্ব?



Tahsan | তাহসান | | Mithila | মিথিলা |

Thursday, April 05, 2018

Brittalpona বৃত্তালপনা

Brittalpona বৃত্তালপনা



জীবনের আলাপন, কত যে মায়া
শত মানুষের ভিড়ে তোমায় পাওয়া
বলেছিলাম ভালোবাসা চাই

ভালোবাসিনা আমি তোমাকে, বলেছিলাম।
ভালোবাসিনা আমি তোমাকে, কখনো না
ভালোবাসিনা আমি তোমাকে, স্বপ্ন দেখে যাও
ভালোবাসিনা আমি তোমাকে, একদমই না,
তুমি আমার কে?

ভালোবাসোনা তুমি আমাকে, কেন?
ভালোবাসোনা তুমি আমাকে, হয়তো একটু!
ভালোবেসোনা তুমি আমাকে, আর কখনো চাইনা
ভালোবেসোনা তুমি আমাকে, একদমই না,
আমি তোমার কে?

আজ তুমি বড়ই আমার আপন
আমার পৃথিবী আজ তোমার হাতে
তোমার চোখের ভাষায় বুঝে নেব

ভালোবাসি শুধু তোমাকে আমি,
ভালোবাসি শুধু তোমাকে, তবু কখনো বলবো না !
ভালোবাসি শুধু তোমাকে, শুধু যে তোমায়
ভালোবাসি শুধু তোমাকে,
কখনো বুঝবে না আমি তোমার যে !



Tahsan | তাহসান | | Mithila | মিথিলা |

Monday, April 02, 2018

Chile Amar ছিলে আমার

ছিলে আমার




ছিলে আমার স্বপ্নে তুমি, আজ কেন বহুদূর?
অনুভবে ভেসে আসে সেই চেনা প্রিয় সুর
কাছে যেতে সংশয়, দূরে থাকতেও লাগে ভয়
এলোমেলো লাগে সবই

অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন

রাত্রিগুলো দীর্ঘ হয় বিষন্ন ভাবনাতেই
চাঁদটা যেন লুকিয়ে রয় বিবর্ণ জোছনাতে
কাছে যেতে সংশয়, দূরে থাকতেও লাগে ভয়
এলোমেলো হয়ে আমি

অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন

স্মৃতিগুলো মুছে যায় অচেনা কুয়াশাতে
সময় যেন জড়াতে চায় জলহীন বরষাতে
কাছে যেতে সংশয়, দূরে থাকতেও লাগে ভয়
এলোমেলো হয়ে আমি

অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন



Tahsan | তাহসান | | Mithila | মিথিলা |

Wednesday, March 14, 2018

Tomar Amar তোমার আমার

তোমার আমার




তোমার আমার টুকরো সুতোর বাঁধন
যেন জাদুর মত টানছে আমায়
আলতো করে বাঁধছে আমায়
ভাঙছে আমার সাধন

তোমার চোখে আয়না দেখে
চোখে চোখে গল্প করে
রাত দুপুরে স্পর্শ করে
উড়ছি আমি এখন

চোখের তারায় উষ্ণ বালিশ
তোমায় কেবল খুঁজে
ঝুম দুপুরে বৃষ্টি হলে
মেঘলা কেন সাজেঁ

তুমি আমার অন্ধকারের আলো
মিষ্টি জোড়া কানের দুলে
রোদ মাখানো সকাল জুড়ে
তুমি আমায় বাসো ভালো

তোমার হাতে স্বপ্ন মেখে
মেঘের ডানা চড়ে
স্বপ্ন দিয়ে তোমায় আঁকি
অভিমানের ঘোরে

তুমি আমার অন্ধকারের আলো
মিষ্টি জোড়া কানের দুলে
রোদ মাখানো সকাল জুড়ে
তুমি আমায় বাসো ভালো

তোমার চোখে আয়না দেখে
চোখে চোখে গল্প করে
রাত দুপুরে স্পর্শ করে
উড়ছি আমি এখন



Tahsan | তাহসান | | Mithila | মিথিলা |

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...