লেজেন্ড
ও মাই গড
তোমার নেই বুঝি প্রিজমা সেলফি
নেই ওয়েস্টইন
চেক–ইনস বেবি
কেমনে হবে সুপারস্টার
সবাই এখন সুপার বিজি
ঘুরছে মাথা সুপার ডিজি
যে যার যার রাজত্বে
উড়ছে খোলা আকাশে
দেখো আজ আলোকিত সব
কোটি তারার আকাশে
ইতিহাস গড়ছে সবাই
ইউটিউব আর ফেসবুকে
সবাই লেজেন্ড
Everyone so superstar
Everyone so fabulous
All about them, likes and shares
Everybody so good about this
ও খোদা ও কি,
এখন খাব কি?
বিউটি ক্যামে ফরসা,
আটা-ময়দা মাখি
কণ্ঠে নেই সুর? তো?
আছে অটো টিউনার,
বুস্ট দিলে পোস্ট পাবে,
কোটি কোটি ভিউয়ার
একি কি করলেন লেজেন্ড?
(দেখুন ভিডিওসহ)
খেলা হবে, চিল হবে,
কপি পেস্ট,
শিল্প গান বানাতে
সময় লাগে না লাগে না
আর লুপ ছাড়া গান
আর পাবে না পাবে না
ভিডিও পোস্ট করছে সবাই
গুনছে লাইক্স, করছে লড়াই
আমিতো শুধু চাই গাইতে গান
হয়ে গেল কবে সবই ব্যবসা
দেখছি কালো শুধু ঝাপসা
বেঁচতে পারবো না আমি
শিল্পী মনের প্রাণ
দেখো আজ আলোকিত সব
কোটি তারার আকাশে
ইতিহাস গড়ছে সবাই
ইউটিউব আর ফেসবুকে
সবাই লেজেন্ড