Showing posts with label Sabina Yasmin | সাবিনা ইয়াসমিন |. Show all posts
Showing posts with label Sabina Yasmin | সাবিনা ইয়াসমিন |. Show all posts

Wednesday, March 07, 2018

Sobkota Janala Khule Dao Na সবকটা জানালা খুলে দাও না

সবকটা জানালা খুলে দাও না




সবকটা জানালা খুলে দাওনা
আমি গাইব গাইব বিজয়েরই গান
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
ভালোবেসে দিয়ে গেছে প্রাণ।।

চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
হারানো স্মৃতি বেদনাতে
একাকার করে মন ডাক দিলে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়নাক
মন ভাঙা গান।।

আজ আমি সারানিশি থাকব জেগে
ঘরের আলো সব আঁধার করে।
তৈরি রাখব আতর গোলাপ
এদেশের প্রতিটি ঘরে ঘরে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়নাক
মন ভাঙা গান।।



শিল্পীঃ  Sabina Yasmin সাবিনা ইয়াসমিন

Tuesday, February 27, 2018

Boroshar Prothom Dine বরষার প্রথম দিনে

 বরষার প্রথম দিনে




বরষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয় (২)
বরষার প্রথম দিনে

জীবনের সব ভুল যদি ফুল হয়ে যায়

জীবনের সব ভুল যদি ফুল হয়ে যায়
যদি কোনো দিন আসে জোছোনার আঁচলে ঢাকা
মধুর সময়
তখন কাছে এসো, তাহাকে ভালোবেসো
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
বরষার প্রথম দিনে

জীবনের সব কালো যদি আলো হয়ে যায়

জীবনের সব কালো যদি আলো হয়ে যায়
দূর হয়ে যায় যদি ছায়াদের আঁধার সময়
তখন কাছে এসো, তাহাকে ভালোবেসো
ছায়াময়ি কারো সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়

বরষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
বরষার প্রথম দিনে
বরষার প্রথম দিনে
বরষার প্রথম দিনে



শিল্পীঃ  Sabina Yasmin সাবিনা ইয়াসমিন

Thursday, January 04, 2018

Sundor Suborno সুন্দর সুবর্ণ

সুন্দর সুবর্ণ




সুন্দর, সুবর্ণ, তারুন্য, লাবন্য
অপূর্ব রূপসী রূপেতে অনন্য
আমার দু’চোখ ভরা স্বপ্ন
ও দেশ, তোমারই জন্য।।

থাকবে নাকো দুঃখ দারিদ্র
বিভেদ-বেদনা-ক্রন্দন
প্রতিটি ঘরে একই প্রশান্তি
একই সুখের স্পন্দন।।

আমার দু’চোখ ভরা স্বপ্ন
ও দেশ, তোমারই জন্য।।

তোমার জন্য হবো দুরন্ত
তোমার জন্য শান্ত
প্রহরী হয়ে দেব পাহারা
যেথায় তোমার সীমান্ত।।

আমার দু’চোখ ভরা স্বপ্ন
ও দেশ, তোমারই জন্য।।

সুন্দর, সুবর্ণ, তারুন্য, লাবন্য
অপূর্ব রূপসী রূপেতে অনন্য
আমার দু’চোখ ভরা স্বপ্ন
ও দেশ, তোমারই জন্য।।



শিল্পীঃ  Sabina Yasmin সাবিনা ইয়াসমিন

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...