Showing posts with label Tahsan | তাহসান |. Show all posts
Showing posts with label Tahsan | তাহসান |. Show all posts

Monday, April 23, 2018

Irsha ঈর্ষা

ঈর্ষা




দূরে তুমি দাঁড়িয়ে
সাগরের জলে পা ভিজিয়ে
কাছে যেতে পারি না
বলতে আজ পারিনা
তুমি আমার এখনো

সামনে তুমি দাঁড়িয়ে
কারো হাত জড়িয়ে
হাতটা ধরতে পারি না
কাছে টানতে পারি না
তোমার হাতে আজ অন্য কেউ

সাগরের পাড়ে হাত ধরে দেখছো
সূর্যডোবা আমি নেই
এখনো বৃষ্টি পড়ে তোমার মাঝে
সে বৃষ্টির ফোঁটা আমি নই
জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আকাশে
সেখানে চাঁদটা নেই
এখনো বৃষ্টি পড়ে বৃষ্টিতে ভেজা
আমার পাশে তুমি নেই

সেই তুমি আজ আমার কাছে
আমার স্মৃতি ফিরিয়ে দিতে
আমি আজ কাঁদব না
হয়তো দু‘এক ফোটা
তবু বলবোনা ভালোবাসি

কোন এক ছোট্ট মিথ্যা
মুছে দিয়েছে সব আমার
আমার দেওয়া ঘড়ির
সময় গুলো মোছেনি
তুমি রক্তাক্ত আমি অপরাধী

আমার চোখের দিকে তাকিয়ে দেখো কাঁদছি আমি অসহায়
তোমায় হারিয়ে জীবনটা আমার কষ্টের গানে ডুবে হায়
জানি ফিরিয়ে নেবার কোন কারণ নেই তোমার এই জীবনে
তবুও এখনো তুমি সত্য এখনো এখনো আমার জীবনে



Tahsan | তাহসান |

Wednesday, April 11, 2018

Durotto দূরত্ব

Durotto দূরত্ব




দূরত্ব আর কতটুকু বাকি জীবনের গতিপথে
সত্য আজও করছে ভ্রমণ আপন কক্ষপথে
সূতো নারী ছিঁড়ে চলেছি আবার আপন অজানায়
মিলবে কোথা সত্য নাগাল কোন সীমানায়?
তুচ্ছ কায়া ক্ষদ্র সে প্রাণ তবু আছে আমিত্য
গর্ব কি আর খর্ব করে আপন শ্রেষ্ঠত্ব?



Tahsan | তাহসান | | Mithila | মিথিলা |

Saturday, April 07, 2018

Hisheber Ovishap হিসেবের অভিশাপ

হিসেবের অভিশাপ




তুমি কোথায়? বিরহ যুদ্ধে আমি নিঃসঙ্গ অস্থির
আমার আণবিক কণাগুলো খুঁজেফেরে ইহকাল
আমার আণবিক কণাগুলো খোঁজে অনন্তকাল

বদলে যাবো আমি, ধুলোয় মিশে যাবে অস্থি
স্বর্গের প্রবেশদ্বার কেন উন্মুক্ত হবে না তোমার আদেশে
অনলের বিচ্ছুরণ কেন সত্তা ঘিরে

আমার এ পূণ্য, আমার এ পাপ
তোমার হিসেবের অভিশাপ
দুঃসাহস এ আমার আমি করছি প্রতিবাদ

মনের কোঠায় জমে থাকা কথাগুলো
এতো সরল সত্য তবু কেনো..
বলতে কেন বারণ? কেনো এতো ভয়?

বিনম্র শ্রদ্ধা, নিষ্কলুষ কৃতজ্ঞতা তোমার কাছে সমর্পণ
তবু বলতে দ্বিধা করবো না মনের কোঠায়
অব্যক্ত প্রতিবাদের সত্য ভাষা



Tahsan | তাহসান | 

Thursday, April 05, 2018

Brittalpona বৃত্তালপনা

Brittalpona বৃত্তালপনা



জীবনের আলাপন, কত যে মায়া
শত মানুষের ভিড়ে তোমায় পাওয়া
বলেছিলাম ভালোবাসা চাই

ভালোবাসিনা আমি তোমাকে, বলেছিলাম।
ভালোবাসিনা আমি তোমাকে, কখনো না
ভালোবাসিনা আমি তোমাকে, স্বপ্ন দেখে যাও
ভালোবাসিনা আমি তোমাকে, একদমই না,
তুমি আমার কে?

ভালোবাসোনা তুমি আমাকে, কেন?
ভালোবাসোনা তুমি আমাকে, হয়তো একটু!
ভালোবেসোনা তুমি আমাকে, আর কখনো চাইনা
ভালোবেসোনা তুমি আমাকে, একদমই না,
আমি তোমার কে?

আজ তুমি বড়ই আমার আপন
আমার পৃথিবী আজ তোমার হাতে
তোমার চোখের ভাষায় বুঝে নেব

ভালোবাসি শুধু তোমাকে আমি,
ভালোবাসি শুধু তোমাকে, তবু কখনো বলবো না !
ভালোবাসি শুধু তোমাকে, শুধু যে তোমায়
ভালোবাসি শুধু তোমাকে,
কখনো বুঝবে না আমি তোমার যে !



Tahsan | তাহসান | | Mithila | মিথিলা |

Monday, April 02, 2018

Chile Amar ছিলে আমার

ছিলে আমার




ছিলে আমার স্বপ্নে তুমি, আজ কেন বহুদূর?
অনুভবে ভেসে আসে সেই চেনা প্রিয় সুর
কাছে যেতে সংশয়, দূরে থাকতেও লাগে ভয়
এলোমেলো লাগে সবই

অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন

রাত্রিগুলো দীর্ঘ হয় বিষন্ন ভাবনাতেই
চাঁদটা যেন লুকিয়ে রয় বিবর্ণ জোছনাতে
কাছে যেতে সংশয়, দূরে থাকতেও লাগে ভয়
এলোমেলো হয়ে আমি

অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন

স্মৃতিগুলো মুছে যায় অচেনা কুয়াশাতে
সময় যেন জড়াতে চায় জলহীন বরষাতে
কাছে যেতে সংশয়, দূরে থাকতেও লাগে ভয়
এলোমেলো হয়ে আমি

অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন



Tahsan | তাহসান | | Mithila | মিথিলা |

Wednesday, March 14, 2018

Tomar Amar তোমার আমার

তোমার আমার




তোমার আমার টুকরো সুতোর বাঁধন
যেন জাদুর মত টানছে আমায়
আলতো করে বাঁধছে আমায়
ভাঙছে আমার সাধন

তোমার চোখে আয়না দেখে
চোখে চোখে গল্প করে
রাত দুপুরে স্পর্শ করে
উড়ছি আমি এখন

চোখের তারায় উষ্ণ বালিশ
তোমায় কেবল খুঁজে
ঝুম দুপুরে বৃষ্টি হলে
মেঘলা কেন সাজেঁ

তুমি আমার অন্ধকারের আলো
মিষ্টি জোড়া কানের দুলে
রোদ মাখানো সকাল জুড়ে
তুমি আমায় বাসো ভালো

তোমার হাতে স্বপ্ন মেখে
মেঘের ডানা চড়ে
স্বপ্ন দিয়ে তোমায় আঁকি
অভিমানের ঘোরে

তুমি আমার অন্ধকারের আলো
মিষ্টি জোড়া কানের দুলে
রোদ মাখানো সকাল জুড়ে
তুমি আমায় বাসো ভালো

তোমার চোখে আয়না দেখে
চোখে চোখে গল্প করে
রাত দুপুরে স্পর্শ করে
উড়ছি আমি এখন



Tahsan | তাহসান | | Mithila | মিথিলা |

Tuesday, February 20, 2018

Chothurto Matra চতুর্থ মাত্রা

চতুর্থ মাত্রা




আজ ঘুম থেকে উঠে দেখি
পৃথিবীর অপর পাশে,
অন্য কোন দেশে আমার ঘর
আমি অন্য কেউ, অন্য কোথাও
ভুলে যাব আমি আমাকে নতুন এক জীবনে
আবার ফিরে সাজাবো আমায়

ভুলগুলোকে মুছে আবার
সেই নতুন দেশে
নতুন কোন বেশে আমার ঘর
যে ভবে অলস হৃদয় জানেনা কাঁদতে
আর কাঁদাতে পারে না কাউকে

কোন স্বপ্ন সাজাব না , কারো স্বপ্নে জড়াব না
নিরবতার আবরণ … আমার আকাঙ্ক্ষাহীন জীবন ।।



Tahsan | তাহসান |

Thursday, January 18, 2018

Keno Hothat Tumi Ele কেনো হঠাৎ তুমি এলে

 কেনো হঠাৎ তুমি এলে?




বড়ো অবেলায় পেলাম তোমায়,
কেনো এখনই যাবে হারিয়ে?
কি করে বল রবো একেলা?
ফিরে দেখো আছি দাড়িয়ে,
দাড়িয়ে…

কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা,
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।

শুনছো কি তুমি আমাকে?
ছিলে আমার হয়ে পুরোটাই,
যাবে কোথায় রেখে আমায়?
এ পথচলায় তোমাকেই চাই(২)

কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা,
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।

তোমাকে ভেবে পৃথিবী আমার,
অদেখা তবু এঁকে যাই
আমার ভেতর শুধু তুমি
আরতো কিছুই পায়নি ঠাই(২)

কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা,
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।



Tahsan | তাহসান |


Tuesday, January 16, 2018

Chuye Dile Mon ছুঁয়ে দিলে মন

Chuye Dile Mon ছুঁয়ে দিলে মন



আমি ডানা ছাড়া পাখি,
তোমার আশায় আশায় থাকি
আমি পটে আঁকা ছবি প্রেম, তুমি ভালোবাসায় সবই
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।

তুমি আকাশের ওই নীল,
আমি মেঘে মেঘে স্বপ্নিল
তুমি হাওয়া হয়ে আসো, শুধু আমাকেই ভালোবেসো
তুমি মনের আল্পনা, তুমি সেই প্রিয় কল্পনা
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।

যেন ছায়া হয়ে আছি,
যেন তোমায় নিয়ে বাঁচি
তুমি আমার সুখ পাখি, বলো কোথায় তোমায় রাখি
তুমি রাত দিনোমান, আমি ডুবে থাকি সারাটাক্ষণ
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।


শিল্পী : Tahsan And Shakila Saki তাহসান ও সাকিলা সাকি

Monday, January 15, 2018

Sada সাদা

Sada সাদা            


তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজী
অপেক্ষা সুদূর বর্ষনের,
মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান
বৃষ্টি তোমার আহবান।।

সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।

তুমি চাইলে জোছনা, স্বপ্নীল কোনো এক রাতে
আকাশটা ঘিরে প্রার্থনা,
চাঁদটা বলবে হেসে, জোছনা এলে শেষে
জানিও তোমার অভ্যর্থনা।।

সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।

 শিল্পী : Tahsan / Minar তাহসান / মিনার

Friday, January 12, 2018

ca khab na চা খাব না

চা খাব না


আজকে আমি চাঁদ ছোব না
চাঁদের সাথে আড়ি
আজকে আকাশ আকাশ শুধুই
বন্ধ বাড়াবাড়ি

হাওয়ায় আমি ভাসবো না আজ
ভাসবে ধুলিকণা
আজ হবে না হাওয়ার সাথে
আমার বনিবনা

আজকে আমি চা খাব না
ঠান্ডা হবে চায়ের কাপ
আজকে আমি চা খাব না
আজকে আমার মন খারাপ

সাগর তুমি সাগর শুধুই
আজকে তুমি বন্ধু নও
আজকে না হয় ভাটার টানে
অনেক অনেক দূরের হও

তোর বুকে আজ হাঁটবো না পথ
বসবো না তোর পাশে
আজকে আমি একলা হব
মগ্ন সর্বনাশে

শিল্পী : Tahsan  তাহসান

Thursday, January 11, 2018

Aro Ekotu Dure আরও একটু দূরে

আরও একটু দূরে



আরও একটু দূরে দূরে
কোন পথ হারা সুরে
তুমি এক ভবঘুরে ঘুরবেই

কোন কান্ত দুপুরে
এই ব্যস্ত শহরে
জানি ঘুম ভেঙ্গে ঘরে ফিরবেই

ঐ হাড়কাঁপা শীতে
আর কাঠপোড়া রোদে
জানি ভুল ভরা গানটা গাইবেই

তবু একবার মনে রেখো
যতটাই দূরে থাকো
সেই রাত জাগা ফানুস উড়বেই

জানি অবুঝ মনের কোণে
কোন নিরব প্রহর গুণে
ফেরারী দখিন হাওয়া বইবেই

বোহেমিয়ান এক বিকেলে
আর ভূলেন অন্তমিলে
জানি ভালোবাসার হিসেব মিলবেই

ঘাসফরিং যেন উড়ে উড়ে ছন্নছাড়া
কাকডাকা ভোরে স্বপ্নরা দিশেহারা
একদিন জানি বিবাগী বেহারা বাতাস ডাকবেই

শিল্পী : Tahsan  তাহসান

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...