Wednesday, February 28, 2018

Ghar Chaado Bengla

Ghar Chaado 




Ghar charo, toiri hao,
Swadhinata chiniye nao
Ghar charo, toiri hao,
Swadhinata chiniye nao

Ghar charo, toiri hao
Aapose nai, chiniye nao
Chalo delhi pukarke
Tiranga sambhal ke

Shreya Ghoshal  Bangla song lyric Kadam kadam badhaye ja
Khushi ke geet gaye ja
Yeh zindegi hai kam ki
Tu kam pe lutaye ja

Kadam kadam badhaye ja
Khushi ke geet gaye ja
Yeh zindegi hai kam ki
Tu kam pe lutaye ja

Rakto chai, boiye dao
Fakir hoye, biliye dao

Rakto chai, boiye dao
Fakir hoye, biliye dao

Rakto chai, boiye dao
Swadhinata chiniye nao
Chalo delhi pukarke
Tiranga sambhal ke

Kadam kadam badhaye ja
Khushi ke geet gaye ja
Yeh zindegi hai kam ki
Tu kam pe lutaye ja

Kadam kadam badhaye ja
Khushi ke geet gaye ja
Yeh zindegi hai kam ki
Tu kam pe lutaye ja

Oh maa tomar charandhuli
Aunge aamar kanther dhoni

Oh maa tomar charandhuli
Aunge aamar kanther dhoni
Durbisaha ei path sese
Paradhinotar glani jak muche

Oi shono, pagal haoa
Bariye haath, diche daak
Oi shono, pagal haoa
Bariye haath, diche daak
Tai ghar charo, toiri hao,
Swadhinata chiniye nao

Chalo delhi pukarke
Tiranga sambhal ke

Kadam kadam badhaye ja
Khushi ke geet gaye ja
Yeh zindegi hai kam ki
Tu kam pe lutaye ja

Kadam kadam badhaye ja
Khushi ke geet gaye ja
Yeh zindegi hai kam ki
Tu kam pe lutaye ja..



Singers: Rana Mazumder, Shreya Ghoshal

Kichu Kotha Btase Pathao কিছু কথা বাতাসে পাঠাও

কিছু কথা বাতাসে পাঠাও



 কিছু কথা বাতাসে পাঠাও
কিছু কথা আকাশে ছড়াও,
কিছু কথা বলো কানে কানে
কিছু কথা হোক গানে গানে।

কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।

কিছু রাত জাগি এক সাথে
কিছু রাত ভাঁসি দুজনাতে,
কিছু রাত ভালোবেসে ভোর
কিছু রাত তোমারি ভেতর।

কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।

কিছু দিন হাটি রোদ দূরে
কিছু দিন ডুবে থাকি ঘোরে,
কিছু দিন ছুয়ে রব চলো
কিছু দিন হবো এলোমেলো

কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।



শিল্পী : Arfin Rumey আরিফিন রুমি

Tuesday, February 27, 2018

Boroshar Prothom Dine বরষার প্রথম দিনে

 বরষার প্রথম দিনে




বরষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয় (২)
বরষার প্রথম দিনে

জীবনের সব ভুল যদি ফুল হয়ে যায়

জীবনের সব ভুল যদি ফুল হয়ে যায়
যদি কোনো দিন আসে জোছোনার আঁচলে ঢাকা
মধুর সময়
তখন কাছে এসো, তাহাকে ভালোবেসো
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
বরষার প্রথম দিনে

জীবনের সব কালো যদি আলো হয়ে যায়

জীবনের সব কালো যদি আলো হয়ে যায়
দূর হয়ে যায় যদি ছায়াদের আঁধার সময়
তখন কাছে এসো, তাহাকে ভালোবেসো
ছায়াময়ি কারো সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়

বরষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
বরষার প্রথম দিনে
বরষার প্রথম দিনে
বরষার প্রথম দিনে



শিল্পীঃ  Sabina Yasmin সাবিনা ইয়াসমিন

Bolna Tui Bolna বলনা তুই বলনা

বলনা তুই বলনা 

hridoy khan bangla songs lyrics

মন তোরে বলি যত,
তুই চলেছিস তোরিই মত,
সাধ্য কি আমার ছুটি তোর পিছনে।
মন বলি তুই ফিরে যা,
মন ছাড়া কি যায়রে বাচাঁ,
তুই ছাড়া কে আর আছে এই জীবনে।
কি কারন অকারন
এত করিস জ্বালাতন,
ভাল লাগে না এ দোটানা
ও চাতন সারাক্ষন
বলনা তুই বলনা কেন এ ছলনা,
ও মন তুই বলনা ভালবাসি বলনা
বলনা তুই বলনা ভুলে গিয়ে ছলনা,
একবার শুধু বলনা ভালবাসি বলনা ।।


এই কথা সেই কথা কত কথা যে বলিস
শুধু বলিস না মন কি কয়,
ভালবাসা প্রেম-পিরিতি কত কিছু বুঝিস
শুধু বুঝিস না মন কি চায় ।।


অন্তরটা দিলাম খুলে দেখিস নাতো ফিরে
তোর মন বুঝাবি সন্ধ্যায়,
হৃদয়টাও রেখেছি জমা তাইতো আসি ফিরে
আর কিছুই দেবার তো নাই ।।

শিল্পীঃ Hridoy Khan হৃদয় খান

Monday, February 26, 2018

Never Let You Go

Never Let You Go


Justin Bieber english song lyric

Ooh no, ooh no, ooh
They say that hate has been sent
So let loose the talk of love
Before they outlaw the kiss
Baby give me one last hug
There's a dream
That I've been chasing
Want so badly for it to be reality
(Reality, reality)
And when you hold my hand
Then I understand
That it's meant to be
Cause baby when you're with me
It's like an angel came by, and took me to heaven
(It's like you took me to heaven girl)
Cause when I stare in your eyes
It couldn't be better
(Don't want you to go oh no so)
Let the music blast
We gon' do our dance
Bring the doubters on
They don't matter at all
Cause this life's to long
And this love's to strong
So baby know for sure
That I'll never let you go
I got my favorite girl
Not feelin' no pain or fear
(Pain or fear, pain or fear, no pain)
Oh no, don't have a care in the world
Why would I, when you are here
(You are here, you are here)
There's a moment I've been chasin'
And I finally caught it out on this floor
(On this floor, in this floor)
Baby, there's no hesitation,
No reservation by taking a chance and more
Oh no, because
It's like an angel came by, and took me to heaven
(It's like you took me to heaven girl)
Cause when I stare in your eyes
It couldn't be better
(Don't want you to go, oh no so)
Let the music blast
We gon' do our dance
Bring the doubters on
They don't matter at all
Cause this life's too long
And this love's to strong
So baby know for sure
That I'll never let you go
It's like an angel came by, and took me to heaven
(It's like you took me to heaven girl)
Cause when I stare in your eyes
It couldn't be better
(Don't want you to go, oh, no, so)
Take my hand, lets just dance
Watch my feet, follow me
Don't be scared, girl I'm here
If you didn't know, this is love
Oh baby
(Cause this life's to long)
(And it's much to strong)
(So baby no for sure)
That I'll never let you go
(I'll never let you go)
So don't fear, don't you worry 'bout a thing
I am here (right here)
I'll never let you go, ooh
Don't shed a tear, whenever you need me I'll be near
I'll never let you go,
I'll never let you go
Ooh no, ooh no, ooh
I'll never let you go



Singer: Justin Bieber

Coffee houser sei addata | কফি হাউসের সেই আড্ডাটা

কফি হাউসের সেই আড্ডাটা

manna de Bangla songs lyrics
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল
সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই ।

নিখিলেশ প্যারিসে, মঈদুল ঢাকাতে
নেই তারা আজ কোন খবরে
গ্র্যাণ্ডের গীটারিস্ট গোয়ানীস ডিসুজা
ঘুমিয়ে আছে যে আজ কবরে
কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে
পাগলা গারদে আছে রমা রায়
অমলটা ধুঁকছে দুরন্ত ক্যানসারে
জীবন করে নি তাকে ক্ষমা হায় ।

সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে
শুনেছি তো লাখ্ পতি স্বামী তার
হীরে আর জহরতে আগাগোড়া মোড়া সে
গাড়ীবাড়ী সবকিছু দামী তার
আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল
বিজ্ঞাপনের ছবি আঁকতো
আর চোখ ভরা কথা নিয়ে
নির্বাক শ্রোতা হয়ে
ডিসুজাটা বসে শুধু থাকতো ।


একটা টেবিলে সেই তিন চার ঘন্টা
চারমিনারটা ঠোঁটে জ্বলতো
কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায়
এই নিয়ে তর্কটা চলতো
রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক
কাজ সেরে ঠিক এসে জুটতাম
চারটেতে শুরু হয়ে জমিয়ে আড্ডা মেরে
সাড়ে সাতটায় ঠিক উঠতাম ।

কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ
মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার হোল না কোথাও ছাপা
পেলনা সে প্রতিভার দামটা
অফিসের সোশালে ‘অ্যামেচার’ নাটকে
রমা রায় অভিনয় করতো
কাগজের রিপোর্টার মঈদুল এসে রোজ
কি লিখেছে তাই শুধু পড়তো ।


সেই সাত জন নেই আজ
টেবিলটা তবু আছে
সাতটা পেয়ালা অজোও খালি নেই
একই সে বাগানে আজ
এসেছে নতুন কুঁড়ি
শুধু সেই সেদিনের মালী নেই
কত স্বপনের রোদ ওঠে এই কফি হাউসে
কত স্বপ্ন মেঘে ঢেকে যায়
কত জন এল গেলো
কতজনই আসবে
কফি হাউসটা শুধু থেকে যায় ।


কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল
সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই ।



শিল্পীঃ Manna De | মান্না দে

Hoyto Tomari Jonno | হয়তো তোমারি জন্য

হয়তো তোমারি জন্য

manna de bangla songs lyrics


হয়তো তোমারি জন্য, হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই ৷
যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে,
শুরু থেকে শেষ প্রান্তে, ছুটে ছুটে গেছি তাই ৷

আমি যে নিজেই মত্ত, জানিনা তোমার শর্ত (!!)
যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই ৷
হয়তো তোমারি জন্য, হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই ৷

আমি যে দুরন্ত, দুচোখে অনন্ত,
ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়াই ৷
তুমিতো বলোনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ (!!)
রেখোনা মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই ৷

শিল্পীঃ Manna De | মান্না দে

Sunday, February 25, 2018

Laagi Na Choote

Laagi Na Choote



Iss tarah chaahun tujhe
Chaahun bhi toh tujhse main
Ikk pal ko bhi door na reh sakun

Chaahe judaa tere mere raaste hain magar
Aa main manzilein jod doon

O…rishta sa hai yeh judne lagaa jo
Chaahun kabhi na yeh toote

Laagi na choote…
Laagi na choote…
Laagi na choote…
Laagi na choote…

Laagi na choote…
Laagi na choote…
Laagi na choote…
Laagi na choote…

Khone se darta hoon tujhe
O…pyaar karta hoon tujhe

Haan…par har dafaa
Dil mein dabi reh jaati hai kyun baat yeh
Ab iss jagah aa ikk dafaa
Keh de mujhe…

Laagi na choote…
Laagi na choote…
Laagi na choote…
Laagi na choote…

Laagi na choote…
Laagi na choote…
Laagi na choote…
Laagi na choote…
Ho…tere bin guzara
Nahi hai gawara
Chahatein kabhi na yeh toote.


Singer: Arijit Singh

Ami Niralay Bose | আমি নিরালায় বসে

আমি নিরালায় বসে

bangla songs lyrics by manna de

আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ
একি বেদনার মত বেঁধেছে আবার হারানো দিন
ফেলে আসা পথে কুহেলী আঁচল সরায়ে
দুচোখে আমার স্বপন কাজল পরায়ে
তুমি বিগত ব্যথায় এ ভাঙ্গা হৃদয় করেছ লীন
ফাগুনে আমার ঘিরেছে আবার হিমেল বায়
আলোর পিছনে লুকানো ছায়া মায়া জড়ায়
কবে চলে গেছ সে কথা কখন ভুলেছি
ভুল করে শুধু ফুলের ফসল তুলেছি
তারা মালা না গাঁথার খেলায় শুকাল হে উদাসী


শিল্পীঃ Manna De | মান্না দে

Saturday, February 24, 2018

Tere Bina 2018

Tere Bina



Tere bina humaiko laage hai ye
Jag soona…haaye! Saanwariya

Tere bina humaiko laage hai ye
Jag soona saanwariya…

Tere bina humaiko laage hai ye
Jag soona saanwariya, tere bina…

Rovat rovat raina bitaayi
Tumhre milan ki yaad sataayi
Kaise kate ye baali umariya

Tere bina humko laage hai ye
Jag soona saanwariya

Tere bina humko laage hai ye
Jag soona saanwariya, tere bina…


Singer: Shreya Ghoshal

Friday, February 23, 2018

তুমি হীনা

তুমি হীনা

habib wahid habib songs habib lyrics


তুমিহীনা…
নিশি রাত, একা চাঁদ, অপলক 
চেয়ে রয় না
তুমিহীনা… 
দুরের ঐ আকাশ ছুঁয়ে যায় না॥

মন শুধু খুঁজে বেড়ায়, 
তোমাতেই ঘুরে বেড়ায়, 
একাকী…

এই ভুল শহরে, স্মৃতির সব প্রহরে 
অবুজ আমি কেনো আজও 

তোমাকেই খুঁজি, 
জানি না আমি…
জানো কি তুমি… 

তোমাকে খুঁজে যাই, 
খেয়ালে, বে-খেয়ালে, কারনে, অকারনে
দক্ষিণের বন্ধ জানালায়…

কেন আজ তুমি দূরে বলো হারিয়ে
তুমিহীনা তবু আছি দাড়িয়ে।

তুমিহীনা…
শহরের, খোয়ারে, খোয়ারে 
ঘোরা হয় না
তুমিহীনা… 
চোখের কোনে জ্বল মোছা হয় না।

মন শুধু খুঁজে বেড়ায় 
তোমাতেই ঘুরে বেড়ায় 
একাকী…

এই ভুল শহরে,  স্মৃতির সব প্রহরে 
অবুজ আমি কেনো আজও 
তোমাকেই খুঁজি , 
জানি না আমি…
জানো কি তুমি… 



হাবিব ওয়াহিদ

কাসিদা বুরদা শরীফ, মাওলা ইয়া সাল্লি

কাসিদা বুরদা শরীফ, মাওলা ইয়া সাল্লি


মাওলা ইয়া সাল্লি ওয়াসল্লিম
দা ইমান আবাদা
আলা হাবিবিকা
খাইরিন খালক্বি কুল্লিহীমি

মা আমেনার কোলজুড়ে
তুমি এলে ভবে
তুমি এলে বলে
শিরিন সুরে উঠলো সবে গেয়ে
মারহাবান ইয়া হাবিবে খোদা মোস্তফা

তুহি সারে কায়েনাতমে
খুবি খুবসুরত জালওয়া
ইয়াতিমওকা ওয়ালি হে তো
তোহি গোলামওকা মাওলা
তো কারিমুস সাজায়া নাবীউল ওরা

তোমারই আলোর ছোয়ায়
নিভে গেলো সব অন্ধকার
যেখানে ছিলো লাত মানাত
সেখানে হলো আলোর মিনার
মারহাবান ইয়া হাবিবে খোদা মোস্তফা

ইয়া রাব্বি বিল মোস্তফা
বাল্লিগ মাক্বাসিদানা
ওয়াগফিরলানা মা মাজাইয়া
ওয়াছিয়াল কারামিন।



গায়কঃ ইসহাক আলমগীর

Hulchul

Hulchul



Iss daldal mein har dassa hua pal gasak gasak ghar
Karta hai hulchul hulchul hulchul udh jaane ki
Hulchul hulchul hulchul pal pal karta hulchul
Nass nass mein har fassa hua pal sisak sisak kar
Karta hai hulchul hulchul hulchul udh jaane ki
Hulchul hulchul hulchul ….

Ooo saason ko suljaye saason ko badkaye
Gutne na de dum ko saason ko mehkaye
Har dum dum mein huchul
Har dum dum mein huchul….
Rag rag mein hai kholta supna ubal ubal kar
Karta hai hulchul hulchul hulchul udh jaane ki hulchul
Hulchul hulchul supna apna hulchul….

Khaabon ko uksaye khaabon ko jagaye
Sone na de humko khaabo ko badkaye
Humdum hum mein hai hulchul
Har dum hum mein hai hulchul
Umad rahi hai ubal rahi hai
Bak bak babak rahi hai
Hulchul hulchul hulchul udd jaane ki hulchul
Umad rahi hai ubal rahi hai lak lak lalak rahi
Hulchul….

Hulchul udh ja hulchul udh jaa
Udh jaane ki hulchul
Hulchul udh ja hulchul udh jaa
Udh jaane ki hulchul….


Singer: Yashita Sharma | Arijit Singh

Thursday, February 22, 2018

Maine Socha Ke Chura Loon 2018

Maine Socha Ke Chura Loon




Maine socha ke chura loon,
Tere hothon ki ye nami,
Aur aise ke reh jaye,
Iss chori mein na kami,

Tere sinne mein mera dil dhadke,
Aur raat guzar jaye,
Meri awaara si nazron ko,
Shayad ghar mil jaye,

Maine socha ke chura loon,
Tere hothon ki ye nami,

Reshmi zulfon ke jharne khol do,
Pankhudi se labon ki kuch bol do,

Gardan ki iss surahi se,
Kuch jaam chalak jaye,
Meri awaara si nazron ko,
Shayad ghar mil jaye,

Maine socha ke chura loon,
Tere hothon ki ye nami,

Kuch kaho na abhi,
Hone do gunah,
Jism ko tum mere,
Khud mein do panah,

Koi chor hawa do jismo se,
Ho kar na guzar jaye,
Meri awaara si nazron ko,
Shayad ghar mil jaye,

Maine socha ke chura loon,
Tere hothon ki ye nami,
Aur aise ke reh jaye,
Iss chori mein na kami.


Singers: Arijit Singh, Shreya Ghoshal

Wednesday, February 21, 2018

Bujhi kom | বুঝি কম

বুঝি কম



অল দ্যা ছ্যারা ভ্যারা পিপল অফ বাংলাদেশ- বিদেশী সাহায্যার্থে আমরা পুষ্ট, এভাবে চলতে থাকলে… আমাদের হবে কুষ্ঠ আর তাতেই আমরা সন্তুষ্ট।

বড় মামা বড় মামী
খালে দেখো ফারাক্কার পানি
গালে মাখো ফেয়ার এন্ড লাভলী
গরম ভাতে বিদেশী চাটনি
মামীর গায়ে ভারতের শাড়ি
লাগে না ভালো দেশী জামদানি

বুঝি কম বুঝি কম বুঝি কম রে
পারদেশীরা দেশে ঢুকে গেল রে
বুঝি কম বুঝি কম বুঝি কম রে
এদেশের খেয়ে গায় হিন্দি যে।

বাঙ্গালী ভাইজান আরে ওঠো ওঠো
বাঙ্গালী ভাইজান জোরে ল্যাঙট বাঁধ
বাঙ্গালী ভাইজান হাতে পতাকা ধর
বাঙ্গালী ভাইজান ওদের ধোলাই কর
বাঙ্গালী ভাইজান অর্থনীতি ডুবলো
বাঙ্গালী ভাইজান শিল্পনীতি খসলো
বাঙ্গালী ভাইজান ওদের জব্দ কর
বাঙ্গালী ভাইজান ওদের ধর ধর

বুঝি কম বুঝি কম বুঝি কম রে
বাঙ্গালীর কাঙ্গালী স্বভাব যায় না রে
বুঝি কম বুঝি কম বুঝি কম রে
পান্তা ভাতে কি ভাইগ্না বুদ্ধি কমায় রে
লা লা লা লালা লা লালা
দেশী কুত্তা গায় বিদেশী সুরে

মেঝো খালা আর খালু
ফিগার যেন আলু ফালু
বিদেশ থেকে আসে ম্যানু
কি খাবে রোজ মেয়ে বেণু
স্বদেশী পণ্য কিসের জন্য
বিদেশী বাজারে হয় যে ধন্য

বুঝি কম বুঝি কম বুঝি কম রে
পারদেশীরা দেশে ডুকে গেলো রে
বুঝি কম বুঝি কম বুঝি কম রে
এদেশের খেয়ে গায় হিন্দি যে

বাঙ্গালী ভাইজান আরে জাগো জাগো
বাঙ্গালী ভাইজান একি লংকা কাণ্ড
বাঙ্গালী ভাইজান চেপে ধর ধর
বাঙ্গালী ভাইজান টাকা উড়ছে দেখো
বাঙ্গালী ভাইজান বুদ্ধি নাড়োচাড়ো
বাঙ্গালী ভাইজান ভালো শেয়ার ধর
বাঙ্গালী ভাইজান না হলে মামা ধর
বাঙ্গালী ভাইজান মাজা শক্ত কর

বুঝি কম বুঝি কম বুঝি কম রে
বাঙ্গালীর কাঙ্গালী স্বভাব যায় না রে
বুঝি কম বুঝি কম বুঝি কম রে
পান্তা ভাতে কি ভাইগ্না বুদ্ধি কমায় রে
লা লালা লা লালা লা লালা
দেশী কুত্তা গায় বিদেশী সুরে

মেঝো খালা আর খালু
ফিগার যেন আলু ফালু
বিদেশ থেকে আসে ম্যানু
কি খাবে রোজ মেয়ে বেণু
স্বদেশী পণ্য কিসের জন্য
বিদেশী বাজারে হয় যে ধন্য

বড় আপা বড় দুলাভাই
জি সিনেমা দেখে চোখে ঘুম নাই
ক্যাপ্টেন কুক খায় সকালের নাস্তায়
খানা-খাজানা দেখে আপা খাবার বানায়
বাড়ির সবাই হিন্দি বুলি ভাই
বাবা সাইগালের ভাইগ্না রাষ্ট্র সংগীত গায়

বুঝি কম বুঝি কম বুঝি কম রে
পারদেশীরা দেশে ডুকে গেলো রে
বুঝি কম বুঝি কম বুঝি কম রে
এদেশের খেয়ে গায় হিন্দি যে






আশরাফ বাবু ও চারু

Sayaani 2018

Sayaani


Dekho dekho tittle badal rhi rang
Hote hote hote ho rhi patang
Dekho dekho tittle badal rhi rang
Hote hote hote ho rhi patang
Nayi nayi si uthe re man mein umang
Ho ud ud jaye haye sakhiyo ke sang

Laali lagai ke rangli ho gyi
Bindiya sajayi ke chamkili ho gayi
Yaani yaani yaani yaani..
Ladki sayaani ho gayi…
Haay lagta hai lagta hai
Ladki sayaani ho gayi…

Ore bitiya choti ko kaske aa baandh le teri
Baalo mein teri ab bel lage gi
Behne na denge ab naak ye teri
Chaandi ki is mein kel lage gi
Chhutenge kanche ab
Tutenge shishe ab
Kal tak thi gul ab gulel lage gi

Ho maati ki gudiya re
Sone ki ho gayi
Jaadu ki pudiya re tore si ho gayi
Yaani yaani yaani yaani..
Ladki sayaani ho gayi…
Haay lagta hai lagta hai
Ladki sayaani ho gayi…

Aaja nazar mein basa loon
Aajaa nazar se bacha loon
Chehre ke sang sang kismat bhi chamke
Bitiya ri chham chham raani si thumke
Kaala mein tika laga doon

Ho laali lagai ke rangili ho gayi
Bindiya sajai ke chamkili ho gayi
Yaani yaani yaani yaani..
Ladki sayaani ho gayi…
Haay lagta hai lagta hai
Ladki sayaani ho gayi…
Ladki sayaani ho gayi…ji ho gayi
Gudiya sayaani ho gayi…ji ho gayi
Ladki sayaani haay haay sayani
Gudiya sayaani sayaani
Ladki sayaani haay haay sayani
Gudiya sayaani sayaani

Yaani yaani yaani yaani..
Ladki sayaani ho gayi…
Haay lagta hai lagta hai
Ladki sayaani ho gayi.



Singer: Rani Kaur | | Jonita Gandhi | | Yashika Sikka | | Yashita Sharma |

Tuesday, February 20, 2018

Tu Alvida

Tu Alvida




Aaj hai woh baarish, aakhir aa gayi
Aa gaya woh mausam, tune jiski ki dua
Jo khwaab tune dekha, aankhon mein buna
Aaj jaa ke kahin woh, haqiqat main dhala

Tu alvida ho gaya, tera nishaan reh gaya
Jis pe hain hum chal rahe, ye safar hai tera
Tu alvida ho gaya, tera nishaan reh gaya
Jis pe hain hum chal rahe, ye safar hai tera
Ye safar hai tera..

Jo karenge hum koi guft-gu,
Kahin teri baat bhi aayegi
Woh jo tere saath mein beete din,
Kabhi koi raat bhi aayegi

Tujhe muddatton se dekha nahi,

Kabhi yaad se nahi gaya,
Tu alvida ho gaya, tera nishaan reh gaya
Jis pe hain hum chal rahe, haan ye safar hai tera
Tu alvida ho gaya, tera nishaan reh gaya
Jis pe hain hum chal rahe, haan ye safar hai tera

Tu alvida ho gaya, tera nishaan reh gaya
Jis pe hain hum chal rahe, haan ye safar hai tera
Tu alvida ho gaya, tera nishaan reh gaya
Jis pe hain hum chal rahe, haan ye safar hai tera.



Singers: Aakanksha Sharma | | Mithoon Sharma |

Denghu Mosha | ডেঙ্গু মশা

ডেঙ্গু মশা


“কুরবান ভাই কুরবান ভাই সোহাগী আপা চিঠি পাডাইচে”

এই দেখিত কি লিখেছে চিঠিতে !!! ওফ, জানেমান, মেরি জান, চিঠি দিয়েছে ডেটিং করতে। মাঝ রাত, আকাশে জোসনার আলো , তার নিচে ঝোপঝাড়ের মধ্যে প্রেম হবে। মেরি তামান্না…… যাই যাই।

“এ মামু দোয়া রাখিস, সোহাগীর কাসে যাইতাসি, পরে কথা কমু।”

ডেটিং করতে যাচ্ছিলাম…
আন্ধার রাইতে পুকুর পাড়।
চাঁদনী রাতে পেচায় চিল্লায়,
হেইল্লা ধরে কুত্তার পাও।

(ওমা……)
শেষমেষ একটা ঝোপের ভিতর
… করে হাইন্দে যাই।
উকি ঝুকি মাইরা খুঁজি,
সোহাগী তুমি পৌছাও নাই।
ডেঙ্গু মশার কামড় খাইয়া গায়ে উঠে পেইন,
চুলকাইতে চুলকাইতে খুললাম প্যান্ট এর চেইন,
ও কি মহা প্রবলেম…… (ওমাগো)

চুলকাও খাউজাইয়া দাও… কামড়াইসে ডেঙ্গু মশা (আহা)…
পিঠ কাইত করে চুলকাও…কামড়াইসে ডেঙ্গু মশা।
কিল চর থাপ্পড় দেয়… সোহাগীর খালাম্মা আইসা ( ও ও ও )
পিরিত করতে চাইয়া রীতিমত খাইসি ধোঁকা,
রীতিমত হইসি বোকা… রীতিমত খাইসি ধোঁকা।

ওমা কি দজ্জাল বেটি,
গায়ে ঢালে কেরোসিন তেল,
বলল যদি আবার আবি,
মাথা চাইচ্ছা করব বেল।

ডেঙ্গু মশার কামড় খাইয়া গায়ে উঠসে পেইন,
চুলকাইতে চুলকাইতে খুললাম পেন্ট এর চেইন,
ও কি মহা প্রবলেম ( ওমা গো… )

চুলকাও খাউজাইয়া দাও… কামড়াইসে ডেঙ্গু মশা,
পিঠ কাইত করে চুলকাও…কামড়াইসে ডেঙ্গু মশা।
কিল চর থাপ্পড় দেয়…সোহাগীর খালাম্মা আইসা ( আম্মা গো)
পিরিত করতে চাইয়া রীতিমত খাইসি ধোঁকা,
রীতিমত হইসি বোকা… কামড়াইসে ডেঙ্গু মশা।

ডেঙ্গু মশার কামড় খাইয়া গায়ে উঠে পেইন,
চুলকাইতে চুলকাইতে খুললাম পেন্ট এর চেইন,
ও কি মহা প্রবলেম।

চুলকাও খাউজাইয়া দাও… কামড়াইসে ডেঙ্গু মশা,
পিঠ কাইত করে চুলকাও…কামড়াইসে ডেঙ্গু মশা।
কিল চর থাপ্পড় দেয়… সোহাগীর খালাম্মা আইসা।
পিরিত করতে চাইয়া রীতিমত খাইসি বোকা।


চারু ও আশরাফ বাবু


Chothurto Matra চতুর্থ মাত্রা

চতুর্থ মাত্রা




আজ ঘুম থেকে উঠে দেখি
পৃথিবীর অপর পাশে,
অন্য কোন দেশে আমার ঘর
আমি অন্য কেউ, অন্য কোথাও
ভুলে যাব আমি আমাকে নতুন এক জীবনে
আবার ফিরে সাজাবো আমায়

ভুলগুলোকে মুছে আবার
সেই নতুন দেশে
নতুন কোন বেশে আমার ঘর
যে ভবে অলস হৃদয় জানেনা কাঁদতে
আর কাঁদাতে পারে না কাউকে

কোন স্বপ্ন সাজাব না , কারো স্বপ্নে জড়াব না
নিরবতার আবরণ … আমার আকাঙ্ক্ষাহীন জীবন ।।



Tahsan | তাহসান |

Hariye Fela Bhalobasha (হারিয়ে ফেলা ভালোবাসা)

Hariye Fela Bhalobasha (হারিয়ে ফেলা ভালোবাসা) By Habib Wahid

Habib Wahid


আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা
সেই স্মৃতিটাই আজও হাতরাই
হারিয়ে ফেলা ভালোবাসা ।।

বোঝনা, খোঁজোনা, দেখোনা হৃদয়ে
কি যে ব্যাথা আকুলতা
এ ভাবে, কে ভাবে, কে কবে যে প্রনয়ে
বেধে তোমায় পেলো ব্যাথা
সেই স্পর্শের গভীরতা যে ভাষা
তুমি বোঝ কি বোঝনা এই হতাশা।

আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা
সেই স্মৃতিটাই আজও হাতরাই
হারিয়ে ফেলা ভালোবাসা ।।

ভাবোনা, যাবেনা, তবুও তো ভোলা
কেটে যাবে জীবন একা
ভাবোনা, কভুনা, হবেনা তো বলা
বুকে কতো কষ্ট রাখা
এই অস্থিরও সময়ে বলো তা
তুমি শুনতে বলো পারো কি? নাকি পারোনা।

আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা
সেই স্মৃতিটাই আজও হাতরাই
হারিয়ে ফেলা ভালোবাসা ।।




Monday, February 19, 2018

Tujhe Namaami Ho

Tujhe Namaami Ho




Jaago ke ab teen rang se,
Saja hai yeh aasmaan..
Shreya Ghoshal hinde song lyric

Jaago ke ab teen rang se,
Saja hai yeh aasmaan..

Raag desh dhun,
Gaa rahi hai pawan..

Raag desh dhun
Gaa rahi hai pawan

Theher ke bole samay,
Amar hai desh mera..

O janm bhoomi, o maati bhoomi
Tujhe namaami ho..
O janm bhoomi, o maati bhoomi
Tujhe namaami ho..

Bikhar gayi nayi saugand hai,
Vasundhara mein..

Teeshnagi ka khumar hai,
Parampara mein..

Sar waro jay, hind ki rahon mein
Amar hai desh mera

O janam bhoomi, o maati bhoomi
Tujhe namaami ho..
O janam bhoomi, o maati bhoomi
Tujhe namaami ho..
O janam bhoomi, o maati bhoomi
Tujhe namaami ho..



Singers: Krishnakumar Kunnath (K.K) | | Rana Mazumder | |Shreya Ghoshal | | Sunidhi Chauhan |

Prrithibir Zoto Sukh পৃথিবীর যত সুখ

পৃথিবীর যত সুখ 





পৃথিবীর যত সুখ, যত ভালবাসা
সবই যে তোমায় দেব, একটাই আশা
তুমি ভুলে যেও না আমাকে
আমি ভালবাসি তোমাকে।

ভাবিনি কখনো, এ হৃদয় রাঙানো
ভালবাসা দেবে তুমি
দুয়ারে দাঁড়িয়ে, দু’বাহু বাড়িয়ে
সুখেতে জড়াব আমি
সেই সুখেরই ভেলায়
ভেসে স্বপ্ন ডানা মেলব এসে
এক পলকে পৌঁছে যাব, রুপকথারই দেশে
তুমি ভুলে যেও না আমাকে
আমি ভালবাসি তোমাকে ।

রয়েছে এখনো এ বুকে লুকানো
রাত জাগা স্বপ্ন ঘুমিয়ে
মেঘেতে দাঁড়িয়ে, আকাশে হারিয়ে
যতনে রেখ গো তুমি
সেই মেঘেরই আঁচল এনে
আমায় তুমি নাও গো টেনে
রং-তুলিতে আঁকব ক্ষণ
রুপ কুমারের দেশে

তুমি ভুলে যেও না আমাকে
আমি ভালবাসি তোমাকে ।


শিল্পী:  ন্যান্সি 

Sunday, February 18, 2018

Amal Dhabal Pale Legechhe | অমল ধবল পালে লেগেছে মন্দ

 অমল ধবল পালে লেগেছে মন্দ




অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া ।
দেখি নাই কভু দেখি নাই এমন তরণী-বাওয়া ।।
কোন্‌ সাগরের পার হতে আনে কোন্‌ সুদুরের ধন
ভেসে যেতে চায় মন,
ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া পাওয়া ।
দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী-বাওয়া ।।
পিছনে ঝরিছে ঝরঝর জল, গুরুগুরু দেয়া ডাকে,
মুখে এসে পড়ে অরুণকিরণ ছিন্ন মেঘের ফাঁকে ।
ওগো কান্ডারী, কে গো তুমি, কার হাসিকান্নার ধন
ভেবে মরে মোর মন –
কোন্‌ সুরে আজ বাঁধিবে যন্ত্র, কী মন্ত্র হবে গাওয়া ।
দেখি নাই কভু দেখি নাই এমন তরণী-বাওয়া ।।



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর 

Saturday, February 17, 2018

Ai Shuno এই শোন

এই শোন 

hridoy khan bangla songs lyrics

এই শোন হে তুমি নয় অন্য কেউ কোন
দেখেছি প্রথমবার জানিনা কে তুমি
কি আছে তোমার
ব্যবধান ভুলে জানতেও চাই না তুমি কার
তোমার মনে কি রবে
বলনা কবে দেখা কি হবে

যেভাবে আছো, থেকো সেভাবেই
বলবনা তুমি বদলাও
নেই পরিচয় নেই অধিকার
মন চায় না তুমি চলে যাও
তোমার মনে কি রবে
বলনা কবে দেখা কি হবে

দূর থেকে দেখা তুমি সুন্দর
তুমি সেরা তুমি অপরূপ
কাছে এলে আমি করবো যা চাই
থাক ভালোবাসা কল্পনাতেই চুপ
তোমার মনে কি রবে
বলনা কবে দেখা কি হবে



শিল্পীঃ Hridoy Khan ft Topu হৃদয় খান ফিচারিং তপু

Friday, February 16, 2018

Ami Aj Bhejabo Chokh আমি আজ ভেজাবো চোখ

আমি আজ ভেজাবো চোখ

si tutul bangla songs lyrics


আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে
ও সমুদ্র ! কাছে আসো ,
আমাকে ভালোবাসো
আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে. . .
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে।

আহারে কি আকাশ!
কি তাহার দীর্ঘশ্বাস!
আহারে কি আকাশ!
কি তাহার দীর্ঘশ্বাস!
মিশিতেছে কি নিবিড় সমুদ্র কল্লোলে।
ও সমুদ্র ! কাছে আসো ,
আমাকে ভালোবাসো
আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে. . .
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে।

আয় ঢেউ আয় ঢেউ
প্রবল প্রবল ঢেউ
রুদ্র ভৈরবী আয় ছুটে আয়
আজ থেকে আমি আছি তোর সীমানায়!

সন্ধ্যার শেষ আলো
যখন হইবে কালো
সন্ধ্যার শেষ আলো
যখন হইবে কালো,
তখন সাগর পক্ষী উড়ে যাবে স্থলে. . .
ও সমুদ্র ! কাছে আসো ,
আমাকে ভালোবাসো
আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে. . .
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে।


শিল্পীঃ S I Tutul এস আই টুটুল 

Thursday, February 15, 2018

BoRo Hoio na vai | বড় হইও না ভাই

বড় হইও না ভাই



অতি বড় হইও না ভাই ঝরে পড়ে যাবে, অতি ছোট হলে আবার ছাগল মুড়ে খাবে!

দুইদিনের আগের সেই বিনোদন- ঝাপসা ঝাপসা লাগে এখন
শাবনাজ-নাইমের গরম জুটি- এখন আর চলে না তেমন
বাংলা ছবির ধুম টা যেন – পড়বে পড়বে করতে এখন
মৌসুমি বুঝতে পারে – ফিল্মে যে তার বেড কন্ডিশন
সালমা শাহ’ই মারলো যে দান, কেউ জানে কেউ জানে না

এলোমেলো গল্প হলে- সবাই তাকে ভণ্ড বলে
ধারাবাহিক নাটক গুলো- সমাপ্তিটা এলোমেলো
সুবর্নারী আসে পাশে- আসার মত কেউ কি আছে
বাংলাদেশের সুচিত্রা সেন- সুবর্নাকেই বলতে পারেন
হেলাল-শামিম যতই অসুখ, বাকের ভাই কে ভুলব না

দিলরুবার গান ও পাগল মন- কোথাও আর বাজে না এখন
শাকিলার ওই তিন হাজার গান- একটি গান ও হয়কি স্মরণ
মন্দ হলেও সত্যি- এটা বাংলাদেশের হিটের ধরন
এপার্চির গান বাংলা করে- অর্ধেকটা অবিস্বরন
নিয়াজ বসির সুবীর নন্দী, কেউ শোনে কেউ শোনে না

বন্ডের হোতা যারা এখন- একটি কথা রাখুন স্মরণ
শিরোমণি এখন যারা- কয়দিন আর থাকবে তারা
জন্মেছে ব্যান্ড বেঙ্গের ছাতা- এদের সাথেও আছে মাথা
যোগ্যতার ওই মত কাঠিতে- জায়গা তাদের দিতেই হবে
ওয়ারফেজ আর উইনিং-এর গান শুনতে মন্দ লাগে না

লজ্জা লিখে লজ্জা পেলো- ওই তসলিমা যে পালিয়ে গেল
নীল ছবি আর নীল কাহিনীর- ব্যবসা এখন নয়তো ভালো
আবাহনী মোহামেডান- দুটি দলই সমান সমান
সবার আগে দেশের সুনাম- খেলোয়াড়ের দেও সম্মান
সাব্বিরের পা ভেঙ্গে দিলে, দেশের সুনাম বাড়বে না

…….

আট দশটা চ্যানেল ডিসের- বিনোদনের অভাব কিসের
মেধার তালিকাতে এসে- বিটি যে সবার শেষে
বিটি কেউ দেখে না- ঘ্যান ঘ্যানানি ভাললাগে না
…….

রাষ্ট্র ভাষা বাংলা তবু- ইংরাজিটা যাচ্ছে ভেসে
সালাম রফিক থাকলে বেচে- দেখত কিসব হচ্ছে দেশে
গান গেয়ে যায় লম্প দিয়ে- কিবোর্ড গিটার ড্রাম পিটিয়ে
যায়না বোঝা গানের ভাষা- আবোলতাবোল কোথায় ভরা
অরে বুকের ভিতর লালন কাঁদে, এটাই তদের ঠিকানা



আশিকুর রহমান সান্টু, জুয়েল

Wednesday, February 14, 2018

SARADIN TOMAY VEBE সারাদিন তোমায় ভেবে

সারাদিন তোমায় ভেবে 

Partho Borua bangla songs lyrics

সারাদিন তোমায় ভেবে
হল না আমার কোন কাজ
হল না তোমাকে পাওয়া
দিন যে বৃথাই গেল আজ

সারাদিন গাছের ছায়ায়
উদাসী দুপুর কেটেছে
যা শুনে ভেবেছি এসেছ
সে শুধু পাতারই আওয়াজ

হাওয়ারা হঠাত এসে জানাল
তুমি তো তুমি আমার কাছে আসবে না
এক হৃদয় হয়ে ভাসবে না
তবে কী একাই থাকব
তবে কী আমার কেউ নেই
সারাদিন যেমন কেটেছে
তেমনি কি যাবে গো সাঝ

শিল্পীঃ Partho Borua পার্থ বড়ুয়া

Tuesday, February 13, 2018

Ami Chirotore Dure Chole Jabo আমি চিরতরে দূরে চলে যাব

আমি চিরতরে দূরে চলে যাব

NAZRUL GEETI নজরুল গীতি


আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে
আমি বাতাস হইয়া জড়াইব কেশ বেণী যাবে যবে খুলিতে।।
তোমার সুরের নেশায় যখন
ঝিমাবে আকাশ কাঁদিবে পবন
রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে দুলিতে।।
আসিবে তোমার পরমোৎসব – কত প্রিয়জন কে জানে,
মনে প’ড়ে যাবে কোন্‌ সে ভিখারি পায়নি ভিক্ষা এখানে।
তোমার কুঞ্জ-পথে যেতে হায়
চমকি’ থামিয়া যাবে বেদনায়
দেখিবে কে যেন ম’রে মিশে আছে তোমার পথের ধূলিতে।।

Monday, February 12, 2018

Kothay Kotjay Ze Rat Hoye Zay | কথায় কথায় যে রাত হয়ে যায়

কথায় কথায় যে রাত হয়ে যায়

manna de bangla songs lyrics
কথায় কথায় যে রাত হয়ে যায়
কি কথা রাখলে বাকী
খুঁজে দেখনা বুঝে দেখনা
ভেবে দেখনা তাকি জাননা
কিছু না বলে চে গিয়ে
মনকে দিওনা ফাঁকি|

তোমার চোখের আলোয়
আমি এ মন করেছি আলো
আমায় ভালো বাসায়
তুমি প্রকাশ প্রদীপ জ্বালো
প্রিয়ভাষিনী কথা রাখোনি
আশায় আশায় কত যে আর
শুধুই বসে থাকি|

আজ কি তোমার স্বপন দেখার
সময় নিয়ে নিয়ে
যায়রে সব হারিয়ে

তোমার প্রথম ডাকে
আমি অনেক দিয়েছি সাড়া
তোমার মনের ছায়ায়
আমি ঘুরে ঘুরে দিশাহারা
প্রিয় ভাষিনী কথা রাখনি
ফাগুন এসে অজান্তে আজ
হোল কি বৈশাখী|


শিল্পীঃ Manna De | মান্না দে

Sunday, February 11, 2018

Hridoyo Pinjirar Posha Pakhi Lyrics (হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখি)

Hridoyo Pinjirar Posha Pakhi (হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখি) 




আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে,
আমারে কান্দাইয়া পাও কি সুখ ।।
তুমি কার পোষা পাখি , কাজল বরন আঁখি, 
রক্ত জবার মত তোমার মুখ।

প্রথম জীবনের কালে যেদিন তোমায় দেখেছি,
এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি।।
জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি,
বানতাম না আর তোর আশায় বুক।

আদর সোহাগের পাখি কোন দিন জানি উড়ে যায়
ফাঁক পেলে পলাইয়া যাবে জঙ্গলের কোন অজানায়।।
জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি,
দেখতাম না আর তোর মায়া মুখ।

আজিজুল দেওয়ান ভেবে বলে ওরে আমার মন ভোলা
দিন থাকিতে গেল বেলা একবার ফিরে না চাইলা।।
তুমি ছেড়ে দাও এই রঙ এর খেলা,
ডুবে যায় যে তোমার বেলা
তোমার আশায় পাইলাম না ঐ সুখ
আমারে কান্দাইয়া পাও কি সুখ ।।



তাসরিফ খান

Saturday, February 10, 2018

Bicar Cai | বিচার চাই

বিচার চাই





সারা দেশে শান্তি নাই, ফকির লালের ঘুম নাই
ভালা মাইনষের ভাত নাই, আদালতে আইন নাই
কোট কাচারি চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই
এই দেশেতে মানুষ নাই
এই দেশেতে মানুষ থাকলে
মানুষের কি চোখ নাই?

স্বাধীনতার দাম নাই, মুক্তিযোদ্ধার মান নাই
দেশ প্রেমিকে চাইয়া দেখে
এই দেশেতে উপায় নাই
এই দেশেতে ঠাঁই নাই
এই দেশেতে মানুষ থাকলে
মুজিব হত্যার বিচার চাই।।

একাত্তরের দালালরা হুশিয়ার সাবধান
অস্ত্র থাকে কাপুরুষের, লাল বাহিনীর র‌্যাপ গান
ধর্মের নামে ধান্ধাবাজি এই শালারা বেঈমান
মূর্খ মানব মন্ত্রি হইছে, লাত্থি মাইরা চেয়ার ভাঙ
রাজনীতিতে রাজা হইছো, রক্ত হাতে মুসলমান
ফকির লালে শালিস ডাকছে আলবদরগো ডাইকা আন
স্বাধীন দেশে বোমা মারে, মারবার আগে আরেকবার
বুতাম শার্টের খুলা আগে লালের বুকে বোমা মার
দেলু দালাল দাড়ি রাখলে মানুষ কিন্তু বদলে না
মুসলমানের বাচ্চা আমরা আল্লাহ রসুল শিখাইস না
ভাইরা আমার রক্ত দিছে এই কথাটা ভুলিস না
সরকার খেলে কানামাছি চোখে দালাল দেখে না
কিয়ামতের ময়দানেও লালে তোগো ছাড়বো না
বাংলা Rap এর বন্দুক হাতে খুদার কসম বাঁচবি না
ভুল তো করে সবাই কিন্তু কিছু ভুলের মাফ নাই
ভাইরা আমার জীবন দিছে আলবদরগো বিচার চাই।।

শহীদ জিয়া (?) স্মৃতি স্বরুপ কিছু কথা লেখতে চাই
হঠাৎ কইরা কি যে হইলো, কাগজ আছে কলম নাই
পঁচাত্তুরের মীরজাফর, বাঙালিরা ভুলে নাই
কলম হাতে ঠিকই লালের বাঁইচা গেছস লেখে নাই
হুমকি দিয়া কি লাভ মিয়া, ফকিরের আর কিসের ভয়
রক্ত হাতে চশমা চোখে, খুনি কেমনে শহীদ হয়?
চামচিকারে বাংলাদেশে কে বানাইলো মাতব্বর?
লাল সবুজে শরীল ঢাকা, সব শালারা মীরজাফর
জয় জয় পাকিস্তান, জয় জয় মুসলমান
দালালরা সব ঐক্যজোটে দেশ বানাইছে গোরস্তান
ষড়যন্ত্রের শিকার কিন্তু বঙ্গবন্ধু মরে নাই
মার্চ মাসের ভাষণ আমি ঘুমে থাইকা শুনতে পাই
থানা পুলিশ ডাইকা আনো, খুন-খারাবি করতে চাই
বঙ্গবন্ধু বাঁইচা আছে, বাঙ্গালিরা বাঁইচা নাই
শেখ হাসিনার দলে আমি ভর্তি হইতে আসি নাই
আমি একজন বাংলাদেশি, মুজিব হত্যার বিচার চাই।।

কলম হাতে ফকির লালের আজকে যদি মৃত্যু হয়
আমার খাতায় জীবন যুদ্ধের এটাই সবচে’ বড় জয়
কথার দিছ দুকান খুইলা আমার কওয়ার আছে কি?
ইচ্ছামতো দেশ চালাইলে গণতন্ত্রের দরকার কি?
মাইরা ধইরা আছে যা সব খা তাতে আমার কি?
চাউলের কেজি তিরিশ টাকা দিনমজুরে খাইবো কি?
কৃষক, শ্রমিক উপোস থাকলে স্বাধীনতার মূল্য কি?
তুমার ভাই, আমার ভাই, ফাইজলামির আর সীমা নাই
সব ভাইরেই দেখা আছে, কোন ভাইরে বিশ্বাস নাই
বন্দুক নিয়া ঘুরলে কি লাভ গুলি যদি ফুটে না?
পুলিশ থাইকা দেশে কি লাভ ডাকাইত যদি ধরে না?
লালের যত মাথা ব্যাথা আর কি দেশে মানুষ নাই?
সালাম, রফিক রক্ত দিছে রাষ্ট্রভাষা বাংলা চাই
ওদের স্বপ্ন সফল হওয়ায় আমার কুনো কষ্ট নাই
মতিউরের জাহাজ ভাঙছে, স্বপ্ন কিন্তু ভাঙে নাই
আজকে দেশে মানুষ আছে, একটা খালি প্রেমিক নাই।।

সারা দেশে শান্তি নাই, ফকির লালের ঘুম নাই
ভালা মাইনষের ভাত নাই, আদালতে আইন নাই
কোট কাচারি চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই
এই দেশেতে মানুষ নাই
এই দেশেতে মানুষ থাকলে
মানুষের কি চোখ নাই?

স্বাধীনতার দাম নাই, মুক্তিযোদ্ধার মান নাই
দেশ প্রেমিকে চাইয়া দেখে
এই দেশেতে উপায় নাই
এই দেশেতে ঠাঁই নাই
এই দেশেতে মানুষ থাকলে
মুজিব হত্যার বিচার চাই।।




Fokir Lal Miya | ফকির লাল মিয়া

Bahir Bole Dure Thakuk বাহির বলে দূরে থাকুক

বাহির বলে দূরে থাকুক


বাহির বলে দূরে থাকুক
ভিতর বলে আসুকনা
ভিতর বলে দূরে থাকুক
বাহিরে বলে আসুকনা

ঢেউ জানা এক নদীর কাছে
গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকো ভাসাই
ভাসাই করে ভাসাই না
না ডুবাই না ভাসাই
না ভাসাই না ডুবাই

জল ডাকে আগুনও টানে
আমি পড়ি মধ্যিখানে
দুই দিকে দুই খন্ড হয়ে
যায় আবার যায়না
না নিভায় না জ্বালায়
না জ্বালায় না নিভায়



শিল্পী: হাবিব ও ন্যান্সি 

Thursday, February 08, 2018

Tepantorer Mathe তেপান্তরের মাঠে

তেপান্তরের মাঠে

NAZRUL GEETI নজরুল গীতি


তেপান্তরের মাঠে বধু হে
একা বসে থাকি
তুমি যে পথ দিয়ে গেছ চলি
তারি ধুলা মাখি হে
একা বসে থাকি

যেমন পা ফেলেছো গিরিপথে
রাঙা পথের ধুলাতে
তেমনি করে আমার বুকে
চরণ যদি বুলাতে
আমি খানিক জ্বালা ভুলতাম
ঐ মানিক বুকে রাখি হে
একা বসে থাকি

আমার খাওয়া-পরায় নাই রুচি আর
ঘুম আসেনা চোখে
ঘুম আসেনা চোখে
আমি বাউরি হয়ে বেড়াই পথে
দেখে হাসে পাড়ার লোকে
হাসে পাড়ার লোকে
আমি তালপুকুরে যেতে নারি
এ কি তোমার মায়া হে
ঐ কালো জলে দেখি
তোমার কালো রুপের ছায়া হে
আমায় কলঙ্কিনি নাম রটিয়ে
তুমি দিলে ফাঁকি হে
একা বসে থাকি

তেপান্তরের মাঠে বধু হে
একা বসে থাকি
একা বসে থাকি
একা বসে থাকি

Wednesday, February 07, 2018

আঁধারে ছিলাম এই আমি by Ayub Bachchu

আঁধারে ছিলাম এই আমি

Ayub Bachchu bangla songs lyrics


 আঁধারে ছিলাম এই আমি
আঁধারে এখনো আছি
আমার আছো একটা তুমি
তোমার মাঝেই বাঁচি
আমি ভালোবাসি আঁধার
আর ভালোবাসি তোমায়

বহুদিনের দূরে থাকায়
হয়তো অচেনা আমি
বিষাদ ভেজা আবেগ নিয়ে
তাই কি ভালোবাসোনি
তবু আছো আমার স্বপনে
স্বপ্নময়ী হয়ে

কখনো যদি ডাকো আমায়
অভিমানী ভুলের শেষে
জেনে রেখো আসবো আমি
রাতজাগা পাখীর বেশে
শুধু আছো তুমি অযতনে
রেখোনা আমায় দূরে

শিল্পীঃ Ayub Bachchu আইয়ুব বাচ্চু  LRB এল আর বি

Amader Valobasa আমাদের ভালোবাসা

আমাদের ভালোবাসা



আমাদের ভালবাসা
সবই যেন হয় মহান রবের জন্য
রাগ ক্ষোভ ঘৃনাগুলো তাও যেন হয়
শুধু প্রভু তোমারি জন্য।
ভালবাসি বাসি ভালো
ভালবাসি প্রভু তোমাকে
ইয়া হাবিবি ইয়া রাসুলুল্লাহ
হৃদয়ে গেথেছি তোমাকে

শিল্পীঃ সাকিব আশরাফ

Tuesday, February 06, 2018

এই কারাগারতো সেই কারাগার

এই কারাগার তো সেই কারাগার
জুলুম সয়েছে মুমিনেরা বারবার
তুমিও তো ভাই নিয়েছ শপথ
ভূলে কেনো গেলে তুমি বল একবার ॥

রক্ত মেখে যারা রাঙিয়েছে পথ
যাদের পরশে এই কারা-ক্ষত রথ
আমাদেরও দেহে আছে তাদেরি শোণিত
তবু কেনো আখি ছলো ছলো হয় আবার ॥

রড ধরে শোনে তারা কারা-বার্তায়ন
চিন্তিত মনে তার নিশি-জাগরণ
আবেগের বশে ঝরে অশ্রু-পবন
মুছে ফেলো তব মুছে ফেলো না আবার ॥

ধুপ পুড়ে ছাই হয়ে গন্ধ বিলায়
বাতি জ্বেলে সেথা আলোক ছড়ায়
হারিয়ে না গিয়ে আমি সাহস জোগাই
সম্মুখে চলো তুমি পথ যে কাবার ॥

Monday, February 05, 2018

Kandari Hushiar কান্ডারী হুঁশিয়ার

কান্ডারী হুঁশিয়ার 

NAZRUL GEETI নজরুল গীতি


দুর্গম গিরি, কান্তার মরূ, দুস্তর পারাবার
লংঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার ।

দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ ,
ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত?
কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যত ।
এ তুফান ভারী ,দিতে হবে পাড়ি , নিতে হবে তরী পার।।

অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানেনা সন্তরণ
কান্ডারী ! আজ দেখিব তোমার মাতৃমুক্তি পন ।
“হিন্দু না ওরা মুসলিম?” ওই জিজ্ঞাসে কোন জন ?
কান্ডারী ! বল ডুবিছে মানুষ, সন্তান মোর মা’র।

ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান ,
আসিয়া অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান
আজি পরীক্ষা , জাতির অথবা জাতের করিবে ত্রাণ ?
দুলিতেছে তরী , ফুলিতেছে জল ,কান্ডারী হুশিয়ার !

দুর্গম গিরি, কান্তার মরূ, দুস্তর পারাবার
লংঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার ।

Sunday, February 04, 2018

Gaye Holud | গায়ে হলুদ

গায়ে হলুদ



এশিয়া, ইউরোপ, আমেরিকা মহাদেশ ছাড়াও পৃথিবীর বহু স্থানে বিয়ের নিয়ম রীতি আছে! সভ্যতার উষালগ্ন থেকে এ রীতি চলে আসছে, এই শুভ পড়িনিটিতে আমাদের পূর্ব পুরুষরা যেমন বিশ্বাসী ছিলেন! আমরাও তেমন বিশ্বাসী… আর তাই বিয়ের একটা প্রধান অঙ্গ গায়ে হলুদ, যা আমাদের এশিয়ার কিছু কিছু দেশে বিদ্যমান আছে! আমাদের এই গায়ে হলুদের কথা আপনারও হতে পারে! এখন গায়ে হলুদের কথা বলছি –

বলি হাই ক্লাস, লো ক্লাস সব জাতি

বাবা ধুমে ধামে করে তাদের বিয়ে শাদী
গায়ে হলুদের দিনে মজা হয় যে বেশি
আবার বৃদ্ধ-বনিতা তার মুখে থাকে হাসি
ও ভাইজান, আনো মিষ্টির হাঁড়ি
ও ভাবীজান, আনো হলদির শাড়ি
ও ভাইজান, কর মেহমানদারী
ও ভাবীজান, কন্যা কি শ্রী দেবী

ও পাড়ার যত বেড়ে ওঠা যুবতীরা
খুশির মাতন্দলায় দোলে সব মতোয়ারা
চলছে খসর খসর শব্দে হলদি মেহেদী বাটা
ফলে পাঁকা ছেলে ছোকরা যে ফিল্লিং মারা
আবার উচ্চ সরে বাজছে গানের ক্যাসেট
শুনে খিলি খিলি খুকি খোকা মজেছে বেশ
রান্না ঘরের রাঁধুনিদের যুদ্ধের নেই যে শেষ
হচ্ছে লুচি পরোটা আর ক্ষীর পায়েস

ও পক্ষের পক্ষ যখন পৌঁছে কন্যার বাড়ি
শুরু হয় হলুদ মাখানোর বৃহৎ সারি
বন্ডের গান বাজনার সাথে চলে নাচানাচি
আর নানী দাদির গালে নাচে পানের খিলি
তখন কন্যার চোখে মুখে সুখের দোলা জাগে
অন্যদিকে বুকটা দুরু দুরু কাঁপে
পুরনো সখীরা যে সান্ত্বনা দেয় হেসে
সোনালী স্বপ্নটা দেখে চোখ ভুজে

আ… আ… আ… গায়ে হলুদ

তার-পরদিন শুরু হয় বিয়ের অনুষ্ঠান
সারা বাড়ি বিশাল উৎসব চলে আয়োজন
আকাশের বুক ছিঁড়ে ওঠে আতসবাজি
নানান আলোয় প্রাণ পায় বিয়ে বাড়ি
শত আনন্দের মাঝে বিয়ে পড়ায় কাজী
সব ছেড়ে যায় কন্যা পরের বাড়ি
মা বাবা ভাই বোন সাথীদের ছেড়ে
স্মৃতিটুকু রেখে যায় চোখের কোণে

হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই
বিয়ের অনুষ্ঠানে ফুর্তি করে আনন্দ পায়
যে যার রীতিতে অনুষ্ঠান সাজায়
দুটি মন চিরতরে এক যে হয়
সারা পৃথিবীতে এই রীতি চলছে সদায়
দুটি মিলনে শুধু মানুষেই হয়
হাসি কান্না সুখ মিলে এই জীবন
তাই গায়ে হলুদের কথা কর স্বরণ
ও ভাইজান, আবার বিয়ে নাকি
ও ভাবীজান, এক রত্নের বুঝি
ও ভাইজান, খ্যাপা খেপেছে বুঝি
ও ভাবীজান, কন্যা কি আছে রাজি?



আশরাফ বাবু, চারু ও পার্থ

Saturday, February 03, 2018

সিজদাহ করি তোমায় স্মরে

সিজদাহ করি তোমায় স্মরে

এই পৃথিবীর, সব কিছু, ওগো প্রিয়, তোমারি দান,
তুমি রহিম, তুমি রহমান, তুমি সবার, মালিক-উল-মূলক,
তোমারি ইশারায়, গোধূলী বেলায়, সূর্য ডুবে, রাত নেমে আসে,
পূর্ণিমা রাতে, চাঁদ জেগে উঠে, সিজদাহ করে, তোমার তরে।
জিকির করে, সৃষ্টিকুল, দিবা-যামি, তোমার প্রশংসায়,
ওগো পরোয়ার, কর শামিল মোদের, তোমার অতি প্রিয়, সেই বান্দায়।।

বৃক্ষ-লতা, সাগর-নদী, পাহাড়-পর্বত, তোমারি দান
ঝর্ণাধারার, পানি সেতো, করে পথিকের, তৃষ্ণা অম্লান,
সৃষ্টির সেরা, মানব জাতী, আমরা আশরাফুল মাখলুকাত,
(তাই) নীরবে কাঁদি, রাত গভীরে, তোমার সৃষ্টি দেখে, ওগো মহিয়ান।
তোমারি ইশারায়, গোধূলী বেলায়, সূর্য ডুবে, আসে রাত নেমে,
(তাই) চাঁদনী রাতে, তারা দেখি, সিজদাহ করি, তোমায় স্মরে।।

ঝড় উঠে, সাগর বুকে, মাঝি বলে, তুমি হে খোদা,
রক্ষা কর, আমায় তুমি, আমি যে তোমার, এক পাপী বান্দা,
তোমার রহম আর, তোমার করম ছাড়া, বাঁচেনা কেউ এই পৃথিবীতে,
রোজ হাশরের দিন, ছায়া দিও, ওগো মালিক, আরশের নীচে।
তোমারি ইশারায়, প্রভাত আসে, সূর্য উঠে, পূব আকাশ জুড়ে,
(তাই) ভাবি তোমার, সৃষ্টি নিয়ে, সিজদাহ করি, তোমায় স্মরে।।



ফাহিম ফয়সাল

Friday, February 02, 2018

Alga Korogo Khopar Badhon আলগা করো গো খোপার বাঁধন

আলগা করো গো খোপার বাঁধন

NAZRUL GEETI নজরুল গীতি


আলগা করো গো খোপার বাঁধন
দিল ওহি মেরা ফাস গায়ি
দিল ওহি মেরা ফাস গায়ি
আলগা করো গো খোপার বাঁধন
দিল ওহি মেরা ফাস গায়ি
দিল ওহি মেরা ফাস গায়ি

বিনোদ বেনির জরিন ফিতায়
বিনোদ বেনির জরিন ফিতায়
আন্ধা ইশক মেরা কাস গায়ি
আন্ধা ইশক মেরা কাস গায়ি
আলগা করো গো খোপার বাঁধন
দিল ওহি মেরা ফাস গায়ি
দিল ওহি মেরা ফাস গায়ি

তোমার কেশের গন্ধে কখন
লুকায় আসিলো লোভী আমার মন
তোমার কেশের গন্ধে কখন
লুকায় আসিলো লোভী আমার মন
বেহুঁশ হো কার গির পারি হাথো ম্যায়
বেহুঁশ হো কার গির পারি হাথো ম্যায়
বাজু বান্ধ ম্যায় বাস গায়ি
বাজু বান্ধ ম্যায় বাস গায়ি
আলগা করো গো খোপার বাঁধন
দিল ওহি মেরা ফাস গায়ি
দিল ওহি মেরা ফাস গায়ি

কানেরও দুলে প্রাণ রাখিলে বিধিয়া
আঁখ ফিরা দিয়া চোরি কার নিন্দিয়া
কানেরও দুলে প্রাণ রাখিলে বিধিয়া
আঁখ ফিরা দিয়া চোরি কার নিন্দিয়া
দেহেরও দেউরীতে বেড়াতে আসিয়া .
দেহেরও দেউরীতে বেড়াতে আসিয়া
অউর নেহি ওহ ওয়াপাস গায়ি
অউর নেহি ওহ ওয়াপাস গায়ি
আলগা করো গো খোপার বাঁধন
দিল ওহি মেরা ফাস গায়ি
দিল ওহি মেরা ফাস গায়ি
বিনোদ বেনির জরিন ফিতায়
আন্ধা ইশক মেরা কাস গায়ি
আন্ধা ইশক মেরা কাস গায়ি
আলগা করো গো খোপার বাঁধন
দিল ওহি মেরা ফাস গায়ি
দিল ওহি মেরা ফাস গায়ি
দিল ওহি মেরা ফাস গায়ি

Thursday, February 01, 2018

আল্লাহ ওগো আল্লাহ

আল্লাহ ওগো আল্লাহ
আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
যতদিন এই জীবন বিনা বাচিবে সুপথে চালাও মাফ করে দাও
সুপথে চালাও মাফ করে দাও
আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
যতদিন এই জীবন বিনা বাচিবে সুপথে চালাও মাফ করে দাও
সুপথে চালাও মাফ করে দাও
তোমাকে না দেখিয়া নবিকে না চিনিয়া ঈমান এনেছি তবুও
এই উছিলায় রহম ও দয়া বিলাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
কাউকে সরিনা কাউকে ডরিনা তোমাতে শির দেই তবুও
কাউকে সরিনা কাউকে ডরিনা তোমাতে শির দেই তবুও
এই উছিলায় বিপদে পার করে নাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
কারো কাছে হারিনা কারো অনুসারি না তব দারে হাত পাতি
তবুও
কারো কাছে হারিনা কারো অনুসারি না তব দারে হাত পাতি
তবুও
এই উছিলায় চিরসুখি জান্নাতে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
স্বার্থকে ত্যাগিয়া বুকে মোরে আগিয়া মা বাবা গেল গড়ে
চলিয়া
স্বার্থকে ত্যাগিয়া বুকে মোরে আগিয়া মা বাবা গেল গড়ে
চলিয়া
এই উছিলায় মা বাবাকে জান্নাতে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
যতদিন এই জীবন বিনা বাচিবে সুপথে চালাও মাফ করে দাও
সুপথে চালাও মাফ করে দাও
আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও



মোনায়েম খান

Temptation

Temptation



Temptation in my heart,
I'm burning, I fall apart!
When the night falls,
My heart calls for love and devotion.

To asemoneshqam to bodi (You have been my love from heaven)
Setareye man to bodi (You have been my star)
Esme to hast setare, (Your name is star)
Biya pisham dobare (Come back to me again)

Un moohaye meshkit mano kosht (Your dark hair is killing me)
Chesh maye zibat mano kosht (Your beautiful eyes is killing me)
Bia bia pishe man dobare (come come back to me again)
Yalla bego are, setare (yalla say ok, my star)

Temptation in my heart,
I'm burning, I fall apart!
When the night falls,
My heart calls for love and devotion.

Temptation! I Want you
Can you be my only one
When the night falls,
My heart calls, for the touch of your hands

Hama fekro khialam to hasti (You are in my mind all the time)
Donya ye man to hasti (You are my world)
Esme to ro labame (You name is on my lips)
Setare vay setare! (Star! Oh My Star)

Ye omre bedoned khab boodam (A Whole Life, I have been sleeping without you)
Ta man toro peyda kardam (Until I finally found you)
Bia bia pishe man dobare (come come back to me again)
Yalla bego are, setare! (yalla Say ok, My star)

Temptation in my heart,
I'm burning, I fall apart!
When the night falls,
My heart calls for love and devotion.

Temptation! I Want you
Can you be my only one
When the night falls,
My heart calls, for the touch of your hands

Man Enshab toro mikham, wooooooooooo! (Tonight, I Want you wooooo)
Setare toro mikham, woooooooooo (I Want You My star, Woooo)

Chorus X 2:
Temptation in my heart,
I'm burning, I fall apart!
When the night falls,
My heart calls for love and devotion.

Temptation! I Want you
Can you be my only one
When the night falls,
My heart calls, for the touch of your hands

Man Enshab toro mikham, wooooooooooo! (Tonight, I Want you wooooo)
Setare toro mikham, woooooooooo (I Want You My star, Woooo)



Singer: ARASH

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...