Showing posts with label Shafin Ahmed | শাফিন আহমেদ |. Show all posts
Showing posts with label Shafin Ahmed | শাফিন আহমেদ |. Show all posts

Thursday, January 18, 2018

Aaj Jonmodin Tomar আজ জন্মদিন তোমার

আজ জন্মদিন তোমার





আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা,
আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা
আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা
মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল
তোমার জন্য হাসে অনরল স্নিগ্ধ বিকেল
ভালবাসা নিয়ে নিজে তুমি, ভালোবাসো সব সৃষ্টিকে

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

তোমার জন্য ফোঁটা পৃথিবীর সব গোলাপ
তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ
আলোকিত হয়ে নিজে তুমি, আলোকিত কর পৃথিবীকে

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার



Shafin Ahmed | শাফিন আহমেদ  |

Friday, January 12, 2018

L.E.G.E.N.D লেজেন্ড

লেজেন্ড





ও মাই গড
তোমার নেই বুঝি প্রিজমা সেলফি
নেই ওয়েস্টইন
চেক–ইনস বেবি
কেমনে হবে সুপারস্টার
সবাই এখন সুপার বিজি
ঘুরছে মাথা সুপার ডিজি
যে যার যার রাজত্বে
উড়ছে খোলা আকাশে
দেখো আজ আলোকিত সব
কোটি তারার আকাশে
ইতিহাস গড়ছে সবাই
ইউটিউব আর ফেসবুকে
সবাই লেজেন্ড

Everyone so superstar
Everyone so fabulous
All about them, likes and shares
Everybody so good about this

ও খোদা ও কি,
এখন খাব কি?
বিউটি ক্যামে ফরসা,
আটা-ময়দা মাখি
কণ্ঠে নেই সুর? তো?
আছে অটো টিউনার,
বুস্ট দিলে পোস্ট পাবে,
কোটি কোটি ভিউয়ার
একি কি করলেন লেজেন্ড?
(দেখুন ভিডিওসহ)
খেলা হবে, চিল হবে,
কপি পেস্ট,
শিল্প গান বানাতে
সময় লাগে না লাগে না
আর লুপ ছাড়া গান
আর পাবে না পাবে না

ভিডিও পোস্ট করছে সবাই
গুনছে লাইক্‌স, করছে লড়াই

আমিতো শুধু চাই গাইতে গান
হয়ে গেল কবে সবই ব্যবসা
দেখছি কালো শুধু ঝাপসা
বেঁচতে পারবো না আমি
শিল্পী মনের প্রাণ
দেখো আজ আলোকিত সব
কোটি তারার আকাশে
ইতিহাস গড়ছে সবাই
ইউটিউব আর ফেসবুকে
সবাই লেজেন্ড



Shafin Ahmed | শাফিন আহমেদ  |  | Fuad | ফুয়াদ |  |  Tofik | তৌফিক |

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...