Wednesday, January 31, 2018

Phir Se 2018

Phir Se



Khidki pe aayi hain,
Kuch baarishein oh ho,
Bheegi si layi hain,
Sang khwahishein,

Phir se,
Phir se,

Mausam ne beirada,
Li karwatein,
Paani mein lehron ki,
Badhi harqatein,

Phir se,
Phir se,

Sapno mein kisi,
Se milti hoon,
Phir dhere se so,
Ke uthti hoon,

Din bhar yunhi,
Kuch sochta rehta hoon,

Ye hawaein layi hain,
Nayi khwahishein oh ho,
Badhti si ja rahi hai,
Meri hasratein,

Phir se,
Phir se,

Kuch aahat si,
Jab hoti hai,
Ghabrahat si,
Phir hoti hai,

Bin baat ke,
Sirhan si kuch hoti hai,

Ho kya milengi iss dil ko,
Nayi manzilein,

Kya sajengi dobara,
Wohi mehfilein,

Phir se, phir se,
Phir se, phir se,
Phir se, phir se..


Singers: Nikhil D'Souza | | Shreya Ghoshal |

Dhonno Dhonno Boli Tare ধন্য ধন্য বলি তারে

ধন্য ধন্য বলি তারে



 ধন্য ধন্য বলি তারে
বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে

সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নাইকো মাটি
কিসে ঘর রবে খাঁটি
ঝড়ি তুফান এলে পরে

মূলাধার কুঠুরি নয়টা
তার উপরে চিলেকোঠা
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে

উপর নিচে সারি সারি
সাড়ে নয় দরজা তারি
লালন কয় যেতে পারি
কোন দরজা খুলে ঘরে

ধন্য ধন্য বলি তারে……



 Lalon Fokir লালনগীতি

Tumi Manush Naki Pori তুমি মানুষ নাকি পরী

তুমি মানুষ নাকি পরী

hridoy khan Bangla  songs lyrics


তুমি মানুষ নাকি পরী,
নাকি স্বর্গে ফোটা কলি ।।
তোমায় নিয়ে এখন আমি,
ভেবে না পাই কি করি ।।

আমি আর আমাতে নেই
তোমায় দেখার পরে,
হারিয়েছি সবই আমার
তোমায়  দুটি চোখে ।।
এক পলকে তুমি আমার মন করেছো চুরি

মায়া ভরা মুখটি তোমার
কি যে জাদু জানে,
সব ভুলিয়ে সে যে আমায়
শুধুই কাছে টানে ।।
তোমার মুখে চেয়ে চেয়ে যেনো আমি মরি

শিল্পীঃ Hridoy Khan হৃদয় খান

Tuesday, January 30, 2018

Abhishap Noy Noy অভিশাপ নয় নয়

অভিশাপ নয় নয়




প্রকৃতি । অভিশাপ নয় নয়,
অভিশাপ নয় নয়-
আনছে আমার জন্মান্তর
মরণের সিংহদ্বার ওই খুলেছে ।
ভাঙল দ্বার,
ভাঙল প্রাচীর,
ভাঙল এ জন্মের মিথ্যা ।
ওগো আমার সর্বনাশ,
ওগো আমার সর্বস্ব,
তুমি এসেছ
আমার অপমানের চূড়ায় ।
মোর অন্ধকারের ঊর্ধ্বে রাখো
তব চরণ জ্যোতির্ময় ।।



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর 

Obujh অবুঝ

 অবুঝ Obujh


অবুঝ বলে এদিক সেদিক তোমায় খুঁজে ফিরি
অবুঝ বলে পোড়ব জেনেও ছুঁই যে অগ্নিগিরি,
অবুঝ বলে হাত পেতে নিই যা কিছু দাও ছুঁড়ে
প্রাণ বাঁচানো আসল জেনে প্রাণকে রাখি দুরে।

অবুঝ বলেই আছড়ে পড়ি সর্বনাশের ঝড়ে
অবুঝ বলে অনড় থাখি এতকিছুর পরে,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ
অবুঝ বলেই রঙ ছড়ানো মন যে আজও সবুজ।

আমায় তুমি অবুঝ বল কি হয়েছে তাতে
এই আমাকে দেই মিলিয়ে তোমার কোমল হাতে,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ
অবুঝ বলেই রং ছড়ানো মন যে আজও সবুজ।

অবুঝ বলেই হয়তো ভাব কিশোর কিংবা বালক
অবুঝ বলেই আঁকড়ে ধরি এক টুকরো পালক,
অবুঝ বলেই তোমার ধরণ নেইতো আমার জানা
সবার এত মানার পরে স্বপ্ন দেয় যে হানা।

অবুঝ বলেও ভাবিনি তো লাভ হবে না ক্ষতি
অবুঝ বলে দাও গড়ে দাও আমার পরিণতি,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ
অবুঝ বলেই রং ছড়ানো মন যে আজও সবুজ।

অবুঝ বলে ইচ্ছে গুলো মেলছে দেখো পাখা
অবুঝ বলে এই অনুভব সত্যি দরদ মাখা,
অবুঝ বলেই সবটুকু যে কেমন করে বলি
সবাই দেখ মেটেল দিয়ে গড়ছে শহর তলী।

আমি না হয় পুরোয় অবুঝ তুমিই তো সব বুঝ
এই অবুঝের ভালটা কি একটু না হয় খুঁজ,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ
অবুঝ বলেই রং ছড়ানো মন যে  আজও সবুজ।


শিল্পী :  Bappa Mazumder  বাপ্পা মজুমদার

Tumi Ze Amar Thikana তুমি যে আমার ঠিকানা

তুমি যে আমার ঠিকানা



মনের ভাষা বলেছি
সুখের আশা করেছি,
তোমাকে আমি পেয়েছি
ভালোবেসেছি।

জীবন জুড়ে তুমি থাকোনা
তুমি যে আমার ঠিকানা,
তোমায় নিয়ে যত ভাবনা
এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম।

মেহেদী রাঙা এই দু'হাতে
রাখি তোমায় জড়িয়ে,
হাসিতে আর ফুল সোহাগে দেব ভরিয়ে।
একটি দুটি মায়াবী রাতে
কি যে আলো জ্বালিয়ে
মন যেতে চায়, তাই মন দিয়েছি।

বলিনি আমি তোমাকে ছাড়া
যাবো অন্য পথে
তুমি যেওনা যেন আমার আড়ালে,
জীবন জুড়ে তুমি থাকোনাতুমি যে আমার ঠিকানা,
তোমায় নিয়ে যত ভাবনা
এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম।

বন্ধু হলাম দু:খরাতে
তুমি আমি দুজনে
হয়তো সেই ভুল আধারে
পাবো আলো জীবনে
কখনো রোদ, ইন্দ্রধনু আমাদের বাগানে
কখনো আসে যায় সঙ্গোপনে।


ভাবিনি আমি কোন দিনও
রবো দু:খ নিয়ে
তুমি থাকলে পাশে থাকেনা কোন বেদনা
জীবন জুড়ে তুমি থাকোনাতুমি যে আমার ঠিকানা,
তোমায় নিয়ে যত ভাবনা
এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম।


শিল্পী: Habib Wahid | হাবিব ওয়াহিদ

Monday, January 29, 2018

Debdas দেবদাস

দেবদাস




আরো গভীরে যদি যেঁতে
আমার প্রতি ভাবনায়,
আবেগী খেলা খেলেছে কে
জীবন নিয়ে আমার?
পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়
উপহাস কোরনা নিয়ে হৃদয়,
দেবদাস বোলনা আমায়

তানপুরাটা বাজেনা সুরে
এ জীবন সেতো ছিরে যাওায়া তার,
নিঃস্ব করে আজ সে বহুদূরে
হতে চাইনা তার করুণা,
পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়
উপহাস কোরনা নিয়ে হৃদয়,
দেবদাস বোলনা আমায়

ও পিয়ানোতে নেই সে মধুর ঝংকার
টুং টাং টুং টাং শব্দে বাজেনা সে আর,
জীবন আমার সেই ভাঙ্গা পিয়ানো
বিষাদের স্বরলিপি যার,
পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়
উপহাস কোরনা নিয়ে হৃদয়,
দেবদাস বোলনা আমায়



James | জেমস

Sunday, January 28, 2018

Pori | পরী

Pori | পরী 



আজ তোমার মন খারাপ মেয়ে
তুমি আনমনে বসে আছ
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেব
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া
সে হাওয়ায় ভেসে যাবে তুমি।।

আজ তোমার চোখের কোনে জল
বৃষ্টি অবিরাম কাঁদে
তোমার সাথে সাথে, আমার পথে পথে।।
আমি তোমার জন্য এনে দেব
রোদেলা সে ক্ষণ
পাখিকে করে দেব তোমার আপন জন
পরী তুমি ভাসবে মেঘের ভাজে।।

আজ তোমার জোছনা হারায় আলোয়
প্রজাপতির ডানায় বিষাদ করে ভর
যখন তখন, বিষাদ করে ভর।।
আমি তোমার জন্য এনে দেব
অঝর শ্রাবন
আকাশ ছোয়া জলে জোছনা
পরী তুমি ভাসবে মেঘের ভাজে।।

শিল্পী :  Bappa Mazumder  বাপ্পা মজুমদার

Saturday, January 27, 2018

Bangladesh বাংলাদেশ

 বাংলাদেশ 

james bangla songs lyrics


তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজায় কবিতায়
আছো সরোয়ার্দী, শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়,
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন।
তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি
তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি,
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান
তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।

তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম্ শির
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ঠবীর,
তুমি সুরের পাখি আব্বাসের, দরদ ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্মা নদীর টান।
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, শাণীত ছুরির ধার,
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রঙ তুলির আঁচড়
শহীদুল্লা কায়সার, মুনীর চৌধুরীর নতুন দেখা সেই ভোর।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি,
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি।
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজায় কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম প্রথম ও শেষ ছোঁয়ায়,
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন।
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠ সুমধুর,
তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামে সোনা ঝরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার, অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি।

শিল্পীঃ James জেমস

Friday, January 26, 2018

Sukheri Prithibi Sukheri Ovinoi সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়

সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়

Ayub Bachchu LRB bangla song lyrics

 সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়
যত আড়াল রাখো, আসলে কেউ সুখী নয়
নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়

তোমার দরজার ওপাশে একজন
ভাবছ সে সুখী মিথ্যে আয়োজন
নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়

আশা দুরাশায় দুলছে কেনো মন
সুখের চাদরে জড়ানো প্রিয়জন
নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়



 শিল্পীঃ Ayub Bachchu আইয়ুব বাচ্চু  LRB এল আর বি

Thursday, January 25, 2018

বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে by Tausif

বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে


Tausif bangla songs lyrics

বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে
সখি গো নিলানা খবর যতনে
আশায় আশায় বসে থাকি তোমার পথে
সখি গো নিলানা খবর মনেতে


তোমারও চোখে কি বৃষ্টি পড়ে টুপুর টুপুর
আমাকে মনে করে সারাটি বেলা
যত কথা ছিল মনে বলেছি তোমাকে আমি
ভুলে কি গেছ সব হৃদয়ের কথা


তোমারও চোখে কি দিন কাটে বছর হয়ে
হিম ঝড় বয়ে যায় সারাটি বেলা
যত মিনতি থাকে করেছি তোমাকে আমি
আসনি ফিরে আছি একা।


শিল্পীঃ  Tausif তাওসিফ

Wednesday, January 24, 2018

Ei Shikol Pora Chol এই শিকল পরা ছল

এই শিকল পরা ছল

NAZRUL GEETI নজরুল গীতি


এই শিকল-পরা ছল মোদের এ শিকল-পরা ছল
এই শিকল পরেই শিকল তোদের কর্‌ব রে বিকল।।

তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়,
ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন-ভয়।
এই বাঁধন প’রেই বাঁধন-ভয়কে করবো মোরা জয়,
এই শিকল-বাঁধা পা নয় এ শিকল-ভাঙ্গা কল।।

তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে কর্‌ছ বিশ্ব গ্রাস,
আর ত্রাস দেখিয়েই কর্‌বে ভাবছো বিধির শক্তি হ্রাস।।
সেই ভয়-দেখানো ভূতের মোরা করব সর্বনাশ,
এবার আন্‌বো মাভৈঃ-বিজয়-মন্ত্র বল-হীনের বল।।

তোমরা ভয় দেখিয়ে কর্‌ছ শাসন, জয় দেখিয়ে নয়;
সেই ভয়ের টুটিই ধর্‌ব টিপে, কর্‌ব তারে লয়।
মোরা আপনি ম’রে মরার দেশে আন্‌ব বরাভয়,
মোরা ফাঁসি প’রে আন্‌ব হাসি মৃত্যু-জয়ের ফল।।

ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল-ঝঞ্ঝনা,
এ যে মুক্ত-পথের অগ্রদূতের চরণ বন্দনা!
এই লাঞ্জিতেরাই অত্যাচারকে হান্‌ছে লাঞ্জনা,
মোদের অস্থি দিয়েই জ্বল্‌বে দেশে আবার বজ্রানল।।

Tuesday, January 23, 2018

মিথ্যে নয়

মিথ্যে নয়

habib Bangla songs Bangla songs


হৃদয়ে হৃদয় ছুঁয়ে প্রশ্নোত্তর ধুয়ে,
আমি যে কে তোর বলনা রে?
আদরে আদর এঁকে, স্বপ্ন আবীর মেখে
হারাবো কোথাও চলনা রে।
আর কারো নয়রে তুই,
মন দিয়ে মনরে ছুঁই।
তোরে বড় বেশি ভালবাসি
এ কথাটি মিথ্যে নয়।
হৃদয়ে হৃদয় ছুঁয়ে প্রশ্নোত্তর ধুয়ে,
আমি যে কে তোর বলনা রে?
আদরে আদর এঁকে, স্বপ্ন আবীর মেখে
হারাবো কোথাও চলনা রে।

চোখেরই পলকে তুই ছাড়া বলনা কে
জড়ালি কি যাদু কি মায়ায়,
তুই আমার সব চাওয়ায়, চুপকথা – রুপকথায়
জীবনের পুরোটায় আনাগোনায়।
চোখেরই পলকে তুই ছাড়া বলনা কে
জড়ালি কি যাদু কি মায়ায়,
তুই আমার সব চাওয়ায়, চুপকথা – রুপকথায়
জীবনের পরোটা আনাগোনায়।
আর কারো নয়রে তুই,
মন দিয়ে মনরে ছুঁই।
তোরে বড় বেশি ভালবাসি
এ কথাটি মিথ্যে নয়।
হৃদয়ে হৃদয় ছুঁয়ে প্রশ্নোত্তর ধুয়ে,
আমি যে কে তোর বলনা রে।
আদরে আদর এঁকে স্বপ্ন আবীর মেখে
হারাবো কোথাও চলনা রে।



হাবিব ওয়াহিদ

Monday, January 22, 2018

Khuje Khuje খুঁজে খুঁজে

খুঁজে খুঁজে

Arfin Rumey Bangla songs lyrics


তোমাকে খুঁজে পাই ঐ নীল আকাশে
পাই যে খুঁজে ঐ মিষ্টি বাতাসে।।
তোমায় ভালোবাসি আমি ভালোবাসি
পেতে চাই আরো কাছে, আরো কাছে
খুঁজে খুঁজে দু'চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু'জন থাকবো সারা জনম ধরে।

কপালের ঐ টিপ চোখেরই কাজলে,
তোমাকে জড়িয়ে রাখবো প্রেমেরই আঁচলে।
রংধনুর রঙে নয়, নয় ঝর্না ধারাতে
তোমার উপমা খুঁজি দু'চোখের তারাতে।
খুঁজে খুঁজে দু'চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
porsi bangla songএকই ডোরে বাধা দু'জন থাকবো সারা জনম ধরে।

তুমি ফুল হয়ে সুরোভী ছড়ালে,
প্রেমেরই চাদরে হৃদয় জড়ালে।
দাওনা তুমি দু'হাত বাড়িয়ে,
ভালোবেসে যেতে চাই তোমাতে হারিয়ে।
খুঁজে খুঁজে দু'চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু'জন থাকবো সারা জনম ধরে।


শিল্পী : Arfin Rumey |  আরিফিন রুমি | | Porshi | পড়শী |

Sunday, January 21, 2018

Ei Nishi এই নিশি

এই নিশি 

hridoy-khan-bangla-lyrics

আজকের এই নিশি ভালোবাসি ভালবাসি
নিকষ মেঘে তোমার ওই চোখ দেখেছি আজ এই আমি

মৃদু বাতাস বলে , চিলে সেই তুমি
তোমারি মোহে হারাই আমি

নিজেকে যে খুঁজে ফিরি
তোমার প্রেমের সুখ্সারে

যখন দাড়াও এসে, ভুলে যায় সবি
হৃদয়ের সব কথা বলে দেই আমি

তোমারি যে চিরদিনই
রব আমি তোমারি


শিল্পীঃ Hridoy Khan হৃদয় খান

Saturday, January 20, 2018

Mora Jhonjhar Moto Uddam মোরা ঝঞ্ঝার মত উদ্দাম

মোরা ঝঞ্ঝার মত উদ্দাম

NAZRUL GEETI নজরুল গীতি


মোরা ঝঞ্ঝার মত উদ্দাম, মোরা ঝর্ণার মত চঞ্চল।
মোরা বিধাতার মত নির্ভয়, মোরা প্রকৃতির মত সচ্ছল।।

আকাশের মত বাঁধাহীন,
মোরা মরু সঞ্চার বেদুঈন,
(মোরা) বন্ধনহীন জন্ম–স্বাধীন, চিত্ত মুক্ত শতদল।।
মোরা সিন্ধু–জোয়ার কল–কল
মোরা পাগলা–ঝোরার ঝরা জল
কল–কল–কল্ ছল–ছল–ছল্ কল–কল–কল্ ছল–ছল–ছল্

মোরা দিল–খোলা খোলা প্রান্তর,
মোরা শক্তি অটল মহীধর
হাসি গান শ্যাম উচ্ছল
মোরা বৃষ্টির জল বনফল খাই, শয্যা শ্যামল বন–তল।।

Dhiry Dhiry (ধীরে ধীরে)

ধীরে ধীরে


ধীরে ধীরে সে দুয়ারে আমার
ধীরে ধীরে সে হাওয়ায়
ধীরে ধীরে মন পাহারা তবু কেন
মন চুরি হয়

যে ছিল আড়ালে
খুব কাছে দাঁড়ালে
তার ছায়া শরীরে
খুব কাছে জড়ালে
ধীরে ধীরে আপন হলো
সে যে আমার

থাকো না তুমি
যেওনা দূরে
এক নদী এক স্রোতে
বহিয়া এক সুরে
ধীরে ধীরে কাছে আরও
কাছে সে আবার

শিল্পী: হাবিব ও ন্যান্সি 

Thursday, January 18, 2018

Keno Hothat Tumi Ele কেনো হঠাৎ তুমি এলে

 কেনো হঠাৎ তুমি এলে?




বড়ো অবেলায় পেলাম তোমায়,
কেনো এখনই যাবে হারিয়ে?
কি করে বল রবো একেলা?
ফিরে দেখো আছি দাড়িয়ে,
দাড়িয়ে…

কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা,
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।

শুনছো কি তুমি আমাকে?
ছিলে আমার হয়ে পুরোটাই,
যাবে কোথায় রেখে আমায়?
এ পথচলায় তোমাকেই চাই(২)

কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা,
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।

তোমাকে ভেবে পৃথিবী আমার,
অদেখা তবু এঁকে যাই
আমার ভেতর শুধু তুমি
আরতো কিছুই পায়নি ঠাই(২)

কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা,
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।



Tahsan | তাহসান |


Shaawono Raate Jodi শাওন রাতে যদি

শাওন রাতে যদি

 NAZRUL GEETI নজরুল গীতি


শাওন–রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে।।
ভুলিও স্মৃতি মম, নিশীথ–স্বপন সম
আঁচলের গাঁথা মালা ফেলিও পথ ‘পরে।।
ঝুরিবে পূবালি বায় গহন দূর–বনে,
রহিবে চাহি’ তুমি একেলা বাতায়নে।
বিরহী কুহু–কেকা গাহিবে নীপ–শাখে
যমুনা–নদীপারে শুনিবে কে যেন ডাকে।
বিজলী দীপ–শিখা খুঁজিবে তোমায় প্রিয়া
দু’ হাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে।।

Aaj Jonmodin Tomar আজ জন্মদিন তোমার

আজ জন্মদিন তোমার





আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা,
আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা
আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা
মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল
তোমার জন্য হাসে অনরল স্নিগ্ধ বিকেল
ভালবাসা নিয়ে নিজে তুমি, ভালোবাসো সব সৃষ্টিকে

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

তোমার জন্য ফোঁটা পৃথিবীর সব গোলাপ
তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ
আলোকিত হয়ে নিজে তুমি, আলোকিত কর পৃথিবীকে

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার



Shafin Ahmed | শাফিন আহমেদ  |

Wednesday, January 17, 2018

O Pashani ও পাষানী

ও পাষানী




এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন
পোড়া মনে বার বার হয় না
দহন আমি নিঃস্ব হলাম
ভালোবাসা হারালাম,
ভালোবেসে কি পেলাম

ও পাষানী বলে যাও কেন  ভালোবাসোনি
মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি

স্বপ্ন আমার ভেঙ্গে গেলো হায়
তোমারই প্রবঞ্চনায়...
সেই হারানো প্রেম তুমি
দাও ফিরিয়ে আমায়।

ও পাষানী বলে যাও কেন
ভালোবাসোনি ...।

পুরনো কথা মনে পড়ে যায়
মন ভাঙ্গার বেদনায়
কেন ভুলেছো আমাকে ...
আমি ভুলিনি তোমায়
ও পাষানী বলে যাও কেন
ভালোবাসোনি ...।।



Asif Akbar | আসিফ আকবর

Kothay Jabi কোথায় যাবি

কোথায় যাবি

kona bangla songs


বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি,
বল তুই আমায় ছাড়া কেমনে রবি ।।

তোর পরানে আমার এ মন
বান্ধিয়াছি সারা জীবন,
তোরে ছাড়া বাচিনা ।।

বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি,
বল তুই আমায় ছাড়া কেমনে রবি

এক জীবনে একটু ভুল হতেই পারে,
তাই বলে কি আপন মানুষ রাখবি দূরে ।।

যাস নারে এভাবে চলে,
আমি যাচ্ছি এ পথ ভুলে,
বহু দূরে কেউ তো জানবে না ।।

শিল্পী :  জুয়েল | |  কনা | | ZooeL | Kona |

Tuesday, January 16, 2018

Abelay Jodi Esechho অবেলায় যদি এসেছ আমার বনে

অবেলায় যদি এসেছ আমার বনে




অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায়ক্ষণে
গেয়ো না, গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে ।।
ঘন বকুলের ম্লান বীথিকায়
শীর্ণ যে ফুল ঝ’রে ঝ’রে যায়
তাই দিয়ে হার কেন গাঁথ হায়, লাজ বাসি তায় মনে ।
চেয়ো না, চেয়ো না মোরে দীনতায় হেলায় নয়নকোণে ।।
এসো এসো কাল রজনীর অবসানে প্রভাত-আলোর দ্বারে ।
যেয়ো না, যেয়ো না অকালে হানিয়া সকালের কলিকারে ।
এসো এসো যদি কভু সুসময়
নিয়ে আসে তার ভরা সঞ্চয়,
চিরনবীণের যদি ঘটে জয়- সাজি ভরা হয় ধনে ।
নিয়ো না, নিয়ো না মোরে পরিচয় এ ছায়ার আবরণে ।।



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর 

Chuye Dile Mon ছুঁয়ে দিলে মন

Chuye Dile Mon ছুঁয়ে দিলে মন



আমি ডানা ছাড়া পাখি,
তোমার আশায় আশায় থাকি
আমি পটে আঁকা ছবি প্রেম, তুমি ভালোবাসায় সবই
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।

তুমি আকাশের ওই নীল,
আমি মেঘে মেঘে স্বপ্নিল
তুমি হাওয়া হয়ে আসো, শুধু আমাকেই ভালোবেসো
তুমি মনের আল্পনা, তুমি সেই প্রিয় কল্পনা
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।

যেন ছায়া হয়ে আছি,
যেন তোমায় নিয়ে বাঁচি
তুমি আমার সুখ পাখি, বলো কোথায় তোমায় রাখি
তুমি রাত দিনোমান, আমি ডুবে থাকি সারাটাক্ষণ
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।


শিল্পী : Tahsan And Shakila Saki তাহসান ও সাকিলা সাকি

Monday, January 15, 2018

Baba বাবা

Baba বাবা




ছেলে আমার বড় হবে,
মাকে বলত সে কথা
হবে মানুষের মত মানুষ এক, লেখা ইতিহাসের পাতায়
নিজ হাতে খেতে পারতাম না,
বাবা বলত “ও খোকা যখন আমি থাকবনা,
কি করবি রে বোকা”
এতো রক্তের সাখে রক্তের টান স্বার্থের অনেক উর্ধ্বে
হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙ্গে পড়ল

বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত “কোথায় খোকা ওরে বুকে আয়”
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা “মানিক কোথায় আমার ওরে বুকে আয়”

চশমাটা তেমনি আছে, আছে লাঠি ও পাঞ্জাবী তোমার
ইজিচেয়ারটাও আছে, নেই সেখানে অলস দেহ শুধু তোমার
আযানের ধ্বনি আজো শুনি, ভাঙ্গাবেনা ভোরে ঘুম জানি
শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া পবিত্র কোরআনের বানী

বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত “কোথায় খোকা ওরে বুকে আয়”
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা “মানিক কোথায় আমার ওরে বুকে আয়”



James | জেমস

Sada সাদা

Sada সাদা            


তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজী
অপেক্ষা সুদূর বর্ষনের,
মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান
বৃষ্টি তোমার আহবান।।

সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।

তুমি চাইলে জোছনা, স্বপ্নীল কোনো এক রাতে
আকাশটা ঘিরে প্রার্থনা,
চাঁদটা বলবে হেসে, জোছনা এলে শেষে
জানিও তোমার অভ্যর্থনা।।

সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।

 শিল্পী : Tahsan / Minar তাহসান / মিনার

Sunday, January 14, 2018

Tin Pagole Holo Mela তিন পাগলে হলো মেলা

তিন পাগলে হলো মেলা



তিন পাগলে হলো মেলা নদে এসে
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে ।।

একটা পাগলামি করে
জাত দেয় সে অজাতেরে দৌড়ে গিয়ে
আবার হরি বলে পড়ছে ঢলে
ধূলার মাঝে ।।

একটা নারকেলের মালা
তাতে জল তোলা ফেলা করঙ্গ সে
পাগলের সঙ্গে যাবি পাগল হবি
বুঝবি শেষে ।।

পাগলের নামটি এমন
বলিতে অধীন লালন হয় তরাসে
চৈতে নিতে অদ্বৈ পাগল
নাম ধরে সে ।।

তোরা কেউ যাসনে ও পাগলের কাছে



Lalon Fokir লালনগীতি

Khub Jante Issa Kore | খুব জানতে ইচ্ছে করে

খুব জানতে ইচ্ছে করে


খুব জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতই আছো
নাকি অনেকখানি বদলে গেছ।।
manna de bangla songs lyrics
এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পূজার ফুল তুলে
পূজার ছলে আমারই কথা ভাবো
বসে ঠাকুর ঘরে।।

এখনো কি সন্ধ্যা বেলা
আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে
অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে।।

এখনো কি রাত নিঝুম হলে
শরৎ কাহিনী পাশে খোলা পরে থাকে
ব্যাকুল পিয়াসে আমারই পিয়াসে
অন্তর কেঁদে মরে।।



শিল্পীঃ Manna De | মান্না দে

Saturday, January 13, 2018

তুমি এখনও আমায় বন্ধু ভাবো কি by topu

তুমি এখনও আমায় বন্ধু ভাবো কি

topu bangla songs lyrics

মেয়ে, তুমি এখনও আমায় বন্ধু ভাবো কি?
কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি?
নাকি ভেবে নেবো আজও তুমি আমায় চেনো নি?


ভালো লাগে না, তোমায় একথা বলেছি বার বার
তোমার মন ভেঙে যাবে ভেবে এসেছিলাম আমি আবার
সবই ছিলো ভালোবাসা, বুঝলেনা বুঝলেনা
বুঝতে যদি দেখতে আমায় লাগছে অচেনা


হাসছি আমি বলছি কথা, ভাবছো দেখি না তোমায়
তুমি আমার হৃদয়ে আর দূর থেকে তাকিয়ে দেখায়
ক্ষণিকের বন্ধুরা যখন আর থাকবেনা
খুঁজে দেখো পাবে আমায়, আমি সেই চির চেনা


তুমি আমি দিয়েছি পাড়ি দুজনে এপার ওপার
সবই আমার স্বপ্ন আর সুখের ছবি কল্পনার
জানি তুমি আমায় এখনো চিনতে পার নি
ভালোবেসে ডাকবে যখন, আসবো তখনি


মেয়ে তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি?
কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটু খানি বেশী
নাকি ভেবে নেবো আজও তুমি আমায় চেনোনি

শিল্পীঃ Topu তপু 

Nodi নদী

নদী




ও নদী… নদী আমার।
আমার চোখের অশ্রুজলে হয়েছে এক নদী,
সেই নদীতে কষ্টগুলো বয়ে নিরবধি।
নদীর মতো নদী চলে নেয়না তো কেউ খোঁজ,
আমি তোমার কথা মনে হলেই কেঁদে ফেলি রোজ॥
প্রতিদিনই ভাবি তোমায় করবোনা আর মনে,
মন কি আর আমার কোনো কথা শোনে॥
তোমার আশায় থাকি তুমি নিলেনা তো খোঁজ,
আমি তোমার কথা মনে হলেই কেঁদে ফেলি রোজ।
আমার চোখের অশ্রুজলে (ঐ)
পারিনি তো ভুলতে তোমায় এই হৃদয় থেকে,
মন শুধু তোমার মুখচ্ছবি আঁকে॥
তোমার আশায় থাকি তুমি নিলেনা তো খোঁজ,
আমি তোমার কথা মনে হলেই কেঁদে ফেলি রোজ।
আমার চোখের অশ্রু জলে (ঐ)



Asif Akbar | আসিফ আকবর

Friday, January 12, 2018

ca khab na চা খাব না

চা খাব না


আজকে আমি চাঁদ ছোব না
চাঁদের সাথে আড়ি
আজকে আকাশ আকাশ শুধুই
বন্ধ বাড়াবাড়ি

হাওয়ায় আমি ভাসবো না আজ
ভাসবে ধুলিকণা
আজ হবে না হাওয়ার সাথে
আমার বনিবনা

আজকে আমি চা খাব না
ঠান্ডা হবে চায়ের কাপ
আজকে আমি চা খাব না
আজকে আমার মন খারাপ

সাগর তুমি সাগর শুধুই
আজকে তুমি বন্ধু নও
আজকে না হয় ভাটার টানে
অনেক অনেক দূরের হও

তোর বুকে আজ হাঁটবো না পথ
বসবো না তোর পাশে
আজকে আমি একলা হব
মগ্ন সর্বনাশে

শিল্পী : Tahsan  তাহসান

L.E.G.E.N.D লেজেন্ড

লেজেন্ড





ও মাই গড
তোমার নেই বুঝি প্রিজমা সেলফি
নেই ওয়েস্টইন
চেক–ইনস বেবি
কেমনে হবে সুপারস্টার
সবাই এখন সুপার বিজি
ঘুরছে মাথা সুপার ডিজি
যে যার যার রাজত্বে
উড়ছে খোলা আকাশে
দেখো আজ আলোকিত সব
কোটি তারার আকাশে
ইতিহাস গড়ছে সবাই
ইউটিউব আর ফেসবুকে
সবাই লেজেন্ড

Everyone so superstar
Everyone so fabulous
All about them, likes and shares
Everybody so good about this

ও খোদা ও কি,
এখন খাব কি?
বিউটি ক্যামে ফরসা,
আটা-ময়দা মাখি
কণ্ঠে নেই সুর? তো?
আছে অটো টিউনার,
বুস্ট দিলে পোস্ট পাবে,
কোটি কোটি ভিউয়ার
একি কি করলেন লেজেন্ড?
(দেখুন ভিডিওসহ)
খেলা হবে, চিল হবে,
কপি পেস্ট,
শিল্প গান বানাতে
সময় লাগে না লাগে না
আর লুপ ছাড়া গান
আর পাবে না পাবে না

ভিডিও পোস্ট করছে সবাই
গুনছে লাইক্‌স, করছে লড়াই

আমিতো শুধু চাই গাইতে গান
হয়ে গেল কবে সবই ব্যবসা
দেখছি কালো শুধু ঝাপসা
বেঁচতে পারবো না আমি
শিল্পী মনের প্রাণ
দেখো আজ আলোকিত সব
কোটি তারার আকাশে
ইতিহাস গড়ছে সবাই
ইউটিউব আর ফেসবুকে
সবাই লেজেন্ড



Shafin Ahmed | শাফিন আহমেদ  |  | Fuad | ফুয়াদ |  |  Tofik | তৌফিক |

Thursday, January 11, 2018

Aro Ekotu Dure আরও একটু দূরে

আরও একটু দূরে



আরও একটু দূরে দূরে
কোন পথ হারা সুরে
তুমি এক ভবঘুরে ঘুরবেই

কোন কান্ত দুপুরে
এই ব্যস্ত শহরে
জানি ঘুম ভেঙ্গে ঘরে ফিরবেই

ঐ হাড়কাঁপা শীতে
আর কাঠপোড়া রোদে
জানি ভুল ভরা গানটা গাইবেই

তবু একবার মনে রেখো
যতটাই দূরে থাকো
সেই রাত জাগা ফানুস উড়বেই

জানি অবুঝ মনের কোণে
কোন নিরব প্রহর গুণে
ফেরারী দখিন হাওয়া বইবেই

বোহেমিয়ান এক বিকেলে
আর ভূলেন অন্তমিলে
জানি ভালোবাসার হিসেব মিলবেই

ঘাসফরিং যেন উড়ে উড়ে ছন্নছাড়া
কাকডাকা ভোরে স্বপ্নরা দিশেহারা
একদিন জানি বিবাগী বেহারা বাতাস ডাকবেই

শিল্পী : Tahsan  তাহসান

Ma মা

Ma মা




একটা চাদঁ ছাড়া রাত
আধাঁর কালো,
মায়ের মমতা ছাড়া
কে থাকে ভাল?

মাগো মা, মাগো মা
তুমি চোখের এত কাছে থেকেও
দূরে কেন বলনা?
মাগো মা, মাগো মা, মাগো মা।

একটু স্নেহ, একটু আদর
একটু তোমার মায়া,
পাইনি মাগো অনেক বছর
তোমার আচঁল ছাঁয়া। (২)
মাগো মা, মাগো মা,
তোমার কাছে আসার
সকল বাধা এবার তোলনা।
মাগো মা, মাগো মা, মাগো মা।

খাচাঁর পাখি খাচাঁয় বসে
দুরের আকাশ দেখে,
কেমন করে ঘুমাও মাগো
আমায় একা রেখে। (২)
মাগো মা, মাগো মা
তোমার চরণ ধূলা নেবার আশা
পূর্ণ হল না।
মাগো মা, মাগো মা, মাগো মা।

একটা চাদঁ ছাড়া রাত
আধাঁর কালো,
মায়ের মমতা ছাড়া
কে থাকে ভাল?

মাগো মা, মাগো মা
তুমি চোখের এত কাছে থেকেও
দূরে কেন বলনা?
মাগো মা, মাগো মা, মাগো মা।



Kumar Bishwajit | কুমার বিশ্বজিৎ  |

Wednesday, January 10, 2018

Karar Oi Louho Kopat কারার ঐ লৌহকপাট

কারার ঐ লৌহকপাট

NAZRUL GEETI নজরুল গীতি


কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল কর রে লোপাট,
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান,
বাজা তোর প্রলয় বিষাণ
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।

গাজনের বাজনা বাজা,
কে মালিক, কে সে রাজা,
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?
হা হা হা পায় যে হাসি, ভগবান পরবে ফাঁসি,
সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে!

ওরে ও পাগলা ভোলা,
দে রে দে প্রলয় দোলা,
গারদগুলা জোরসে ধরে হেচ্‌কা টানে
মার হাঁক হায়দারী হাঁক, কাধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে।

নাচে ওই কালবোশাখী,
কাটাবী কাল বসে কি
দেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি
লাথি মার ভাঙ্গরে তালা,
যত সব বন্দী শালায়-আগুন-জ্বালা, আগুন-জ্বালা,
ফেল উপাড়ি।।

Jekhane Shimanto Tomar যেখানে সীমান্ত তোমার

যেখানে সীমান্ত তোমার




আমায় ডেকো না, ফেরানো যাবেনা
ফেরারী পাখিরা কূলায় ফেরেনা।।

বিবাগী এ মন নিয়ে জন্ম আমার
বিবাগী এ মন নিয়ে জন্ম আমার
যায়না বাঁধা আমাকে কোন পিছুটানের মায়ায়।
আমায় ডেকো না, ফেরানো যাবেনা
ফেরারী পাখিরা কূলায় ফেরেনা।।

শেষ হোক এই খেলা এবারের মতো
মিনতি করি আমাকে হাসিমুখে বিদায় জানাও।।
আমায় ডেকোনা, ফেরানো যাবেনা
ফেরারী পাখিরা কূলায় ফেরেনা।।



Kumar Bishwajit | কুমার বিশ্বজিৎ  |


Tuesday, January 09, 2018

Sada Moyla সাদা ময়লা

Sada Moyla সাদা ময়লা


সাদা ময়লা রঙ্গিলা পালে
আউলা বাতাস খেলে
আর কাদায় ভরা মনের মধ্যে
জলের সন্তরণ
সদ্য ফোঁটা কুঁড়ির মধ্যে ভ্রমরে গান তোলে
আর কামে ভরা দেহের মধ্যে জলের সন্তরণ ।।

হাজা মজা এক পুকুর তার
ভিতরে শিং মাছ
জংলা ভরা খেতের ভিতর
গরম দেহের আঁচ
নির্বিবাদে নারীর সঙ্গে মিলল যখন নর
পাল উড়াইয়া নৌকা গেল বাতাসে সরসর

কালো জলের নোংরা সবই মিলায় যে নির্ভুল
শাস্ত্রে তবু সব কলমই
ঝরায় কালো ফুল
জীবন শাস্ত্রে মন্ত তোলে
ভ্রমর গুঞ্জন
জীবন ফুলে থাকে যদি সাদায় ভরে মন

গায়ের ময়লা রঙীলা জামায় পুতিঁগন্ধ গোলাপ
আর আর্বেলিয়ার ময়লা মনে হাতির সন্তরণ

ধনীর আহার কারো পেটে গন্ধভরা জোলাপ
আর বাসিভাতে পান্তা দিলে মনের সন্তরণ ।।

মাটি সাবান খাঁটি যে তার ভিতরে সোডিয়াম
প্যাকেট ভরা সাবান জুড়ে গন্ধভরা দাম
ট্যাপের জলে যায় না কোন দেহের সন্তাপ
নদীর জলই ধুয়ে দিল দেহের যত পাপ
শাস্ত্রে লেখা সব নদী যে চলে সরল বায়ে
জীবন নদী আঁকা-বাঁকা তার ভিতরে নায়ে
নর-নারীর হাঁড়ি-পাতিলে ধোঁয়ারই সংসার
মিলন কি হয় সাগরে শেষে আরেকবার
সাদা ময়লা......।।

শিল্পী :  Bappa Mazumder / Sonjib  বাপ্পা মজুমদার /  সঞ্জীব

Amay Dekona আমায় ডেকো না

আমায় ডেকো না 




আমায় ডেকো না, ফেরানো যাবেনা
ফেরারী পাখিরা কূলায় ফেরেনা।।

বিবাগী এ মন নিয়ে জন্ম আমার
বিবাগী এ মন নিয়ে জন্ম আমার
যায়না বাঁধা আমাকে কোন পিছুটানের মায়ায়।
আমায় ডেকো না, ফেরানো যাবেনা
ফেরারী পাখিরা কূলায় ফেরেনা।।

শেষ হোক এই খেলা এবারের মতো
মিনতি করি আমাকে হাসিমুখে বিদায় জানাও।।
আমায় ডেকোনা, ফেরানো যাবেনা
ফেরারী পাখিরা কূলায় ফেরেনা।।



Lucky Akhand | লাকী আখন্দ |

Monday, January 08, 2018

Chayamegh ছায়ামেঘ

Chayamegh ছায়ামেঘ


তোমায় ভালোবাসি
তাই ছায়ামেঘ আমি হবো
যখন রোদ্দুরে তুমি হাঁটো।
থাক চোখভাঙ্গা হাসি
তাই নুনে ভরা ব্যথা জলটুকু তুমি
আমার দু’চোখে বাটো।

সারা দিনমান যেখানেই তুমি
ঠিক সেখানেই থাকবো
যতটুকু ভালবাসা সম্ভব
ততটুকু ভালবাসবো
স্বপ্নেও ওম ওম হবো
হবো তোমার রেশমী চাদর
যখন ঘুমের রাজ্যে হাঁটো।

খোলা হাওয়া হয়ে যাবো বয়ে বয়ে
তোমার পাশে ভাসবো
বুক ভরে তুমি নিঃশ্বাস নিও
তোমর ভেতরে হাসবো
স্বাপ্নিক পৃথিবী থেকে
এনে দেবো রঙ সুতো
তুমি স্বপ্ন চরকা কাটো।


শিল্পী :  Bappa Mazumder / Kona  বাপ্পা মজুমদার / কনা

Age Jodi Jantam আগে যদি জানতাম

আগে যদি জানতাম




আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম
এই জ্বালা আর প্রাণে সহে না
ও মন রে…

কিসের তরে রয়ে গেলি তুই
বলেছিলি তুই যে আমায়
আমি নাকি ভুলে যাবো
ভুলে আমি ঠিকই তো যেতাম
পোড়া মনে তোরই কথা
বারে বারে বেজে ওঠে
তাই তোকে আর ভোলা হলো না রে
এই জ্বালা আর প্রাণে সহে না

জানিনা কেনো যে আমায়
একা ফেলে চলে গেলি
ভুলেও কি মনে পড়ে না
তোরই মতো কোনদিনও
আমিও যে ভুলে যাবো
তবু এই জ্বালা প্রাণে সইবো না রে
এই জ্বালা আর প্রাণে সহে না



Lucky Akhand | লাকী আখন্দ |

Sunday, January 07, 2018

Tumi Hobe Buri তুমি হবে বুড়ি

Tumi Hobe Buri তুমি হবে বুড়ি



গ্রামে নয়, গঞ্জে নয়
নয়কো সপ্ন ঘুমে
তোমার সাথে দেখা হবে
তাপানুকুল রুমে
যৌবনের এই উচ্ছলতার
হঠাৎ থামবে ঘুড়ি
আমার মাথা গড়ের মাঠ
তুমি হবে বুড়ি...

কফি হবে, হুইস্কি হবে
জেগে থাকা রাত
চাউমিন আর ফ্রাইড রাইস
লজ্জা পাবে ভাত!

দিনে শোবে আমার কোলে
রাতে সঙ্গী অন্য
তোমার আমার জীবন হবে
কোলাহলে বন্য!

শিল্পী :  Bappa Mazumder  বাপ্পা মজুমদার

Saturday, January 06, 2018

Manush Dhoro Manush Bhojo মানুষ ধর মানুষ ভজ

মানুষ ধর মানুষ ভজ




মানুষ ধর মানুষ ভজ
শোন বলিরে পাগল মন
মানুষের ভিতরে মানুষ
করিতেছে বিরাজন
bari siddiqui bangla song lyrics

মানুষ কি আর এমনি বটে
যার চরণে জগৎ লুটে
এই না পঞ্চভুতের ঘাটে
খেলিতেছে নিরঞ্জন
চৌদ্দতালার উপরে দালান
তার ভিতরে ফুলের বাগান
লাইলী আর মজনু দেওয়ান
সুখেই করেছে আসন

মানুষ ধর মানুষ ভজ
শোন বলিরে পাগল মন

দুই ধারে দুই কঠোরা
হায়াৎ মউত মাঝখানে ভরা
সময় থাকতে খুঁজরে তোরা
নিকটেতে কালসময়
সোনার পুরী আন্ধার করে
যেদিন পাখি যাবে উড়ে
শূন্যখাঁচা থাকবে পড়ে
কে করবে আর তার যতন

মানুষ ধর মানুষ ভজ
শোন বলিরে পাগল মন

তালাশে খালাশ মেলে
তালাশ করো রংমহলে
উঠিয়া হাবলঙের পুলে
চেয়ে থাকো সর্বক্ষন
দেখিবে হাবলঙের পুলে
দুই দিকেতে অগ্নি জ্বলে
ভেবে রশীদউদ্দিন বলে
চমকিছে স্বর্ণের মতন



শিল্পীঃ Bari Siddiqui বারী সিদ্দিকী

O Mon Ramjaner Oi Rojar Sheshe ও মন রমজানের ঐ রোজার শেষে

ও মন রমজানের ঐ রোজার শেষে

NAZRUL GEETI নজরুল গীতি


ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরীব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তোরে মারল’ ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।

Friday, January 05, 2018

Eka Achi To Ki Hoyeche একা আছি তো কি হয়েছে

একা আছি তো কি হয়েছে




একা আছি তো কি হয়েছে
সবই তো আছে আমারই কাছে
এই তুমি আছো, হৃদয়ে আছো
আমারই জীবন তোমারই এখন
একা আছি তো কি হয়েছে
সবই তো আছে আমারই কাছে
এই তুমি আছো, হৃদয়ে আছো
আমারই জীবন তোমারই এখন
একা আছি তো কি হয়েছে

Runa Laila Bangla song  Lyric
আজ আমারই স্বপ্ন সত্যি যে হলো
এই মনে এই প্রাণে গড়েছি স্বর্গ এই ভুবনে
এই তুমি আছো, হৃদয়ে আছো
আমারই জীবন তোমারই এখন
একা আছি তো কি হয়েছে

আর কভু খুলবে না আমাদের বন্ধন
জীবনে মরণে করি না যে ভয় কভু দু’জনে
এই তুমি আছো, হৃদয়ে আছো
আমারই জীবন তোমারই এখন
একা আছি তো কি হয়েছে

দিনরাত সারাবেলা থাকবো লুকিয়ে
নয়নে গোপনে জড়িয়ে রবো মধু মিলনে
এই তুমি আছো,হৃদয়ে আছো
আমারই জীবন তোমারই এখন
একা আছি তো কি হয়েছে



  শিল্পীঃ  Runa Laila | রুনা লায়লা | | Agun | | আগুন |

Ami Ke আমি কে

আমি কে

topu bangla songs lyrics

আর এখানে কোন প্রশ্ন নেই মনে
জেনেছি কি যে চাই
আমি কে?

এই খেলাতে কে জয়ী কে হারে,
কি লাভ কি ক্ষতি তার
যে চলে গেছে।

কে কি যে চাই, কে জয়ী কি আশাই
কি সুখে, কি ক্ষতি কে জানে।।

কে আমি কে?
কি খুঁজি ভালবাসি কাকে?
কি সুখে কি যে চাই
আমি কে, আমি কে।।

কে কি যে চাই, কে জয়ী কি আশাই
কি সুখে, কি ক্ষতি কে জানে।।



শিল্পীঃ Topu & Anila তপু ও আনিলা

Thursday, January 04, 2018

Sundor Suborno সুন্দর সুবর্ণ

সুন্দর সুবর্ণ




সুন্দর, সুবর্ণ, তারুন্য, লাবন্য
অপূর্ব রূপসী রূপেতে অনন্য
আমার দু’চোখ ভরা স্বপ্ন
ও দেশ, তোমারই জন্য।।

থাকবে নাকো দুঃখ দারিদ্র
বিভেদ-বেদনা-ক্রন্দন
প্রতিটি ঘরে একই প্রশান্তি
একই সুখের স্পন্দন।।

আমার দু’চোখ ভরা স্বপ্ন
ও দেশ, তোমারই জন্য।।

তোমার জন্য হবো দুরন্ত
তোমার জন্য শান্ত
প্রহরী হয়ে দেব পাহারা
যেথায় তোমার সীমান্ত।।

আমার দু’চোখ ভরা স্বপ্ন
ও দেশ, তোমারই জন্য।।

সুন্দর, সুবর্ণ, তারুন্য, লাবন্য
অপূর্ব রূপসী রূপেতে অনন্য
আমার দু’চোখ ভরা স্বপ্ন
ও দেশ, তোমারই জন্য।।



শিল্পীঃ  Sabina Yasmin সাবিনা ইয়াসমিন

SheSh Thikana শেষ চিঠি

শেষ চিঠি

si tutul bangla songs lyrics


শেষ কথা কেন এমন কথা হয়
শেষ চিঠি কেন এমন চিঠি হয়
ক্ষমা করো
ক্ষমা করো আমায়

হয়না কেন এমন শেষ কথা
হয়না কেন এমন শেষ চিঠি
আর কথা নয় আর চিঠি নয়
চলে যাব বহুদূরে
ক্ষমা করো আমায়

হয়না কেন এমন শেষ পাওয়া
হয়না কেন এমন শেষ চাওয়া
আর চাওয়া নয় আর পাওয়া নয়
চলে যাব বহুদূরে
ক্ষমা করো আমায়


শিল্পীঃ S I Tutul এস আই টুটুল  LRB এল আর বি

Wednesday, January 03, 2018

Alpo Loiya Thaki | অল্প লইয়া থাকি তাই মোর

অল্প লইয়া থাকি তাই মোর




মিশ্র ছায়ানট । একতাল
অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায় ।
কণাটুকু যদি হারায় তা লয়ে প্রাণ করে ‘হায় হায়’।।
নদীতটসম কেবলই বৃথাই প্রবাহ আঁকড়ি রাখিবারে চাই,
একে একে বুকে আঘাত করিয়া ঢেউগুলি কোথা ধায় ।।
যাহা যায় আর যাহা-কিছু থাকে সব যদি দিই সপিঁয়া তোমাকে
তবে নাহি ক্ষয়, সবই জেগে রয় তব মহা মহিমায় ।
তোমাতে রয়েছে কত শশী ভানু, হারায় না কভু অণু পরমাণু,
আমারই ক্ষুদ্র হারাধনগুলি রবে না কি তব পায় ।।



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর 

You Are Not Alone

You Are Not Alone




Another day has gone
I'm still all alone
How could this be
You're not here with me
You never said goodbye
Someone tell me why
Did you have to go
And leave my world so cold

Everyday I sit and ask myself
How did love slip away
Something whispers in my ear and says
That you are not alone
For I am here with you
Though you're far away
I am here to stay

But you are not alone
For I am here with you
Though we're far apart
You're always in my heart
But you are not alone

'Lone, 'lone
Why, 'lone

Just the other night
I thought I heard you cry
Asking me to come
And hold you in my arms
I can hear your prayers
Your burdens I will bear
But first I need your hand
Then forever can begin

Everyday I sit and ask myself
How did love slip away
Something whispers in my ear and says
That you are not alone
For I am here with you
Though you're far away
I am here to stay

For you are not alone
For I am here with you
Though we're far apart
You're always in my heart
For you are not alone

Whisper three words and I'll come runnin'
And girl you know that I'll be there
I'll be there

You are not alone
For I am here with you
Though you're far away
I am here to stay
For you are not alone
For I am here with you
Though we're far apart
You're always in my heart

For you are not alone
For I am here with you
Though you're far away
I am here to stay

For you are not alone
For I am here with you
Though we're far apart
You're always in my heart

For you are not alone...


Singer: Michael Jackson

Din BaRi Zay দিন বাড়ি যায়

Din BaRi Zay দিন বাড়ি যায় 

Bappa Majumder bangla lyrics


দিন বাড়ি যায়, চড়ে পাখির ডানায়
যদি না হয় কথা, জমে নিরবতা !
তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক
যেতে পথে আজ এইটুক বলি
যত দুরে যাই, জানিনাতো কবে
জেনে রেখো সুধু, ফের দেখা হবে !!

নদীরা বাধন হারা
আকাবাকা ছুটে যায়
সব নদী যেন তবু মিলবে মোহনায়
আমার ও নোঙ্গর বাধা
তোমার এ সে সীমানায়

মেঘেরা ছন্ন ছাড়া
নীলিমায় ভেসে যায়
জল হয়ে তবু যেন ঝরবে বর্ষায়
এই নিয়তি বাধা
তোমারি সেই আঙ্গিনায়

শিল্পী :  Bappa Mazumder  বাপ্পা মজুমদার

Tuesday, January 02, 2018

No Me Ames

No Me Ames



Dime porquи lloras
De felicidad
Y porquи te ahogas
Por la soledad
Di porquи me tomas fuerte asi mis manos y tus pensamientos te van
Llevando

Yo te quiero tanto
Y porquи serа
Loco testarudo no lo dudes mаs aunque en el futuro haya un muro
Enorme yo
No tengo miedo quiero enamorarme

No me ames porque pienses que parezco diferente
Tщ no piensas que es lo justo ver pasar el tiempo juntos
No me ames, que comprendo, la mentira que seriа
Si tu amor no merezco, no me ames, mas quиdate otro dмa

No me ames, porque estoy perdido, porque cambiи el mundo, porque es el
Destino, porque no se puede, somos un espejo, y tщ asм serмas lo que yo
De mм
Reflejo
No me ames, para estar muriendo, dentro de una guerra llena de
Arrepentimientos, no me ames para estar en tierra, quiero alzar el
Vuelo, con
Tu gran amor por el azul del cielo

(Short break)

No sи que decirte, esa es la verdad, si la gente quiere, sabe lastimar
Tщ y yo partiremos, ellos no se mueven, pero en este cielo sola no me
Dejes

No me dejes, no me dejes, no me escuches, si te digo "no me ames"
No me dejes, no desarmes, mi corazтn con ese "no me ames"
No me ames, te lo ruego, me amargura dиjame
Sabes bien, que no puedo, que es inщtil, que siempre te amarи

No me ames, pues te harи sufrir con este corazтn que se llenт de mil
Inviernos
No me ames, para asм olvidarte de tus dмas grises, quiero que me ames
Solo
Por amarme
No me ames, tщ y yo volaremos, uno con el otro y seguiremos siempre
Juntos
Este amor es como el sol que sale tras de la tormenta
Como dos cometas en la misma estela

No me ames
No me ames
No me ames

Background:
No me ames
No me ames
No me ames
No me ames


Singer: Jennifer Lopez

Monday, January 01, 2018

কেন এমন হয়

কেন এমন হয়

habib bangla songs habib songs


বল , কেন এমন হয় – না পাওয়ার অর্থটাকে ভালোবাসা কয়।
বল , কেন এমন হয়- এক চিমটি সুখ পাওয়াটা ভালোবাসা নয়।
বল , কেন এমন হয়- বল কেন এমন হয়।

আধার ঘরে একলা আমি , স্বপ্ন ছেড়ে দুঃস্বপ্নে নামি
স্মৃতি গুলি সব পিছে পড়ে রয়।
বল , কেন এমন হয় – না পাওয়ার অর্থটাকে ভালোবাসা কয়।
বল , কেন এমন হয়- বল কেন এমন হয়।

হৃদয় ছিঁড়ে গেলে তুমি , সবার মাঝেও আজ একলা আমি,
পৃথিবীটা বড় শূন্য মনে হয়।
হৃদয় ছিঁড়ে গেলে তুমি , সবার মাঝেও আজ একলা আমি,
পৃথিবীটা বড় শূন্য মনে হয়।
বল , কেন এমন হয় – না পাওয়ার অর্থটাকে ভালোবাসা কয়।

বল , কেন এমন হয় – না পাওয়ার অর্থটাকে ভালোবাসা কয়।
বল , কেন এমন হয়- এক চিমটি সুখ পাওয়াটা ভালোবাসা নয়।
বল , কেন এমন হয়- বল কেন এমন হয়।



হাবিব ওয়াহিদ

All Around The World

All Around The World



Oh oh oh oh oh
Oh oh oh oh oh

You're beautiful, beautiful
You should know it
(You're beautiful, you're beautiful
You should know it)
I think it's time, think it's time that you show it
You're beautiful, beautiful
Go, Go, Go
Baby, watcha doin'? Where you at? Where you at?
Why you acting so shy?
Holding back, holding back.
We're not the only ones doin' it like that, yeah like that
So dj bring that, bring that, bring that, bring that back

'Cuz all around the world
People want to be loved, yeah
'Cuz all around the world,
They're no different than us, no
All around the world
People want to loved
All around the world
They're no different than us.

All around the world!

[Beat break]

You're crazy girl, crazy girl you should know it
You're crazy girl, crazy girl (don't control it)
Light it up, light it up
So explosive
You're crazy girl, ye-yeah

Baby, watcha doin'? Where you at? Where you at?
Why you acting so shy?
Holding back, holding back.
We're not the only ones doin' it like that, yeah like that
So dj bring that, bring that, bring that, bring that back.

All around the world
People want to be loved, yeah
All around the world,
They're no different then us., no!
All around the world
People want to be loved, oh oh oh
All around the world,
They're no different than us, oh oh oh

All around the world!
[Beat break]

[Ludacris:]
Once again,
Dynamic duos are back at it!
Jb, luda!
I love everything about you,
You're imperfectly perfect!
Everyone's itching for beauty
But just scratching the surface.
Lost time is never found,
Can the dj please reverse it
In life you pay for change
Let's make every second worth it!
Anything could work if worth it
If people say you don't deserve it, then don't give in
Cuz hate may win some battles,
But love wins in the end!
You shine just like the sun
While the moon and the stars reflect your light
Beauty revolves around you, so light that

All around the world
People want to be loved,
All around the world,
They're no different than us., no!
All around the world
People want to be loved, oh oh oh
All around the world,
They're no different than us, oh oh oh

All around the world
People want to be loved,
All around the world,
They're no different than us.
All around the world!


Singer: Justin Bieber

Bangladesh Bangladesh বাংলাদেশ বাংলাদেশ

বাংলাদেশ বাংলাদেশ


পথ হারিয়েছি অনেকবার
ফেলেছি হাতের ক্যাচ
জয়ের দ্বারে পৌঁছে গিয়েও
হেরেছি জেতা ম্যাচ

সমালোচকের তোপের মুখে পড়েছি হাজার বার
ব্যাটে-বলে খেলে মাঠে দিয়েছি কঠোর জবাব তার

বাংলাদেশ বাংলাদেশ
১৬ কোটি প্রান
বাংলাদেশ বাংলাদেশ
একটাই গান

মোগো আছে মেলা সাহস
আছে মোগো বিশ্বাস
১৬ কোটি মাইনষে জিততো চায়
বাদিয়ারে নিশ্বাস
লক্ষ্য অ্যাহন অনেক দূরে
পাড়ি দিতে হইবো বহু পথ
বিশ্বেও সেরা হইতে হইবো
লইলাম এ শফথ
সময় এখন আগুইবার
ভাঙ্গো হকল ঝামেলা
সময় এখন জেইগা উঠার
জিত করার মেলা বাধা

সমালোচকের তোপের মুখে পড়েছি হাজার বার
ব্যাটে-বলে খেলে মাঠে দিয়েছি কঠোর জবাব তার

বাংলাদেশ বাংলাদেশ
১৬ কোটি প্রান
বাংলাদেশ বাংলাদেশ
একটাই গান (২)

শিল্পী :  Bappa Mazumder  বাপ্পা মজুমদার

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...