Tuesday, January 16, 2018

Abelay Jodi Esechho অবেলায় যদি এসেছ আমার বনে

অবেলায় যদি এসেছ আমার বনে




অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায়ক্ষণে
গেয়ো না, গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে ।।
ঘন বকুলের ম্লান বীথিকায়
শীর্ণ যে ফুল ঝ’রে ঝ’রে যায়
তাই দিয়ে হার কেন গাঁথ হায়, লাজ বাসি তায় মনে ।
চেয়ো না, চেয়ো না মোরে দীনতায় হেলায় নয়নকোণে ।।
এসো এসো কাল রজনীর অবসানে প্রভাত-আলোর দ্বারে ।
যেয়ো না, যেয়ো না অকালে হানিয়া সকালের কলিকারে ।
এসো এসো যদি কভু সুসময়
নিয়ে আসে তার ভরা সঞ্চয়,
চিরনবীণের যদি ঘটে জয়- সাজি ভরা হয় ধনে ।
নিয়ো না, নিয়ো না মোরে পরিচয় এ ছায়ার আবরণে ।।



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর 

No comments:

Post a Comment

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...