Monday, January 29, 2018

Debdas দেবদাস

দেবদাস




আরো গভীরে যদি যেঁতে
আমার প্রতি ভাবনায়,
আবেগী খেলা খেলেছে কে
জীবন নিয়ে আমার?
পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়
উপহাস কোরনা নিয়ে হৃদয়,
দেবদাস বোলনা আমায়

তানপুরাটা বাজেনা সুরে
এ জীবন সেতো ছিরে যাওায়া তার,
নিঃস্ব করে আজ সে বহুদূরে
হতে চাইনা তার করুণা,
পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়
উপহাস কোরনা নিয়ে হৃদয়,
দেবদাস বোলনা আমায়

ও পিয়ানোতে নেই সে মধুর ঝংকার
টুং টাং টুং টাং শব্দে বাজেনা সে আর,
জীবন আমার সেই ভাঙ্গা পিয়ানো
বিষাদের স্বরলিপি যার,
পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়
উপহাস কোরনা নিয়ে হৃদয়,
দেবদাস বোলনা আমায়



James | জেমস

No comments:

Post a Comment

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...