Wednesday, January 17, 2018

Kothay Jabi কোথায় যাবি

কোথায় যাবি

kona bangla songs


বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি,
বল তুই আমায় ছাড়া কেমনে রবি ।।

তোর পরানে আমার এ মন
বান্ধিয়াছি সারা জীবন,
তোরে ছাড়া বাচিনা ।।

বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি,
বল তুই আমায় ছাড়া কেমনে রবি

এক জীবনে একটু ভুল হতেই পারে,
তাই বলে কি আপন মানুষ রাখবি দূরে ।।

যাস নারে এভাবে চলে,
আমি যাচ্ছি এ পথ ভুলে,
বহু দূরে কেউ তো জানবে না ।।

শিল্পী :  জুয়েল | |  কনা | | ZooeL | Kona |

No comments:

Post a Comment

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...