Saturday, January 06, 2018

Manush Dhoro Manush Bhojo মানুষ ধর মানুষ ভজ

মানুষ ধর মানুষ ভজ




মানুষ ধর মানুষ ভজ
শোন বলিরে পাগল মন
মানুষের ভিতরে মানুষ
করিতেছে বিরাজন
bari siddiqui bangla song lyrics

মানুষ কি আর এমনি বটে
যার চরণে জগৎ লুটে
এই না পঞ্চভুতের ঘাটে
খেলিতেছে নিরঞ্জন
চৌদ্দতালার উপরে দালান
তার ভিতরে ফুলের বাগান
লাইলী আর মজনু দেওয়ান
সুখেই করেছে আসন

মানুষ ধর মানুষ ভজ
শোন বলিরে পাগল মন

দুই ধারে দুই কঠোরা
হায়াৎ মউত মাঝখানে ভরা
সময় থাকতে খুঁজরে তোরা
নিকটেতে কালসময়
সোনার পুরী আন্ধার করে
যেদিন পাখি যাবে উড়ে
শূন্যখাঁচা থাকবে পড়ে
কে করবে আর তার যতন

মানুষ ধর মানুষ ভজ
শোন বলিরে পাগল মন

তালাশে খালাশ মেলে
তালাশ করো রংমহলে
উঠিয়া হাবলঙের পুলে
চেয়ে থাকো সর্বক্ষন
দেখিবে হাবলঙের পুলে
দুই দিকেতে অগ্নি জ্বলে
ভেবে রশীদউদ্দিন বলে
চমকিছে স্বর্ণের মতন



শিল্পীঃ Bari Siddiqui বারী সিদ্দিকী

No comments:

Post a Comment

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...