নদী
ও নদী… নদী আমার।
আমার চোখের অশ্রুজলে হয়েছে এক নদী,
সেই নদীতে কষ্টগুলো বয়ে নিরবধি।
নদীর মতো নদী চলে নেয়না তো কেউ খোঁজ,
আমি তোমার কথা মনে হলেই কেঁদে ফেলি রোজ॥
প্রতিদিনই ভাবি তোমায় করবোনা আর মনে,
মন কি আর আমার কোনো কথা শোনে॥
তোমার আশায় থাকি তুমি নিলেনা তো খোঁজ,
আমি তোমার কথা মনে হলেই কেঁদে ফেলি রোজ।
আমার চোখের অশ্রুজলে (ঐ)
পারিনি তো ভুলতে তোমায় এই হৃদয় থেকে,
মন শুধু তোমার মুখচ্ছবি আঁকে॥
তোমার আশায় থাকি তুমি নিলেনা তো খোঁজ,
আমি তোমার কথা মনে হলেই কেঁদে ফেলি রোজ।
আমার চোখের অশ্রু জলে (ঐ)
No comments:
Post a Comment