Monday, January 01, 2018

কেন এমন হয়

কেন এমন হয়

habib bangla songs habib songs


বল , কেন এমন হয় – না পাওয়ার অর্থটাকে ভালোবাসা কয়।
বল , কেন এমন হয়- এক চিমটি সুখ পাওয়াটা ভালোবাসা নয়।
বল , কেন এমন হয়- বল কেন এমন হয়।

আধার ঘরে একলা আমি , স্বপ্ন ছেড়ে দুঃস্বপ্নে নামি
স্মৃতি গুলি সব পিছে পড়ে রয়।
বল , কেন এমন হয় – না পাওয়ার অর্থটাকে ভালোবাসা কয়।
বল , কেন এমন হয়- বল কেন এমন হয়।

হৃদয় ছিঁড়ে গেলে তুমি , সবার মাঝেও আজ একলা আমি,
পৃথিবীটা বড় শূন্য মনে হয়।
হৃদয় ছিঁড়ে গেলে তুমি , সবার মাঝেও আজ একলা আমি,
পৃথিবীটা বড় শূন্য মনে হয়।
বল , কেন এমন হয় – না পাওয়ার অর্থটাকে ভালোবাসা কয়।

বল , কেন এমন হয় – না পাওয়ার অর্থটাকে ভালোবাসা কয়।
বল , কেন এমন হয়- এক চিমটি সুখ পাওয়াটা ভালোবাসা নয়।
বল , কেন এমন হয়- বল কেন এমন হয়।



হাবিব ওয়াহিদ

No comments:

Post a Comment

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...