Showing posts with label ফাহিম ফয়সাল. Show all posts
Showing posts with label ফাহিম ফয়সাল. Show all posts

Saturday, February 03, 2018

সিজদাহ করি তোমায় স্মরে

সিজদাহ করি তোমায় স্মরে

এই পৃথিবীর, সব কিছু, ওগো প্রিয়, তোমারি দান,
তুমি রহিম, তুমি রহমান, তুমি সবার, মালিক-উল-মূলক,
তোমারি ইশারায়, গোধূলী বেলায়, সূর্য ডুবে, রাত নেমে আসে,
পূর্ণিমা রাতে, চাঁদ জেগে উঠে, সিজদাহ করে, তোমার তরে।
জিকির করে, সৃষ্টিকুল, দিবা-যামি, তোমার প্রশংসায়,
ওগো পরোয়ার, কর শামিল মোদের, তোমার অতি প্রিয়, সেই বান্দায়।।

বৃক্ষ-লতা, সাগর-নদী, পাহাড়-পর্বত, তোমারি দান
ঝর্ণাধারার, পানি সেতো, করে পথিকের, তৃষ্ণা অম্লান,
সৃষ্টির সেরা, মানব জাতী, আমরা আশরাফুল মাখলুকাত,
(তাই) নীরবে কাঁদি, রাত গভীরে, তোমার সৃষ্টি দেখে, ওগো মহিয়ান।
তোমারি ইশারায়, গোধূলী বেলায়, সূর্য ডুবে, আসে রাত নেমে,
(তাই) চাঁদনী রাতে, তারা দেখি, সিজদাহ করি, তোমায় স্মরে।।

ঝড় উঠে, সাগর বুকে, মাঝি বলে, তুমি হে খোদা,
রক্ষা কর, আমায় তুমি, আমি যে তোমার, এক পাপী বান্দা,
তোমার রহম আর, তোমার করম ছাড়া, বাঁচেনা কেউ এই পৃথিবীতে,
রোজ হাশরের দিন, ছায়া দিও, ওগো মালিক, আরশের নীচে।
তোমারি ইশারায়, প্রভাত আসে, সূর্য উঠে, পূব আকাশ জুড়ে,
(তাই) ভাবি তোমার, সৃষ্টি নিয়ে, সিজদাহ করি, তোমায় স্মরে।।



ফাহিম ফয়সাল

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...