Showing posts with label Rabindranath Tagore | রবীন্দ্রনাথ ঠাকুর |. Show all posts
Showing posts with label Rabindranath Tagore | রবীন্দ্রনাথ ঠাকুর |. Show all posts

Monday, April 09, 2018

Ajana Sur Ke Diye Jay Kane Kane অজানা সুর কে দিয়ে যায় কানে কানে

অজানা সুর কে দিয়ে যায় কানে কানে




অজানা সুর কে দিয়ে যায় কানে কানে,
ভাবনা আমার যায় ভেসে যায় গানে গানে ।
বিস্মৃত জন্মের ছায়ালোকে
হারিয়ে-যাওয়া বীণার শোকে
ফাগুন-হাওয়ায় কেঁদে ফিরে পথহারা রাগিণী ।
কোন্‌ বসন্তের মিলন রাতে তারার পানে
ভাবনা আমার যায় ভেসে যায় গানে গানে ।।



Rabindranath Tagore  রবীন্দ্রনাথ ঠাকুর 

Friday, April 06, 2018

Achenake Bhoy Ki Amar অচেনাকে ভয় কী আমার ওরে

অচেনাকে ভয় কী আমার ওরে




অচেনাকে ভয় কী আমার ওরে?
অচেনাকেই চিনে চিনে উঠবে জীবন ভরে ।।
জানি জানি আমার চেনা কোনো কালেই ফুরাবে না,
চিহ্নহারা পথে আমায় টানবে অচিন ডোরে ।।
ছিল আমার মা অচেনা, নিল আমায় কোলে ।
সকল প্রেমই অচেনা গো, তাই তো হৃদয় দোলে ।
অচেনা এই ভুবন-মাঝে কত সুরেই হৃদয় বাজে-
অচেনা এই জীবন আমার, বেড়াই তারি ঘোরে ।।



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর 

Sunday, March 25, 2018

Amar Sonar Bangla আমার সোনার বাংলা

আমার সোনার বাংলা




  আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি।
চিরদিন তোমার আকাশ,
তোমার বাতাস,
আমার প্রাণে বাজায় বাঁশি।।

ও মা,
ফাগুনে তোর আমের বনে
ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে-
ও মা,
অঘ্রানে তোর ভরা ক্ষেতে
আমি কী দেখেছি মধুর হাসি।।

কী শোভা, কী ছায়া গো,
কী স্নেহ, কী মায়া গো-
কী আঁচল বিছায়েছ
বটের মূলে,
নদীর কূলে কূলে।

মা, তোর মুখের বাণী
আমার কানে লাগে
সুধার মতো,
মরি হায়, হায় রে-
মা, তোর বদনখানি মলিন হলে
ও মা,
আমি নয়ন জলে ভাসি।।



Rabindranath Tagore  রবীন্দ্রনাথ ঠাকুর 

Friday, March 16, 2018

Aji Bangladesher Hridoy Hote আজি বাংলাদেশের হৃদয় হতে

আজি বাংলাদেশের হৃদয় হতে




আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
ডান হাতে তোর খড়্গ জ্বলে, বাঁ হাত করে শঙ্কাহরণ,
দুই নয়নে স্নেহের হাসি, ললাটনেত্র আগুনবরণ।
ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
তোমার মুক্তকেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি,
তোমার আঁচল ঝলে আকাশতলে রৌদ্রবসনী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
যখন অনাদরে চাই নি মুখে ভেবেছিলেম দুঃখিনী মা
আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুখের বুঝি নাইকো সীমা।
কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি—
আকাশে আজ ছড়িয়ে গেল ঐ চরণের দীপ্তিরাশি!
ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
আজি দুখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী—
তোমার অভয় বাজে হৃদয়মাঝে হৃদয়হরণী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর 

Thursday, March 08, 2018

Amaro Porano Jaha Chay আমার পরান যাহা চায়

 আমার পরান যাহা চায়




 আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো।
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো।।
তুমি সুখ যদি নাহি পাও,
যাও সুখের সন্ধানে যাও-
আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে,
আর কিছু নাহি চাই গো।।
আমি তোমার বিরহে রহিব বিলীন,
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
দীর্ঘ বরষ-মাস।
যদি আর-কারে ভালোবাস,
যদি আর ফিরে নাহি আস,
তবে তুমি যাহা চাও তাই যেন পাও,
আমি যত দুখ পায় গো।।



Rabindranath Tagore | রবীন্দ্রনাথ ঠাকুর 

Tuesday, March 06, 2018

Amon Aral Diye Lukiye | অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না

অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না




 অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না ।
এবার হৃদয়-মাঝে লুকিয়ে বোসো, কেউ জানবে না, কেউ বলবে না ।।
বিশ্বে তোমার লুকোচুরি, দেশ-বিদেশে কতই ঘুরি-
এবার বলো আমর মনের কোণে দেবে ধরা, ছলবে না ।।
জানি আমার কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয়-
সখা, তোমার হাওয়া লাগলে হিয়ায় তবু কি প্রাণ গলবে না?
নাহয় আমার নাই সাধনা- ঝরলে তোমার কৃপার কণা
তখন নিমেষে কি ফুটবে না ফুল, চকিতে ফল ফলবে না ?।



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর 

Friday, March 02, 2018

Amal Kamal Sahoje Jaler অমল কমল সহজে জলের কোলে

 অমল কমল সহজে জলের কোলে




অমল কমল সহজে জলের কোলে ‘আনন্দে রহে ফুটিয়া,
ফিরে না সে কভু ‘আলয় কোথায়’ ব’লে ধুলায় লুটিয়া ।।
তেমনি সহজে আনন্দে হরষিত
তোমার মাঝারে রব নিমগ্নচিত,
পূজাশতদল আপনি কে বিকশিত সব সংশয় টুটিয়া ।।
কোথা আছ তুমি পথ না খুঁজিব কভু, শুধাব না কোনো পথিকে-
তোমারি মাঝারে ভ্রমিব ফিরিব প্রভু, যখন ফিরিব যে দিকে ।
চলিব যখন তোমার আকাশগেহে
তোমার অমৃতপ্রবাহ লাগিবে দেহে,
তোমার পবন সখার মতন স্নেহে বক্ষে আসিবে ছুটিয়া ।।



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর 

Sunday, February 18, 2018

Amal Dhabal Pale Legechhe | অমল ধবল পালে লেগেছে মন্দ

 অমল ধবল পালে লেগেছে মন্দ




অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া ।
দেখি নাই কভু দেখি নাই এমন তরণী-বাওয়া ।।
কোন্‌ সাগরের পার হতে আনে কোন্‌ সুদুরের ধন
ভেসে যেতে চায় মন,
ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া পাওয়া ।
দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী-বাওয়া ।।
পিছনে ঝরিছে ঝরঝর জল, গুরুগুরু দেয়া ডাকে,
মুখে এসে পড়ে অরুণকিরণ ছিন্ন মেঘের ফাঁকে ।
ওগো কান্ডারী, কে গো তুমি, কার হাসিকান্নার ধন
ভেবে মরে মোর মন –
কোন্‌ সুরে আজ বাঁধিবে যন্ত্র, কী মন্ত্র হবে গাওয়া ।
দেখি নাই কভু দেখি নাই এমন তরণী-বাওয়া ।।



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর 

Tuesday, January 30, 2018

Abhishap Noy Noy অভিশাপ নয় নয়

অভিশাপ নয় নয়




প্রকৃতি । অভিশাপ নয় নয়,
অভিশাপ নয় নয়-
আনছে আমার জন্মান্তর
মরণের সিংহদ্বার ওই খুলেছে ।
ভাঙল দ্বার,
ভাঙল প্রাচীর,
ভাঙল এ জন্মের মিথ্যা ।
ওগো আমার সর্বনাশ,
ওগো আমার সর্বস্ব,
তুমি এসেছ
আমার অপমানের চূড়ায় ।
মোর অন্ধকারের ঊর্ধ্বে রাখো
তব চরণ জ্যোতির্ময় ।।



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর 

Tuesday, January 16, 2018

Abelay Jodi Esechho অবেলায় যদি এসেছ আমার বনে

অবেলায় যদি এসেছ আমার বনে




অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায়ক্ষণে
গেয়ো না, গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে ।।
ঘন বকুলের ম্লান বীথিকায়
শীর্ণ যে ফুল ঝ’রে ঝ’রে যায়
তাই দিয়ে হার কেন গাঁথ হায়, লাজ বাসি তায় মনে ।
চেয়ো না, চেয়ো না মোরে দীনতায় হেলায় নয়নকোণে ।।
এসো এসো কাল রজনীর অবসানে প্রভাত-আলোর দ্বারে ।
যেয়ো না, যেয়ো না অকালে হানিয়া সকালের কলিকারে ।
এসো এসো যদি কভু সুসময়
নিয়ে আসে তার ভরা সঞ্চয়,
চিরনবীণের যদি ঘটে জয়- সাজি ভরা হয় ধনে ।
নিয়ো না, নিয়ো না মোরে পরিচয় এ ছায়ার আবরণে ।।



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর 

Wednesday, January 03, 2018

Alpo Loiya Thaki | অল্প লইয়া থাকি তাই মোর

অল্প লইয়া থাকি তাই মোর




মিশ্র ছায়ানট । একতাল
অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায় ।
কণাটুকু যদি হারায় তা লয়ে প্রাণ করে ‘হায় হায়’।।
নদীতটসম কেবলই বৃথাই প্রবাহ আঁকড়ি রাখিবারে চাই,
একে একে বুকে আঘাত করিয়া ঢেউগুলি কোথা ধায় ।।
যাহা যায় আর যাহা-কিছু থাকে সব যদি দিই সপিঁয়া তোমাকে
তবে নাহি ক্ষয়, সবই জেগে রয় তব মহা মহিমায় ।
তোমাতে রয়েছে কত শশী ভানু, হারায় না কভু অণু পরমাণু,
আমারই ক্ষুদ্র হারাধনগুলি রবে না কি তব পায় ।।



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর 

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...