Tuesday, March 06, 2018

Amon Aral Diye Lukiye | অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না

অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না




 অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না ।
এবার হৃদয়-মাঝে লুকিয়ে বোসো, কেউ জানবে না, কেউ বলবে না ।।
বিশ্বে তোমার লুকোচুরি, দেশ-বিদেশে কতই ঘুরি-
এবার বলো আমর মনের কোণে দেবে ধরা, ছলবে না ।।
জানি আমার কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয়-
সখা, তোমার হাওয়া লাগলে হিয়ায় তবু কি প্রাণ গলবে না?
নাহয় আমার নাই সাধনা- ঝরলে তোমার কৃপার কণা
তখন নিমেষে কি ফুটবে না ফুল, চকিতে ফল ফলবে না ?।



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর 

No comments:

Post a Comment

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...