Saturday, March 17, 2018

Ghumont Shohore ঘুমন্ত শহরে

ঘুমন্ত শহরে

Ayub Bachchu Bangla songs

 ঘুমন্ত শহরে রূপালী রাতে
স্বপ্নের নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরণ জড়িয়ে
আমি আছি আছি তোমার স্মৃতিতে
ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে
চলে গেছ এই হৃদয়টাকে ভেঙে
তুমি আমি একই শহরে
তবুও একাকী ভিন্ন গ্রহে

মনে পড়ে সেই নিয়ন জ্বলা রাতে
অনন্ত প্রেম দিয়েছি উজার করে
নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে
পথে হেঁটেছি বাঁধা দুটি হাতে
দূর আঁধারের ভালোবাসায় হারাতে
ছুটেছিলাম সেই রূপালী রাতে

এই রাতে সব প্রেম হারিয়েছি অকারণে
নিশি ব্যস্ত মানুষ হয়েছি কেমনে
সমুদ্র কোলাহলের মনে অবিরাম ক্ষণে
নগরের যত বিষাদ আমাকে ভর করে
দরজার চৌকাঠকে পিঁড়ি বানিয়ে
বিনিদ্র জেগে আছি এই রূপালী রাতে


শিল্পীঃ Ayub Bachchu | আইয়ুব বাচ্চু | | LRB এল আর বি |

No comments:

Post a Comment

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...