Monday, March 05, 2018

Ekhon To Shomoy Bhalobashar এখন তো সময় ভালোবাসার

এখন তো সময় ভালোবাসার




Runa Laila Song lyric
এখন তো সময় ভালোবাসার,
এ দুটি হৃদয় কাছে আসার,
তুমি যে একা আমিও যে একা,
লাগে যে ভালো,
ও প্রিয় ও প্রিয়

পেয়েছি তোমাকে এতদিনে
যেও না সরে গো অভিমানে
আমি তোমারি ও বুকে নাও টেনে
এখন তো সময় ভালোবাসার,
এ দুটি হৃদয় কাছে আসার,
তুমি যে একা আমিও যে একা,
লাগে যে ভালো
ও প্রিয় ও প্রিয়


কী ছোঁয়া আমাকে দিলে তুমি,
রাত দিন তোমাকে ভাবি আমি
কেন বোঝ না প্রেমেরও পাগলামী
এখন তো সময় ভালোবাসার,
এ দুটি হৃদয় কাছে আসার,
তুমি যে একা আমিও যে একা,
লাগে যে ভালো
ও প্রিয় ও প্রিয়



শিল্পীঃ   Runa Laila | | রুনা লায়লা | | Agun | | আগুন  |

1 comment:

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...