Thursday, March 29, 2018

SaRe Tin Hat Mati সাড়ে তিন হাত মাটি

সাড়ে তিন হাত মাটি

Ayub Bachchu LRB bangla songs lyrics


টাকা কড়ি ধন সম্পত্তি
অনেক অনেক বাড়ী গাড়ি
ঠিকানার ছরাছরি
আমি তুমি বারাবারি
মরলে সংগে যাবেনা
কোনই কিছু তোমার অংশীদারি।

ঠিকানা শুধু এক সমাধি
সাড়ে তিন হাত মাটি...

সংসারে যুদ্ধ চলে
কারন হলো জায়গা জমি
দেহ ত্যাগ করার পরে
স্মৃতি হয়ে যাবে জানি
মরলে সংগে যাবেনা
কোনই কিছু তোমার অংশীদারি।

ঠিকানা শুধু এক সমাধি
সাড়ে তিন হাত মাটি...

সুখের আশা
পৃথিবীতে করে শুধু জানি
উপর থেকে ডাক এলে
উড়াল দেবে জীবন পাখি
মরলে সংগে যাবেনা
কোনই কিছু তোমার অংশীদারি।

ঠিকানা শুধু এক সমাধি
সাড়ে তিন হাত মাটি...

শিল্পীঃ Ayub Bachchu | | LRB | | আইয়ুব বাচ্চু | | এল আর বি |

1 comment:

  1. https://bangla-website.blogspot.com/2019/06/bangla-song-lyrics-collection.html

    ReplyDelete

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...