Showing posts with label S I Tutul | এস আই টুটুল |. Show all posts
Showing posts with label S I Tutul | এস আই টুটুল |. Show all posts

Friday, March 30, 2018

Shua Urilore শুয়া উড়িলরে

শুয়া উড়িলরে



শুয়া উড়িল উড়িল জীবেরও জীবন
শুয়া উড়িল উড়িল রে।।

আরলাম আকানে ছিলা আনন্দিত মন
ভবে আসি পিঞ্জরাতে হইলা বন্ধন।

নিদয়া নিষ্ঠুর পাখি দয়া নাই রে তোর
পাষাণ সমান হিয়া কঠিন অন্তর।

পিঞ্জরায় থাকিয়া করলা প্রেমেরও সাধন
পিঞ্জরা ছাড়িয়া যাইতে না লাগে বেদন।

শীতলং ফকিরে কইন দম কর সাধন
দমের ভিতর আছে পাখি করিও যতন।


শিল্পীঃ SI Tutul | | Fajlur Rahman Babu | | এস আই টুটুল | | ফজলুর রহমান বাবু |

Wednesday, March 28, 2018

Ho Zodi Nil Akash হও যদি নীল আকাশ

হও যদি নীল আকাশ



হও যদি তুমি নীল আকাশ , আমি মেঘ হব আকাশে
si tutul bangla songs lyrics
হও যদি অথৈ সাগর , আমি ঢেউ হব সাগরে
হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়
তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়
বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে
বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে

তুমি হলে ওই অরণ্য আমি হব সবুজ
ও তোমারি প্রেম মন দুরুন্ত তোমার কাছেই অবুজ

হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়
তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়
বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে
বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে

আমারি দেহে প্রাণ গো তুমি, তুমি আমার নিশ্বাস
ও তোমাকে ছাড়া নিস্প্রান আমি এইত আমার বিশ্সাস

হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়
তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়
বলতে পারি আমি নিরভয়ে, তুমি আছ হৃদয়ে
বলতে পারি আমি নিরভয়ে, তুমি আছ হৃদয়ে


শিল্পীঃ S I Tutul | | Samina Chowdhuary| | এস আই টুটুল | | সামিনা চৌধুরী | 

Friday, February 16, 2018

Ami Aj Bhejabo Chokh আমি আজ ভেজাবো চোখ

আমি আজ ভেজাবো চোখ

si tutul bangla songs lyrics


আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে
ও সমুদ্র ! কাছে আসো ,
আমাকে ভালোবাসো
আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে. . .
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে।

আহারে কি আকাশ!
কি তাহার দীর্ঘশ্বাস!
আহারে কি আকাশ!
কি তাহার দীর্ঘশ্বাস!
মিশিতেছে কি নিবিড় সমুদ্র কল্লোলে।
ও সমুদ্র ! কাছে আসো ,
আমাকে ভালোবাসো
আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে. . .
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে।

আয় ঢেউ আয় ঢেউ
প্রবল প্রবল ঢেউ
রুদ্র ভৈরবী আয় ছুটে আয়
আজ থেকে আমি আছি তোর সীমানায়!

সন্ধ্যার শেষ আলো
যখন হইবে কালো
সন্ধ্যার শেষ আলো
যখন হইবে কালো,
তখন সাগর পক্ষী উড়ে যাবে স্থলে. . .
ও সমুদ্র ! কাছে আসো ,
আমাকে ভালোবাসো
আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে. . .
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে।


শিল্পীঃ S I Tutul এস আই টুটুল 

Thursday, January 04, 2018

SheSh Thikana শেষ চিঠি

শেষ চিঠি

si tutul bangla songs lyrics


শেষ কথা কেন এমন কথা হয়
শেষ চিঠি কেন এমন চিঠি হয়
ক্ষমা করো
ক্ষমা করো আমায়

হয়না কেন এমন শেষ কথা
হয়না কেন এমন শেষ চিঠি
আর কথা নয় আর চিঠি নয়
চলে যাব বহুদূরে
ক্ষমা করো আমায়

হয়না কেন এমন শেষ পাওয়া
হয়না কেন এমন শেষ চাওয়া
আর চাওয়া নয় আর পাওয়া নয়
চলে যাব বহুদূরে
ক্ষমা করো আমায়


শিল্পীঃ S I Tutul এস আই টুটুল  LRB এল আর বি

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...