Tuesday, April 10, 2018

Epitaph এপিটাফ

এপিটাফ




যেদিন বন্ধু চলে যাব, চলে যাব বহুদূরে
ক্ষমা করে দিও আমায়, ক্ষমা করে দিও
মনে রেখো কেবল একজন ছিল, ভালোবাসতো শুধু তোমাদের

চোরা সুরের টানে রে বন্ধু মনে যদি ওঠে গান
গানে গানে রেখো মনে ভুলে যেও অভিমান
মনে রেখো কেবল একজন ছিল, ভালোবাসতো শুধু তোমাদের

ভরা নদীর বাঁকেরে বন্ধু ঢেউয়ে ঢেউয়ে দোলে গান
চলে যেতে হবে ভেবে কেঁদে ওঠে মন প্রাণ
মনে রেখো কেবল একজন ছিল, ভালোবাসতো শুধু তোমাদের

যেদিন বন্ধু চলে যাব, চলে যাব বহুদূরে
ক্ষমা করে দিও আমায়, ক্ষমা করে দিও
মনে রেখো কেবল একজন ছিল, ভালোবাসতো শুধু তোমাদের



James | জেমস

No comments:

Post a Comment

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...