তোমার হবে কি
একটু একটু করে দিয়েছ
যত্ন করে কষ্ট আমাকে
আমি যাচ্ছি জ্বলে পুড়ে
হয়ত যাব বাচাবে বল কে
না হয় আমি মরেই গেলাম
তোমার হবে কি
কষ্ট দেয়ার অভিশাপে
তুমি বাঁচবে কি
পরিয়েছিলে যে হাত দিয়ে
প্রেমেরই মালা
সে হাত দিয়েই কি করে দাও
এতটা জ্বালা
অশ্রু দিয়ে লিখেছি আমি
দু: খের কাহিনী
এত ভাল বেসে তোমায়
ফেরাতে পারিনি
No comments:
Post a Comment