Showing posts with label Ashraf Babu | আশরাফ বাবু. Show all posts
Showing posts with label Ashraf Babu | আশরাফ বাবু. Show all posts

Wednesday, February 21, 2018

Bujhi kom | বুঝি কম

বুঝি কম



অল দ্যা ছ্যারা ভ্যারা পিপল অফ বাংলাদেশ- বিদেশী সাহায্যার্থে আমরা পুষ্ট, এভাবে চলতে থাকলে… আমাদের হবে কুষ্ঠ আর তাতেই আমরা সন্তুষ্ট।

বড় মামা বড় মামী
খালে দেখো ফারাক্কার পানি
গালে মাখো ফেয়ার এন্ড লাভলী
গরম ভাতে বিদেশী চাটনি
মামীর গায়ে ভারতের শাড়ি
লাগে না ভালো দেশী জামদানি

বুঝি কম বুঝি কম বুঝি কম রে
পারদেশীরা দেশে ঢুকে গেল রে
বুঝি কম বুঝি কম বুঝি কম রে
এদেশের খেয়ে গায় হিন্দি যে।

বাঙ্গালী ভাইজান আরে ওঠো ওঠো
বাঙ্গালী ভাইজান জোরে ল্যাঙট বাঁধ
বাঙ্গালী ভাইজান হাতে পতাকা ধর
বাঙ্গালী ভাইজান ওদের ধোলাই কর
বাঙ্গালী ভাইজান অর্থনীতি ডুবলো
বাঙ্গালী ভাইজান শিল্পনীতি খসলো
বাঙ্গালী ভাইজান ওদের জব্দ কর
বাঙ্গালী ভাইজান ওদের ধর ধর

বুঝি কম বুঝি কম বুঝি কম রে
বাঙ্গালীর কাঙ্গালী স্বভাব যায় না রে
বুঝি কম বুঝি কম বুঝি কম রে
পান্তা ভাতে কি ভাইগ্না বুদ্ধি কমায় রে
লা লা লা লালা লা লালা
দেশী কুত্তা গায় বিদেশী সুরে

মেঝো খালা আর খালু
ফিগার যেন আলু ফালু
বিদেশ থেকে আসে ম্যানু
কি খাবে রোজ মেয়ে বেণু
স্বদেশী পণ্য কিসের জন্য
বিদেশী বাজারে হয় যে ধন্য

বুঝি কম বুঝি কম বুঝি কম রে
পারদেশীরা দেশে ডুকে গেলো রে
বুঝি কম বুঝি কম বুঝি কম রে
এদেশের খেয়ে গায় হিন্দি যে

বাঙ্গালী ভাইজান আরে জাগো জাগো
বাঙ্গালী ভাইজান একি লংকা কাণ্ড
বাঙ্গালী ভাইজান চেপে ধর ধর
বাঙ্গালী ভাইজান টাকা উড়ছে দেখো
বাঙ্গালী ভাইজান বুদ্ধি নাড়োচাড়ো
বাঙ্গালী ভাইজান ভালো শেয়ার ধর
বাঙ্গালী ভাইজান না হলে মামা ধর
বাঙ্গালী ভাইজান মাজা শক্ত কর

বুঝি কম বুঝি কম বুঝি কম রে
বাঙ্গালীর কাঙ্গালী স্বভাব যায় না রে
বুঝি কম বুঝি কম বুঝি কম রে
পান্তা ভাতে কি ভাইগ্না বুদ্ধি কমায় রে
লা লালা লা লালা লা লালা
দেশী কুত্তা গায় বিদেশী সুরে

মেঝো খালা আর খালু
ফিগার যেন আলু ফালু
বিদেশ থেকে আসে ম্যানু
কি খাবে রোজ মেয়ে বেণু
স্বদেশী পণ্য কিসের জন্য
বিদেশী বাজারে হয় যে ধন্য

বড় আপা বড় দুলাভাই
জি সিনেমা দেখে চোখে ঘুম নাই
ক্যাপ্টেন কুক খায় সকালের নাস্তায়
খানা-খাজানা দেখে আপা খাবার বানায়
বাড়ির সবাই হিন্দি বুলি ভাই
বাবা সাইগালের ভাইগ্না রাষ্ট্র সংগীত গায়

বুঝি কম বুঝি কম বুঝি কম রে
পারদেশীরা দেশে ডুকে গেলো রে
বুঝি কম বুঝি কম বুঝি কম রে
এদেশের খেয়ে গায় হিন্দি যে






আশরাফ বাবু ও চারু

Tuesday, February 20, 2018

Denghu Mosha | ডেঙ্গু মশা

ডেঙ্গু মশা


“কুরবান ভাই কুরবান ভাই সোহাগী আপা চিঠি পাডাইচে”

এই দেখিত কি লিখেছে চিঠিতে !!! ওফ, জানেমান, মেরি জান, চিঠি দিয়েছে ডেটিং করতে। মাঝ রাত, আকাশে জোসনার আলো , তার নিচে ঝোপঝাড়ের মধ্যে প্রেম হবে। মেরি তামান্না…… যাই যাই।

“এ মামু দোয়া রাখিস, সোহাগীর কাসে যাইতাসি, পরে কথা কমু।”

ডেটিং করতে যাচ্ছিলাম…
আন্ধার রাইতে পুকুর পাড়।
চাঁদনী রাতে পেচায় চিল্লায়,
হেইল্লা ধরে কুত্তার পাও।

(ওমা……)
শেষমেষ একটা ঝোপের ভিতর
… করে হাইন্দে যাই।
উকি ঝুকি মাইরা খুঁজি,
সোহাগী তুমি পৌছাও নাই।
ডেঙ্গু মশার কামড় খাইয়া গায়ে উঠে পেইন,
চুলকাইতে চুলকাইতে খুললাম প্যান্ট এর চেইন,
ও কি মহা প্রবলেম…… (ওমাগো)

চুলকাও খাউজাইয়া দাও… কামড়াইসে ডেঙ্গু মশা (আহা)…
পিঠ কাইত করে চুলকাও…কামড়াইসে ডেঙ্গু মশা।
কিল চর থাপ্পড় দেয়… সোহাগীর খালাম্মা আইসা ( ও ও ও )
পিরিত করতে চাইয়া রীতিমত খাইসি ধোঁকা,
রীতিমত হইসি বোকা… রীতিমত খাইসি ধোঁকা।

ওমা কি দজ্জাল বেটি,
গায়ে ঢালে কেরোসিন তেল,
বলল যদি আবার আবি,
মাথা চাইচ্ছা করব বেল।

ডেঙ্গু মশার কামড় খাইয়া গায়ে উঠসে পেইন,
চুলকাইতে চুলকাইতে খুললাম পেন্ট এর চেইন,
ও কি মহা প্রবলেম ( ওমা গো… )

চুলকাও খাউজাইয়া দাও… কামড়াইসে ডেঙ্গু মশা,
পিঠ কাইত করে চুলকাও…কামড়াইসে ডেঙ্গু মশা।
কিল চর থাপ্পড় দেয়…সোহাগীর খালাম্মা আইসা ( আম্মা গো)
পিরিত করতে চাইয়া রীতিমত খাইসি ধোঁকা,
রীতিমত হইসি বোকা… কামড়াইসে ডেঙ্গু মশা।

ডেঙ্গু মশার কামড় খাইয়া গায়ে উঠে পেইন,
চুলকাইতে চুলকাইতে খুললাম পেন্ট এর চেইন,
ও কি মহা প্রবলেম।

চুলকাও খাউজাইয়া দাও… কামড়াইসে ডেঙ্গু মশা,
পিঠ কাইত করে চুলকাও…কামড়াইসে ডেঙ্গু মশা।
কিল চর থাপ্পড় দেয়… সোহাগীর খালাম্মা আইসা।
পিরিত করতে চাইয়া রীতিমত খাইসি বোকা।


চারু ও আশরাফ বাবু


Sunday, February 04, 2018

Gaye Holud | গায়ে হলুদ

গায়ে হলুদ



এশিয়া, ইউরোপ, আমেরিকা মহাদেশ ছাড়াও পৃথিবীর বহু স্থানে বিয়ের নিয়ম রীতি আছে! সভ্যতার উষালগ্ন থেকে এ রীতি চলে আসছে, এই শুভ পড়িনিটিতে আমাদের পূর্ব পুরুষরা যেমন বিশ্বাসী ছিলেন! আমরাও তেমন বিশ্বাসী… আর তাই বিয়ের একটা প্রধান অঙ্গ গায়ে হলুদ, যা আমাদের এশিয়ার কিছু কিছু দেশে বিদ্যমান আছে! আমাদের এই গায়ে হলুদের কথা আপনারও হতে পারে! এখন গায়ে হলুদের কথা বলছি –

বলি হাই ক্লাস, লো ক্লাস সব জাতি

বাবা ধুমে ধামে করে তাদের বিয়ে শাদী
গায়ে হলুদের দিনে মজা হয় যে বেশি
আবার বৃদ্ধ-বনিতা তার মুখে থাকে হাসি
ও ভাইজান, আনো মিষ্টির হাঁড়ি
ও ভাবীজান, আনো হলদির শাড়ি
ও ভাইজান, কর মেহমানদারী
ও ভাবীজান, কন্যা কি শ্রী দেবী

ও পাড়ার যত বেড়ে ওঠা যুবতীরা
খুশির মাতন্দলায় দোলে সব মতোয়ারা
চলছে খসর খসর শব্দে হলদি মেহেদী বাটা
ফলে পাঁকা ছেলে ছোকরা যে ফিল্লিং মারা
আবার উচ্চ সরে বাজছে গানের ক্যাসেট
শুনে খিলি খিলি খুকি খোকা মজেছে বেশ
রান্না ঘরের রাঁধুনিদের যুদ্ধের নেই যে শেষ
হচ্ছে লুচি পরোটা আর ক্ষীর পায়েস

ও পক্ষের পক্ষ যখন পৌঁছে কন্যার বাড়ি
শুরু হয় হলুদ মাখানোর বৃহৎ সারি
বন্ডের গান বাজনার সাথে চলে নাচানাচি
আর নানী দাদির গালে নাচে পানের খিলি
তখন কন্যার চোখে মুখে সুখের দোলা জাগে
অন্যদিকে বুকটা দুরু দুরু কাঁপে
পুরনো সখীরা যে সান্ত্বনা দেয় হেসে
সোনালী স্বপ্নটা দেখে চোখ ভুজে

আ… আ… আ… গায়ে হলুদ

তার-পরদিন শুরু হয় বিয়ের অনুষ্ঠান
সারা বাড়ি বিশাল উৎসব চলে আয়োজন
আকাশের বুক ছিঁড়ে ওঠে আতসবাজি
নানান আলোয় প্রাণ পায় বিয়ে বাড়ি
শত আনন্দের মাঝে বিয়ে পড়ায় কাজী
সব ছেড়ে যায় কন্যা পরের বাড়ি
মা বাবা ভাই বোন সাথীদের ছেড়ে
স্মৃতিটুকু রেখে যায় চোখের কোণে

হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই
বিয়ের অনুষ্ঠানে ফুর্তি করে আনন্দ পায়
যে যার রীতিতে অনুষ্ঠান সাজায়
দুটি মন চিরতরে এক যে হয়
সারা পৃথিবীতে এই রীতি চলছে সদায়
দুটি মিলনে শুধু মানুষেই হয়
হাসি কান্না সুখ মিলে এই জীবন
তাই গায়ে হলুদের কথা কর স্বরণ
ও ভাইজান, আবার বিয়ে নাকি
ও ভাবীজান, এক রত্নের বুঝি
ও ভাইজান, খ্যাপা খেপেছে বুঝি
ও ভাবীজান, কন্যা কি আছে রাজি?



আশরাফ বাবু, চারু ও পার্থ

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...