Showing posts with label ইসহাক আলমগীর. Show all posts
Showing posts with label ইসহাক আলমগীর. Show all posts

Friday, February 23, 2018

কাসিদা বুরদা শরীফ, মাওলা ইয়া সাল্লি

কাসিদা বুরদা শরীফ, মাওলা ইয়া সাল্লি


মাওলা ইয়া সাল্লি ওয়াসল্লিম
দা ইমান আবাদা
আলা হাবিবিকা
খাইরিন খালক্বি কুল্লিহীমি

মা আমেনার কোলজুড়ে
তুমি এলে ভবে
তুমি এলে বলে
শিরিন সুরে উঠলো সবে গেয়ে
মারহাবান ইয়া হাবিবে খোদা মোস্তফা

তুহি সারে কায়েনাতমে
খুবি খুবসুরত জালওয়া
ইয়াতিমওকা ওয়ালি হে তো
তোহি গোলামওকা মাওলা
তো কারিমুস সাজায়া নাবীউল ওরা

তোমারই আলোর ছোয়ায়
নিভে গেলো সব অন্ধকার
যেখানে ছিলো লাত মানাত
সেখানে হলো আলোর মিনার
মারহাবান ইয়া হাবিবে খোদা মোস্তফা

ইয়া রাব্বি বিল মোস্তফা
বাল্লিগ মাক্বাসিদানা
ওয়াগফিরলানা মা মাজাইয়া
ওয়াছিয়াল কারামিন।



গায়কঃ ইসহাক আলমগীর

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...