Friday, April 27, 2018

Tomake Pawa Ekhon তোমাকে পাওয়া এখন

তোমাকে পাওয়া এখন




তোমাকে পাওয়া এখন আকাশ থেকে
সূর্যটা কেড়ে নেয়ার মতন
তোমাকে পাওয়া এখন সাত সাগর আর
তের নদী পাড়ি দেয়ার মতন
তুমি মনটাকে ভেঙেচুরে
চলে গেছো বহুদূরে
তুমি মনটাকে ভেঙেচুরে
চলে গেছো বহুদূরে।

সুখের ভাবনাতে
তোমাকে এখন যত পাই
তারও বেশি পাই
বিরহে যখন ডুবে যাই।
সুখের ভাবনাতে
তোমাকে এখন যত পাই
তারও বেশি পাই
বিরহে যখন ডুবে যাই।

তোমাকে পাওয়া এখন ঝিনুক থেকে
মুক্তোটা তুলে নেয়ার মতন।
তুমি মনটাকে ভেঙেচুরে
চলে গেছো বহুদূরে।
তুমি মনটাকে ভেঙেচুরে
চলে গেছো বহুদূরে।

আশার প্রদীপ জ্বেলে
থেকেছি আমি কতবার
রাত শেষে আসে দিন
আসোনা তুমি ফিরে আর।
আশার প্রদীপ জ্বেলে
থেকেছি আমি কতবার
রাত শেষে আসে দিন
আসোনা তুমি ফিরে আর।

তোমাকে পাওয়া এখন আগুন থেকে
জলন্ত হীরে আনার মতন।
তুমি মনটাকে ভেঙেচুরে
চলে গেছো বহুদূরে।

তোমাকে পাওয়া এখন আকাশ থেকে
সূর্যটা কেড়ে নেয়ার মতন
তোমাকে পাওয়া এখন সাত সাগর আর
তের নদী পাড়ি দেয়ার মতন
তুমি মনটাকে ভেঙেচুরে
চলে গেছো বহুদূরে
তুমি মনটাকে ভেঙেচুরে
চলে গেছো বহুদূরে।



Asif Akbar | আসিফ আকবর

No comments:

Post a Comment

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...