Tuesday, April 24, 2018

Hridoy Bojhar Mon হৃদয় বোঝার মোন

হৃদয় বোঝার মোন




হৃদয় বোঝার মোন নেই যার বুকে
সে ভালোবাসা কি তা বোঝে না
তুমি যে হৃদয়হীনা বুঝিনি তো আগে
সঙ্গী এখন তাই বেদনা
আবেগের আল্পনা নেই যার মনে
সে তো কখনোই প্রেম খোঁজে না
তোমার মনে শুধু প্রতারণা ছিলো
আমার তো তা জানা ছিলো না

যে চোলে যেতে চায় সব মায়া ছেড়ে
তাকে তো ফেরানো যায় না
যে চোলে যেতে চায় সব মায়া ছেড়ে
তাকে তো ফেরানো যায় না

সব প্রেম কি আর পূর্ণতা পায়
কিছুু প্রেম চিরদিনই শুধুই কাঁদায়
সব পাখি কি নীড়ে ফিরে যায়
অনেকেই উড়ে চলে অজানা আশায়

সব প্রেম কি আর পূর্ণতা পায়
কিছুু প্রেম চিরদিনই শুধুই কাঁদায়
সব পাখি কি নীড়ে ফিরে যায়
অনেকেই উড়ে চলে অজানা আশায়

কিছু মোন কোনোদিন-ই সুখ পায় না

সব স্মৃতী কি আর মুছে ফেলা যায়
কিছু কিছু স্মৃতী অমলিন রোয়ে যায়
একজীবনে কি আর সব পাওয়া যায়
না পাওয়ার যন্ত্রনা কষ্ট বাড়ায়

সব স্মৃতী কি আর মুছে ফেলা যায়
কিছু কিছু স্মৃতী অমলিন রোয়ে যায়
একজীবনে কি আর সব পাওয়া যায়
না পাওয়ার যন্ত্রনা কষ্ট বাড়ায়

সবকিছু চাইলেই পাওয়া যায় না

হৃদয় বোঝার মোন নেই যার বুকে
সে ভালোবাসা কি তা বোঝে না
তুমি যে হৃদয়হীনা বুঝিনি তো আগে
সঙ্গী এখন তাই বেদনা
যে চোলে যেতে চায় সব মায়া ছেড়ে
তাকে তো ফেরানো যায় না
যে চোলে যেতে চায় সব মায়া ছেড়ে
তাকে তো ফেরানো যায় না



Asif Akbar | আসিফ আকবর

No comments:

Post a Comment

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...