Showing posts with label Nancy | ন্যান্সি. Show all posts
Showing posts with label Nancy | ন্যান্সি. Show all posts

Monday, February 19, 2018

Prrithibir Zoto Sukh পৃথিবীর যত সুখ

পৃথিবীর যত সুখ 





পৃথিবীর যত সুখ, যত ভালবাসা
সবই যে তোমায় দেব, একটাই আশা
তুমি ভুলে যেও না আমাকে
আমি ভালবাসি তোমাকে।

ভাবিনি কখনো, এ হৃদয় রাঙানো
ভালবাসা দেবে তুমি
দুয়ারে দাঁড়িয়ে, দু’বাহু বাড়িয়ে
সুখেতে জড়াব আমি
সেই সুখেরই ভেলায়
ভেসে স্বপ্ন ডানা মেলব এসে
এক পলকে পৌঁছে যাব, রুপকথারই দেশে
তুমি ভুলে যেও না আমাকে
আমি ভালবাসি তোমাকে ।

রয়েছে এখনো এ বুকে লুকানো
রাত জাগা স্বপ্ন ঘুমিয়ে
মেঘেতে দাঁড়িয়ে, আকাশে হারিয়ে
যতনে রেখ গো তুমি
সেই মেঘেরই আঁচল এনে
আমায় তুমি নাও গো টেনে
রং-তুলিতে আঁকব ক্ষণ
রুপ কুমারের দেশে

তুমি ভুলে যেও না আমাকে
আমি ভালবাসি তোমাকে ।


শিল্পী:  ন্যান্সি 

Saturday, February 10, 2018

Bahir Bole Dure Thakuk বাহির বলে দূরে থাকুক

বাহির বলে দূরে থাকুক


বাহির বলে দূরে থাকুক
ভিতর বলে আসুকনা
ভিতর বলে দূরে থাকুক
বাহিরে বলে আসুকনা

ঢেউ জানা এক নদীর কাছে
গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকো ভাসাই
ভাসাই করে ভাসাই না
না ডুবাই না ভাসাই
না ভাসাই না ডুবাই

জল ডাকে আগুনও টানে
আমি পড়ি মধ্যিখানে
দুই দিকে দুই খন্ড হয়ে
যায় আবার যায়না
না নিভায় না জ্বালায়
না জ্বালায় না নিভায়



শিল্পী: হাবিব ও ন্যান্সি 

Saturday, January 20, 2018

Dhiry Dhiry (ধীরে ধীরে)

ধীরে ধীরে


ধীরে ধীরে সে দুয়ারে আমার
ধীরে ধীরে সে হাওয়ায়
ধীরে ধীরে মন পাহারা তবু কেন
মন চুরি হয়

যে ছিল আড়ালে
খুব কাছে দাঁড়ালে
তার ছায়া শরীরে
খুব কাছে জড়ালে
ধীরে ধীরে আপন হলো
সে যে আমার

থাকো না তুমি
যেওনা দূরে
এক নদী এক স্রোতে
বহিয়া এক সুরে
ধীরে ধীরে কাছে আরও
কাছে সে আবার

শিল্পী: হাবিব ও ন্যান্সি 

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...