Showing posts with label Asif Akbar | আসিফ আকবর. Show all posts
Showing posts with label Asif Akbar | আসিফ আকবর. Show all posts

Friday, April 27, 2018

Tomake Pawa Ekhon তোমাকে পাওয়া এখন

তোমাকে পাওয়া এখন




তোমাকে পাওয়া এখন আকাশ থেকে
সূর্যটা কেড়ে নেয়ার মতন
তোমাকে পাওয়া এখন সাত সাগর আর
তের নদী পাড়ি দেয়ার মতন
তুমি মনটাকে ভেঙেচুরে
চলে গেছো বহুদূরে
তুমি মনটাকে ভেঙেচুরে
চলে গেছো বহুদূরে।

সুখের ভাবনাতে
তোমাকে এখন যত পাই
তারও বেশি পাই
বিরহে যখন ডুবে যাই।
সুখের ভাবনাতে
তোমাকে এখন যত পাই
তারও বেশি পাই
বিরহে যখন ডুবে যাই।

তোমাকে পাওয়া এখন ঝিনুক থেকে
মুক্তোটা তুলে নেয়ার মতন।
তুমি মনটাকে ভেঙেচুরে
চলে গেছো বহুদূরে।
তুমি মনটাকে ভেঙেচুরে
চলে গেছো বহুদূরে।

আশার প্রদীপ জ্বেলে
থেকেছি আমি কতবার
রাত শেষে আসে দিন
আসোনা তুমি ফিরে আর।
আশার প্রদীপ জ্বেলে
থেকেছি আমি কতবার
রাত শেষে আসে দিন
আসোনা তুমি ফিরে আর।

তোমাকে পাওয়া এখন আগুন থেকে
জলন্ত হীরে আনার মতন।
তুমি মনটাকে ভেঙেচুরে
চলে গেছো বহুদূরে।

তোমাকে পাওয়া এখন আকাশ থেকে
সূর্যটা কেড়ে নেয়ার মতন
তোমাকে পাওয়া এখন সাত সাগর আর
তের নদী পাড়ি দেয়ার মতন
তুমি মনটাকে ভেঙেচুরে
চলে গেছো বহুদূরে
তুমি মনটাকে ভেঙেচুরে
চলে গেছো বহুদূরে।



Asif Akbar | আসিফ আকবর

Thursday, April 26, 2018

Tomar Hobe Ki তোমার হবে কি

তোমার হবে কি




একটু একটু করে দিয়েছ
যত্ন করে কষ্ট আমাকে
আমি যাচ্ছি জ্বলে পুড়ে
হয়ত যাব বাচাবে বল কে
না হয় আমি মরেই গেলাম
তোমার হবে কি
কষ্ট দেয়ার অভিশাপে
তুমি বাঁচবে কি

পরিয়েছিলে যে হাত দিয়ে
প্রেমেরই মালা
সে হাত দিয়েই কি করে দাও
এতটা জ্বালা

অশ্রু দিয়ে লিখেছি আমি
দু: খের কাহিনী
এত ভাল বেসে তোমায়
ফেরাতে পারিনি



Asif Akbar | আসিফ আকবর

Wednesday, April 25, 2018

E Kon Betha এ কোন ব্যাথা

এ কোন ব্যাথা




এ কোন ব্যাথা মনের মাঝে
হাহাকারের সুরে বাজে
শুধু সারাক্ষন
অল্প অল্প করে যেন
অবিরত হচ্ছে কেন
হৃদয়ে রক্তক্ষরন
তুমি নেই বলে তাই
আমি জ্বলে পুড়ে যাই
কাঁদে মন অস্থিরতায়

অবিশ্বাসের জন্ম দিয়ে
খেলেছ এ কোন খেলা
ভালবাসার নামে কেন
করেছ তুমি অবহেলা

স্বপ্ন ভাঙার কষ্টটাকে
পারিনা আমি ভুলে যেতে
জীবন আমার ঢেকে আছে
আঘাতে আঘাতে বেদনাতে



Asif Akbar | আসিফ আকবর

Tuesday, April 24, 2018

Hridoy Bojhar Mon হৃদয় বোঝার মোন

হৃদয় বোঝার মোন




হৃদয় বোঝার মোন নেই যার বুকে
সে ভালোবাসা কি তা বোঝে না
তুমি যে হৃদয়হীনা বুঝিনি তো আগে
সঙ্গী এখন তাই বেদনা
আবেগের আল্পনা নেই যার মনে
সে তো কখনোই প্রেম খোঁজে না
তোমার মনে শুধু প্রতারণা ছিলো
আমার তো তা জানা ছিলো না

যে চোলে যেতে চায় সব মায়া ছেড়ে
তাকে তো ফেরানো যায় না
যে চোলে যেতে চায় সব মায়া ছেড়ে
তাকে তো ফেরানো যায় না

সব প্রেম কি আর পূর্ণতা পায়
কিছুু প্রেম চিরদিনই শুধুই কাঁদায়
সব পাখি কি নীড়ে ফিরে যায়
অনেকেই উড়ে চলে অজানা আশায়

সব প্রেম কি আর পূর্ণতা পায়
কিছুু প্রেম চিরদিনই শুধুই কাঁদায়
সব পাখি কি নীড়ে ফিরে যায়
অনেকেই উড়ে চলে অজানা আশায়

কিছু মোন কোনোদিন-ই সুখ পায় না

সব স্মৃতী কি আর মুছে ফেলা যায়
কিছু কিছু স্মৃতী অমলিন রোয়ে যায়
একজীবনে কি আর সব পাওয়া যায়
না পাওয়ার যন্ত্রনা কষ্ট বাড়ায়

সব স্মৃতী কি আর মুছে ফেলা যায়
কিছু কিছু স্মৃতী অমলিন রোয়ে যায়
একজীবনে কি আর সব পাওয়া যায়
না পাওয়ার যন্ত্রনা কষ্ট বাড়ায়

সবকিছু চাইলেই পাওয়া যায় না

হৃদয় বোঝার মোন নেই যার বুকে
সে ভালোবাসা কি তা বোঝে না
তুমি যে হৃদয়হীনা বুঝিনি তো আগে
সঙ্গী এখন তাই বেদনা
যে চোলে যেতে চায় সব মায়া ছেড়ে
তাকে তো ফেরানো যায় না
যে চোলে যেতে চায় সব মায়া ছেড়ে
তাকে তো ফেরানো যায় না



Asif Akbar | আসিফ আকবর

Sunday, April 08, 2018

Bachbona বাঁচবো না

বাঁচবো না




প্রতিদিন'ই আশায় থাকি,
ফিরে তুমি আসো যদি
প্রতি রাতে তোমায় ভেবে,
একা একা আমি কাঁদি
নেই নেই তুমি কাছে,
যন্ত্রনা বুকের মাঝে
এভাবে কি বেঁচে থাকা যায়;
বাঁচবো না মরে যাবো,
ও'পারে চলে যাবো
পৃথিবীকে জানিয়ে বিদায়,,,,

প্রতিদিন'ই আশায় থাকি,
ফিরে তুমি আসো যদি,,,,

এক জীবনে এত জালা সইবো
আমি কেমন করে

আর কত কাল ব্যাথার
স্মৃতি রাখবো আমি বুকে ধরে,

নেই নেই তুমি কাছে,
যন্ত্রনা বুকের মাঝে
এভাবে কি বেঁচে থাকা যায়;
বাঁচবো না মরে যাবো,
ও'পারে চলে যাবো
পৃথিবীকে জানিয়ে বিদায়,,,,
প্রতিদিন'ই আশায় থাকি,
ফিরে তুমি আসো যদি,,,,

ভুল করিনি ভালোবেসে তবু
তুমি ভুলে গেলে
সপ্ন দেখার আগেই কেনো
সপ্ন তুমি ভেঙে দিলে,
নেই নেই তুমি কাছে,
যন্ত্রনা বুকের মাঝে
এভাবে কি বেঁচে থাকা যায়;
বাঁচবো না মরে যাবো,
ও'পারে চলে যাবো
পৃথিবীকে জানিয়ে বিদায়,,,,
প্রতিদিন'ই আশায় থাকি,
ফিরে তুমি আসো যদি,,,



Asif Akbar | আসিফ আকবর

Sunday, April 01, 2018

Tumi Kotha Rakhoni তুমি কথা রাখনি

তুমি কথা রাখনি




যখনি ভাবি আমি তোমার
কথা
তোলপাড় করে বুকে
বিষন্নতা

একা থাকার ব্যাথা আগে
বুঝিনি
ও সজনী কেন কথা দিয়ে
তুমি কথা রাখনি
ও সজনী কেন কথা দিয়ে
তুমি কথা রাখনি

চোখের আড়াল হয়েছ তুমি

এভাবে হারালে কেন বলে
যাও নি
ও সজনী কেন কথা দিয়ে
তুমি কথা রাখনি

সুখের প্রহর ফুরিয়া
গেছে

তুমি ছাড়া কি করে থাকি
একাকি

ও সজনী কেন কথা দিয়ে
তুমি কথা রাখনি



Asif Akbar | আসিফ আকবর

Monday, March 26, 2018

Srabon O Koshto শ্রাবন ও কষ্ট

 শ্রাবন ও কষ্ট 




দু'চোখের নাম আমি
শ্রাবণ দিলাম
বুকের নাম দিলাম কষ্ট
জীবন ঘিরে আমার
বর্ষার আনাগোনা
কখনো আসেনি বষন্ত

এই যে দুটি হাত
কতদিন কতরাত
ছুয়ে গেছে আগুনের বৃষ্টি
ছোয়নিতো কারো মন
জানিনা সে কি কারন
হলনাতো কোন কিছু সৃষ্টি
এক বেদনার নীল
সমুদ্র পাড়ি দিয়ে
আজ আমি বড় বেশি ক্লান্ত

এই যে পোড়ামন
কেদে মরে সারাক্ষন
দেখলনা কেউ এসে কোনদিন
এই বুক এই মুখ
জানলনা কিযে সুখ
মরুভুমি রয়ে গেল চিরদিন
এই মরুময় বুকে তৃষ্ণার
জ্বল খুজে
আজ আমি বড় বেশি ক্লান্ত
আজ আমি বড় বেশি ক্লান্ত



Asif Akbar | আসিফ আকবর

Friday, March 16, 2018

Tumi Nei Vabtei তুমি নেই ভাবতেই

তুমি নেই ভাবতেই




তুমি নেই ভাবতেই
দু'চোখের পাতা আসে ভিজে
অনুশোচনায় পুড়ে ভাবছি এখন
কি ভুল করেছি আমি নিজে
ফিরে এস এই বুকে ফিরে এস
আবার নতুন করে ভালবাস

মিথ্যে সুখের আশায়
তোমার মনে আগুন জ্বেলে দিয়েছি
স্বার্থের পিছুটানে পা বাড়িয়ে
ভুল পথে চলে এসেছি
নিয়তির কাছে তাই হল পরাজয়
স্বান্তনা পাইনাতো কোথাও খুজে

ভুলতো মানুষ করে ক্ষমার আশায়
আমিও ভুল করেছি
কষ্টের ধুপশীখা জ্বেলেন বুকে
বহুদিন আমি পুড়েছি
এস ফিরে ক্ষমা করে ভুলে অভিমান
ঠাই দাও আমাকে হৃদয় মাঝে



Asif Akbar | আসিফ আকবর

Saturday, March 10, 2018

Shabash Bangladesh সাবাস বাংলাদেশ

 সাবাস বাংলাদেশ




বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ……

ও……
বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ
ও……
বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ
বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ

তাকধিনাধিন ধিন ধিন তা,
প্রাণপণে লড়ে যা,
জয় হবে নিশ্চিত, দুঃখ ভুলে যা(২)
বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ

বাংলা মায়ের দামাল ছেলে
খেলবে ছয়ে আর চারে
জয়ের নেশায় হেসে খেলে
ভাঙ্গবে উইকেট বারে বারে(২)

ও……
দুলছে সবাই, গাইছে সবাই
করতালি মাঠে
বিশ্বকাপের স্বপ্ন দ্যাখে
প্রাণে জোয়ার ওঠে(২)

বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ
বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ……



Asif Akbar | আসিফ আকবর

Wednesday, March 07, 2018

Natok নাটক

নাটক




আমাকে তুমি দেখালে
নাটক, তোমারি নিজের অভিনীত
আমাকে তুমি দেখালে
নাটক, তোমারি নিজের অভিনীত
এত ভালো অভিনয় জানো তুমিই তো
আগে বুঝিনিতো আমি, আগে বুঝিনিতো
ও আমাকে তুমি দেখালে
নাটক, তোমারি নিজের অভিনীত

যে হাসিতে একদিন এই মন গলেছে
সে হাসি দাবানল হয়ে আজ জ্বলেছে
যে হাসিতে একদিন এই মন গলেছে
সে হাসি দাবানল হয়ে আজ জ্বলেছে

ভালোবাসা হতে পারে এত অবহেলিত
ভালোবাসা হতে পারে এত অবহেলিত
আগে বুঝিনিতো আমি, আগে বুঝিনিতো
ও আমাকে তুমি দেখালে
নাটক, তোমারি নিজের অভিনীত

যে আশাতে একদিন স্বপ্নটা দেখেছি
সে আশার ছাই দিয়ে আজ মন ঢেকেছি
যে আশাতে একদিন স্বপ্নটা দেখেছি
সে আশার ছাই দিয়ে আজ মন ঢেকেছি
চেনা মন হতে পারে এত অপরিচিত
চেনা মন হতে পারে এত অপরিচিত
আগে বুঝিনিতো আমি, আগে বুঝিনিতো

ও আমাকে তুমি দেখালে
নাটক, তোমারি নিজের অভিনীত
আমাকে তুমি দেখালে
নাটক, তোমারি নিজের অভিনীত
এত ভালো অভিনয় জানো তুমিই তো
আগে বুঝিনিতো আমি, আগে বুঝিনিতো
আমাকে তুমি দেখালে
নাটক, তোমারি নিজের অভিনীত



Asif Akbar | আসিফ আকবর

Wednesday, January 17, 2018

O Pashani ও পাষানী

ও পাষানী




এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন
পোড়া মনে বার বার হয় না
দহন আমি নিঃস্ব হলাম
ভালোবাসা হারালাম,
ভালোবেসে কি পেলাম

ও পাষানী বলে যাও কেন  ভালোবাসোনি
মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি

স্বপ্ন আমার ভেঙ্গে গেলো হায়
তোমারই প্রবঞ্চনায়...
সেই হারানো প্রেম তুমি
দাও ফিরিয়ে আমায়।

ও পাষানী বলে যাও কেন
ভালোবাসোনি ...।

পুরনো কথা মনে পড়ে যায়
মন ভাঙ্গার বেদনায়
কেন ভুলেছো আমাকে ...
আমি ভুলিনি তোমায়
ও পাষানী বলে যাও কেন
ভালোবাসোনি ...।।



Asif Akbar | আসিফ আকবর

Saturday, January 13, 2018

Nodi নদী

নদী




ও নদী… নদী আমার।
আমার চোখের অশ্রুজলে হয়েছে এক নদী,
সেই নদীতে কষ্টগুলো বয়ে নিরবধি।
নদীর মতো নদী চলে নেয়না তো কেউ খোঁজ,
আমি তোমার কথা মনে হলেই কেঁদে ফেলি রোজ॥
প্রতিদিনই ভাবি তোমায় করবোনা আর মনে,
মন কি আর আমার কোনো কথা শোনে॥
তোমার আশায় থাকি তুমি নিলেনা তো খোঁজ,
আমি তোমার কথা মনে হলেই কেঁদে ফেলি রোজ।
আমার চোখের অশ্রুজলে (ঐ)
পারিনি তো ভুলতে তোমায় এই হৃদয় থেকে,
মন শুধু তোমার মুখচ্ছবি আঁকে॥
তোমার আশায় থাকি তুমি নিলেনা তো খোঁজ,
আমি তোমার কথা মনে হলেই কেঁদে ফেলি রোজ।
আমার চোখের অশ্রু জলে (ঐ)



Asif Akbar | আসিফ আকবর

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...