Showing posts with label Porshi | পড়শী |. Show all posts
Showing posts with label Porshi | পড়শী |. Show all posts

Sunday, March 18, 2018

Tomari Porosh তোমারি পরশ

তোমারি পরশ


 Porshi bangla song lyrics Porshi আমি যত বেশি ভালোবাসি তোমায়.
তার চেয়েও বেশি ভালোবাসতে চাই
আমি যত বেশি কাছে আসি তোমার,
তার চেয়েও বেশি কাছে আসতে চাই
ভালোবেসে আমাকে নাও জড়িয়ে ,
তোমার প্রেমের ছোয়াতে দাও রাঙিয়ে
সকালের সোনা রোদ প্রতিদিন আমার ঘুম ভাঙ্গায়....
চোখ মেলে এ হৃদয় তোমারি পরশ চায়.......

হিমেল হাওয়াতে এ মন জুড়ালে গো হায়
তবু এ মন জুড়েনাত যদি কাছে না পাই তোমায়


Arfin Rumey bangla songs lyrics Arfin Rumey

শিল্পীঃ Arfin Rumey |  আরিফিন রুমি | | Porshi | পড়শী |

Thursday, March 08, 2018

Poloke Poloke পলকে পলকে

পলকে পলকে 


Arafin Rumey Song lyricপলকে পলকে কি যে হলো
দুটি হৃদয় ভেসে গেলো
পাজর ছুয়ে অবুঝ নদী
ঢেউয়ে ঢেউয়ে মাতিয়ে দিল
মনের ভেতর মন নামিয়ে স্বপ্নবুনি চলো ।।

একটা পলক তুমি হলে আড়াল
মনে হয় দেখি নাই অনন্তকাল
মনের ভেতর করে কেমন কেমন
রাত শেষে আসে না যেন সকাল
চলো দু’জন হৃদয় খুলে হয়ে যাই এলোমেলো ।।
Porshi Song lyric

মনটা ছুয়ে তুমি সুনীল আকাশ
সেখানে শুধু তোমার বসবাস
বুকের ভেতর তোমার আসন
জুড়ে আছো সবটা নিঃশ্বাস
তোমায় ছাড়া এক জীবনে যায় কি বাচা বলো ।


শিল্পী : Arfin Rumey |  আরিফিন রুমি | | Porshi | পড়শী |

Monday, January 22, 2018

Khuje Khuje খুঁজে খুঁজে

খুঁজে খুঁজে

Arfin Rumey Bangla songs lyrics


তোমাকে খুঁজে পাই ঐ নীল আকাশে
পাই যে খুঁজে ঐ মিষ্টি বাতাসে।।
তোমায় ভালোবাসি আমি ভালোবাসি
পেতে চাই আরো কাছে, আরো কাছে
খুঁজে খুঁজে দু'চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু'জন থাকবো সারা জনম ধরে।

কপালের ঐ টিপ চোখেরই কাজলে,
তোমাকে জড়িয়ে রাখবো প্রেমেরই আঁচলে।
রংধনুর রঙে নয়, নয় ঝর্না ধারাতে
তোমার উপমা খুঁজি দু'চোখের তারাতে।
খুঁজে খুঁজে দু'চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
porsi bangla songএকই ডোরে বাধা দু'জন থাকবো সারা জনম ধরে।

তুমি ফুল হয়ে সুরোভী ছড়ালে,
প্রেমেরই চাদরে হৃদয় জড়ালে।
দাওনা তুমি দু'হাত বাড়িয়ে,
ভালোবেসে যেতে চাই তোমাতে হারিয়ে।
খুঁজে খুঁজে দু'চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু'জন থাকবো সারা জনম ধরে।


শিল্পী : Arfin Rumey |  আরিফিন রুমি | | Porshi | পড়শী |

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...