Showing posts with label Ashikur Rahman Sanut | আশিকুর রহমান সান্টু. Show all posts
Showing posts with label Ashikur Rahman Sanut | আশিকুর রহমান সান্টু. Show all posts

Thursday, February 15, 2018

BoRo Hoio na vai | বড় হইও না ভাই

বড় হইও না ভাই



অতি বড় হইও না ভাই ঝরে পড়ে যাবে, অতি ছোট হলে আবার ছাগল মুড়ে খাবে!

দুইদিনের আগের সেই বিনোদন- ঝাপসা ঝাপসা লাগে এখন
শাবনাজ-নাইমের গরম জুটি- এখন আর চলে না তেমন
বাংলা ছবির ধুম টা যেন – পড়বে পড়বে করতে এখন
মৌসুমি বুঝতে পারে – ফিল্মে যে তার বেড কন্ডিশন
সালমা শাহ’ই মারলো যে দান, কেউ জানে কেউ জানে না

এলোমেলো গল্প হলে- সবাই তাকে ভণ্ড বলে
ধারাবাহিক নাটক গুলো- সমাপ্তিটা এলোমেলো
সুবর্নারী আসে পাশে- আসার মত কেউ কি আছে
বাংলাদেশের সুচিত্রা সেন- সুবর্নাকেই বলতে পারেন
হেলাল-শামিম যতই অসুখ, বাকের ভাই কে ভুলব না

দিলরুবার গান ও পাগল মন- কোথাও আর বাজে না এখন
শাকিলার ওই তিন হাজার গান- একটি গান ও হয়কি স্মরণ
মন্দ হলেও সত্যি- এটা বাংলাদেশের হিটের ধরন
এপার্চির গান বাংলা করে- অর্ধেকটা অবিস্বরন
নিয়াজ বসির সুবীর নন্দী, কেউ শোনে কেউ শোনে না

বন্ডের হোতা যারা এখন- একটি কথা রাখুন স্মরণ
শিরোমণি এখন যারা- কয়দিন আর থাকবে তারা
জন্মেছে ব্যান্ড বেঙ্গের ছাতা- এদের সাথেও আছে মাথা
যোগ্যতার ওই মত কাঠিতে- জায়গা তাদের দিতেই হবে
ওয়ারফেজ আর উইনিং-এর গান শুনতে মন্দ লাগে না

লজ্জা লিখে লজ্জা পেলো- ওই তসলিমা যে পালিয়ে গেল
নীল ছবি আর নীল কাহিনীর- ব্যবসা এখন নয়তো ভালো
আবাহনী মোহামেডান- দুটি দলই সমান সমান
সবার আগে দেশের সুনাম- খেলোয়াড়ের দেও সম্মান
সাব্বিরের পা ভেঙ্গে দিলে, দেশের সুনাম বাড়বে না

…….

আট দশটা চ্যানেল ডিসের- বিনোদনের অভাব কিসের
মেধার তালিকাতে এসে- বিটি যে সবার শেষে
বিটি কেউ দেখে না- ঘ্যান ঘ্যানানি ভাললাগে না
…….

রাষ্ট্র ভাষা বাংলা তবু- ইংরাজিটা যাচ্ছে ভেসে
সালাম রফিক থাকলে বেচে- দেখত কিসব হচ্ছে দেশে
গান গেয়ে যায় লম্প দিয়ে- কিবোর্ড গিটার ড্রাম পিটিয়ে
যায়না বোঝা গানের ভাষা- আবোলতাবোল কোথায় ভরা
অরে বুকের ভিতর লালন কাঁদে, এটাই তদের ঠিকানা



আশিকুর রহমান সান্টু, জুয়েল

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...