তুমি কথা রাখনি
যখনি ভাবি আমি তোমার
কথা
তোলপাড় করে বুকে
বিষন্নতা
একা থাকার ব্যাথা আগে
বুঝিনি
ও সজনী কেন কথা দিয়ে
তুমি কথা রাখনি
ও সজনী কেন কথা দিয়ে
তুমি কথা রাখনি
চোখের আড়াল হয়েছ তুমি
এভাবে হারালে কেন বলে
যাও নি
ও সজনী কেন কথা দিয়ে
তুমি কথা রাখনি
সুখের প্রহর ফুরিয়া
গেছে
তুমি ছাড়া কি করে থাকি
একাকি
ও সজনী কেন কথা দিয়ে
তুমি কথা রাখনি
No comments:
Post a Comment