Friday, March 16, 2018

Tumi Nei Vabtei তুমি নেই ভাবতেই

তুমি নেই ভাবতেই




তুমি নেই ভাবতেই
দু'চোখের পাতা আসে ভিজে
অনুশোচনায় পুড়ে ভাবছি এখন
কি ভুল করেছি আমি নিজে
ফিরে এস এই বুকে ফিরে এস
আবার নতুন করে ভালবাস

মিথ্যে সুখের আশায়
তোমার মনে আগুন জ্বেলে দিয়েছি
স্বার্থের পিছুটানে পা বাড়িয়ে
ভুল পথে চলে এসেছি
নিয়তির কাছে তাই হল পরাজয়
স্বান্তনা পাইনাতো কোথাও খুজে

ভুলতো মানুষ করে ক্ষমার আশায়
আমিও ভুল করেছি
কষ্টের ধুপশীখা জ্বেলেন বুকে
বহুদিন আমি পুড়েছি
এস ফিরে ক্ষমা করে ভুলে অভিমান
ঠাই দাও আমাকে হৃদয় মাঝে



Asif Akbar | আসিফ আকবর

No comments:

Post a Comment

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...