নাটক
আমাকে তুমি দেখালে
নাটক, তোমারি নিজের অভিনীত
আমাকে তুমি দেখালে
নাটক, তোমারি নিজের অভিনীত
এত ভালো অভিনয় জানো তুমিই তো
আগে বুঝিনিতো আমি, আগে বুঝিনিতো
ও আমাকে তুমি দেখালে
নাটক, তোমারি নিজের অভিনীত
যে হাসিতে একদিন এই মন গলেছে
সে হাসি দাবানল হয়ে আজ জ্বলেছে
যে হাসিতে একদিন এই মন গলেছে
সে হাসি দাবানল হয়ে আজ জ্বলেছে
ভালোবাসা হতে পারে এত অবহেলিত
ভালোবাসা হতে পারে এত অবহেলিত
আগে বুঝিনিতো আমি, আগে বুঝিনিতো
ও আমাকে তুমি দেখালে
নাটক, তোমারি নিজের অভিনীত
যে আশাতে একদিন স্বপ্নটা দেখেছি
সে আশার ছাই দিয়ে আজ মন ঢেকেছি
যে আশাতে একদিন স্বপ্নটা দেখেছি
সে আশার ছাই দিয়ে আজ মন ঢেকেছি
চেনা মন হতে পারে এত অপরিচিত
চেনা মন হতে পারে এত অপরিচিত
আগে বুঝিনিতো আমি, আগে বুঝিনিতো
ও আমাকে তুমি দেখালে
নাটক, তোমারি নিজের অভিনীত
আমাকে তুমি দেখালে
নাটক, তোমারি নিজের অভিনীত
এত ভালো অভিনয় জানো তুমিই তো
আগে বুঝিনিতো আমি, আগে বুঝিনিতো
আমাকে তুমি দেখালে
নাটক, তোমারি নিজের অভিনীত
No comments:
Post a Comment