Friday, March 02, 2018

Amal Kamal Sahoje Jaler অমল কমল সহজে জলের কোলে

 অমল কমল সহজে জলের কোলে




অমল কমল সহজে জলের কোলে ‘আনন্দে রহে ফুটিয়া,
ফিরে না সে কভু ‘আলয় কোথায়’ ব’লে ধুলায় লুটিয়া ।।
তেমনি সহজে আনন্দে হরষিত
তোমার মাঝারে রব নিমগ্নচিত,
পূজাশতদল আপনি কে বিকশিত সব সংশয় টুটিয়া ।।
কোথা আছ তুমি পথ না খুঁজিব কভু, শুধাব না কোনো পথিকে-
তোমারি মাঝারে ভ্রমিব ফিরিব প্রভু, যখন ফিরিব যে দিকে ।
চলিব যখন তোমার আকাশগেহে
তোমার অমৃতপ্রবাহ লাগিবে দেহে,
তোমার পবন সখার মতন স্নেহে বক্ষে আসিবে ছুটিয়া ।।



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর 

No comments:

Post a Comment

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...