অভিশাপ নয় নয়
প্রকৃতি । অভিশাপ নয় নয়,
অভিশাপ নয় নয়-
আনছে আমার জন্মান্তর
মরণের সিংহদ্বার ওই খুলেছে ।
ভাঙল দ্বার,
ভাঙল প্রাচীর,
ভাঙল এ জন্মের মিথ্যা ।
ওগো আমার সর্বনাশ,
ওগো আমার সর্বস্ব,
তুমি এসেছ
আমার অপমানের চূড়ায় ।
মোর অন্ধকারের ঊর্ধ্বে রাখো
তব চরণ জ্যোতির্ময় ।।
No comments:
Post a Comment