যেখানে সীমান্ত তোমার
আমায় ডেকো না, ফেরানো যাবেনা
ফেরারী পাখিরা কূলায় ফেরেনা।।
বিবাগী এ মন নিয়ে জন্ম আমার
বিবাগী এ মন নিয়ে জন্ম আমার
যায়না বাঁধা আমাকে কোন পিছুটানের মায়ায়।
আমায় ডেকো না, ফেরানো যাবেনা
ফেরারী পাখিরা কূলায় ফেরেনা।।
শেষ হোক এই খেলা এবারের মতো
মিনতি করি আমাকে হাসিমুখে বিদায় জানাও।।
আমায় ডেকোনা, ফেরানো যাবেনা
ফেরারী পাখিরা কূলায় ফেরেনা।।
ভিডিওসহ শুনুনঃ যেখানে সীমান্ত তোমার – কুমার বিশ্বজিৎ- Wind of Change
ReplyDelete