Sunday, January 21, 2018

Ei Nishi এই নিশি

এই নিশি 

hridoy-khan-bangla-lyrics

আজকের এই নিশি ভালোবাসি ভালবাসি
নিকষ মেঘে তোমার ওই চোখ দেখেছি আজ এই আমি

মৃদু বাতাস বলে , চিলে সেই তুমি
তোমারি মোহে হারাই আমি

নিজেকে যে খুঁজে ফিরি
তোমার প্রেমের সুখ্সারে

যখন দাড়াও এসে, ভুলে যায় সবি
হৃদয়ের সব কথা বলে দেই আমি

তোমারি যে চিরদিনই
রব আমি তোমারি


শিল্পীঃ Hridoy Khan হৃদয় খান

No comments:

Post a Comment

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...