Showing posts with label Hridoy Khan | হৃদয় খান |. Show all posts
Showing posts with label Hridoy Khan | হৃদয় খান |. Show all posts

Sunday, March 04, 2018

Ai Shuno এই শোন

এই শোন
hridoy khan bangla songs lyrics


এই শোন হে তুমি নয় অন্য কেউ কোন
দেখেছি প্রথমবার জানিনা কে তুমি
কি আছে তোমার
ব্যবধান ভুলে জানতেও চাই না তুমি কার
তোমার মনে কি রবে
বলনা কবে দেখা কি হবে

যেভাবে আছো, থেকো সেভাবেই
বলবনা তুমি বদলাও
নেই পরিচয় নেই অধিকার
মন চায় না তুমি চলে যাও
তোমার মনে কি রবে
বলনা কবে দেখা কি হবে

দূর থেকে দেখা তুমি সুন্দর
তুমি সেরা তুমি অপরূপ
কাছে এলে আমি করবো যা চাই
থাক ভালোবাসা কল্পনাতেই চুপ
তোমার মনে কি রবে
বলনা কবে দেখা কি হবে
topu bangla songs lyrics


শিল্পীঃ  Hridoy Khan ft Topu  হৃদয় খান  তপু  

Saturday, February 17, 2018

Ai Shuno এই শোন

এই শোন 

hridoy khan bangla songs lyrics

এই শোন হে তুমি নয় অন্য কেউ কোন
দেখেছি প্রথমবার জানিনা কে তুমি
কি আছে তোমার
ব্যবধান ভুলে জানতেও চাই না তুমি কার
তোমার মনে কি রবে
বলনা কবে দেখা কি হবে

যেভাবে আছো, থেকো সেভাবেই
বলবনা তুমি বদলাও
নেই পরিচয় নেই অধিকার
মন চায় না তুমি চলে যাও
তোমার মনে কি রবে
বলনা কবে দেখা কি হবে

দূর থেকে দেখা তুমি সুন্দর
তুমি সেরা তুমি অপরূপ
কাছে এলে আমি করবো যা চাই
থাক ভালোবাসা কল্পনাতেই চুপ
তোমার মনে কি রবে
বলনা কবে দেখা কি হবে



শিল্পীঃ Hridoy Khan ft Topu হৃদয় খান ফিচারিং তপু

Wednesday, January 31, 2018

Tumi Manush Naki Pori তুমি মানুষ নাকি পরী

তুমি মানুষ নাকি পরী

hridoy khan Bangla  songs lyrics


তুমি মানুষ নাকি পরী,
নাকি স্বর্গে ফোটা কলি ।।
তোমায় নিয়ে এখন আমি,
ভেবে না পাই কি করি ।।

আমি আর আমাতে নেই
তোমায় দেখার পরে,
হারিয়েছি সবই আমার
তোমায়  দুটি চোখে ।।
এক পলকে তুমি আমার মন করেছো চুরি

মায়া ভরা মুখটি তোমার
কি যে জাদু জানে,
সব ভুলিয়ে সে যে আমায়
শুধুই কাছে টানে ।।
তোমার মুখে চেয়ে চেয়ে যেনো আমি মরি

শিল্পীঃ Hridoy Khan হৃদয় খান

Sunday, January 21, 2018

Ei Nishi এই নিশি

এই নিশি 

hridoy-khan-bangla-lyrics

আজকের এই নিশি ভালোবাসি ভালবাসি
নিকষ মেঘে তোমার ওই চোখ দেখেছি আজ এই আমি

মৃদু বাতাস বলে , চিলে সেই তুমি
তোমারি মোহে হারাই আমি

নিজেকে যে খুঁজে ফিরি
তোমার প্রেমের সুখ্সারে

যখন দাড়াও এসে, ভুলে যায় সবি
হৃদয়ের সব কথা বলে দেই আমি

তোমারি যে চিরদিনই
রব আমি তোমারি


শিল্পীঃ Hridoy Khan হৃদয় খান

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...