Wednesday, January 31, 2018

Tumi Manush Naki Pori তুমি মানুষ নাকি পরী

তুমি মানুষ নাকি পরী

hridoy khan Bangla  songs lyrics


তুমি মানুষ নাকি পরী,
নাকি স্বর্গে ফোটা কলি ।।
তোমায় নিয়ে এখন আমি,
ভেবে না পাই কি করি ।।

আমি আর আমাতে নেই
তোমায় দেখার পরে,
হারিয়েছি সবই আমার
তোমায়  দুটি চোখে ।।
এক পলকে তুমি আমার মন করেছো চুরি

মায়া ভরা মুখটি তোমার
কি যে জাদু জানে,
সব ভুলিয়ে সে যে আমায়
শুধুই কাছে টানে ।।
তোমার মুখে চেয়ে চেয়ে যেনো আমি মরি

শিল্পীঃ Hridoy Khan হৃদয় খান

No comments:

Post a Comment

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...