Tuesday, January 09, 2018

Amay Dekona আমায় ডেকো না

আমায় ডেকো না 




আমায় ডেকো না, ফেরানো যাবেনা
ফেরারী পাখিরা কূলায় ফেরেনা।।

বিবাগী এ মন নিয়ে জন্ম আমার
বিবাগী এ মন নিয়ে জন্ম আমার
যায়না বাঁধা আমাকে কোন পিছুটানের মায়ায়।
আমায় ডেকো না, ফেরানো যাবেনা
ফেরারী পাখিরা কূলায় ফেরেনা।।

শেষ হোক এই খেলা এবারের মতো
মিনতি করি আমাকে হাসিমুখে বিদায় জানাও।।
আমায় ডেকোনা, ফেরানো যাবেনা
ফেরারী পাখিরা কূলায় ফেরেনা।।



Lucky Akhand | লাকী আখন্দ |

No comments:

Post a Comment

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...