Tumi Hobe Buri তুমি হবে বুড়ি
গ্রামে নয়, গঞ্জে নয়
নয়কো সপ্ন ঘুমে
তোমার সাথে দেখা হবে
তাপানুকুল রুমে
যৌবনের এই উচ্ছলতার
হঠাৎ থামবে ঘুড়ি
আমার মাথা গড়ের মাঠ
তুমি হবে বুড়ি...
কফি হবে, হুইস্কি হবে
জেগে থাকা রাত
চাউমিন আর ফ্রাইড রাইস
লজ্জা পাবে ভাত!
দিনে শোবে আমার কোলে
রাতে সঙ্গী অন্য
তোমার আমার জীবন হবে
কোলাহলে বন্য!
No comments:
Post a Comment