Thursday, January 18, 2018

Keno Hothat Tumi Ele কেনো হঠাৎ তুমি এলে

 কেনো হঠাৎ তুমি এলে?




বড়ো অবেলায় পেলাম তোমায়,
কেনো এখনই যাবে হারিয়ে?
কি করে বল রবো একেলা?
ফিরে দেখো আছি দাড়িয়ে,
দাড়িয়ে…

কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা,
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।

শুনছো কি তুমি আমাকে?
ছিলে আমার হয়ে পুরোটাই,
যাবে কোথায় রেখে আমায়?
এ পথচলায় তোমাকেই চাই(২)

কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা,
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।

তোমাকে ভেবে পৃথিবী আমার,
অদেখা তবু এঁকে যাই
আমার ভেতর শুধু তুমি
আরতো কিছুই পায়নি ঠাই(২)

কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা,
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।



Tahsan | তাহসান |


No comments:

Post a Comment

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...