Friday, January 05, 2018

Eka Achi To Ki Hoyeche একা আছি তো কি হয়েছে

একা আছি তো কি হয়েছে




একা আছি তো কি হয়েছে
সবই তো আছে আমারই কাছে
এই তুমি আছো, হৃদয়ে আছো
আমারই জীবন তোমারই এখন
একা আছি তো কি হয়েছে
সবই তো আছে আমারই কাছে
এই তুমি আছো, হৃদয়ে আছো
আমারই জীবন তোমারই এখন
একা আছি তো কি হয়েছে

Runa Laila Bangla song  Lyric
আজ আমারই স্বপ্ন সত্যি যে হলো
এই মনে এই প্রাণে গড়েছি স্বর্গ এই ভুবনে
এই তুমি আছো, হৃদয়ে আছো
আমারই জীবন তোমারই এখন
একা আছি তো কি হয়েছে

আর কভু খুলবে না আমাদের বন্ধন
জীবনে মরণে করি না যে ভয় কভু দু’জনে
এই তুমি আছো, হৃদয়ে আছো
আমারই জীবন তোমারই এখন
একা আছি তো কি হয়েছে

দিনরাত সারাবেলা থাকবো লুকিয়ে
নয়নে গোপনে জড়িয়ে রবো মধু মিলনে
এই তুমি আছো,হৃদয়ে আছো
আমারই জীবন তোমারই এখন
একা আছি তো কি হয়েছে



  শিল্পীঃ  Runa Laila | রুনা লায়লা | | Agun | | আগুন |

No comments:

Post a Comment

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...