Wednesday, January 03, 2018

Alpo Loiya Thaki | অল্প লইয়া থাকি তাই মোর

অল্প লইয়া থাকি তাই মোর




মিশ্র ছায়ানট । একতাল
অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায় ।
কণাটুকু যদি হারায় তা লয়ে প্রাণ করে ‘হায় হায়’।।
নদীতটসম কেবলই বৃথাই প্রবাহ আঁকড়ি রাখিবারে চাই,
একে একে বুকে আঘাত করিয়া ঢেউগুলি কোথা ধায় ।।
যাহা যায় আর যাহা-কিছু থাকে সব যদি দিই সপিঁয়া তোমাকে
তবে নাহি ক্ষয়, সবই জেগে রয় তব মহা মহিমায় ।
তোমাতে রয়েছে কত শশী ভানু, হারায় না কভু অণু পরমাণু,
আমারই ক্ষুদ্র হারাধনগুলি রবে না কি তব পায় ।।



Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর 

No comments:

Post a Comment

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...