Thursday, January 04, 2018

Sundor Suborno সুন্দর সুবর্ণ

সুন্দর সুবর্ণ




সুন্দর, সুবর্ণ, তারুন্য, লাবন্য
অপূর্ব রূপসী রূপেতে অনন্য
আমার দু’চোখ ভরা স্বপ্ন
ও দেশ, তোমারই জন্য।।

থাকবে নাকো দুঃখ দারিদ্র
বিভেদ-বেদনা-ক্রন্দন
প্রতিটি ঘরে একই প্রশান্তি
একই সুখের স্পন্দন।।

আমার দু’চোখ ভরা স্বপ্ন
ও দেশ, তোমারই জন্য।।

তোমার জন্য হবো দুরন্ত
তোমার জন্য শান্ত
প্রহরী হয়ে দেব পাহারা
যেথায় তোমার সীমান্ত।।

আমার দু’চোখ ভরা স্বপ্ন
ও দেশ, তোমারই জন্য।।

সুন্দর, সুবর্ণ, তারুন্য, লাবন্য
অপূর্ব রূপসী রূপেতে অনন্য
আমার দু’চোখ ভরা স্বপ্ন
ও দেশ, তোমারই জন্য।।



শিল্পীঃ  Sabina Yasmin সাবিনা ইয়াসমিন

1 comment:

  1. at first appreciate you to make such a beautiful archive and at the same time i must request you to mention the lyricist and the composer. Because without them we can't ever hear such beautiful songs.......

    ReplyDelete

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...