Wednesday, February 14, 2018

SARADIN TOMAY VEBE সারাদিন তোমায় ভেবে

সারাদিন তোমায় ভেবে 

Partho Borua bangla songs lyrics

সারাদিন তোমায় ভেবে
হল না আমার কোন কাজ
হল না তোমাকে পাওয়া
দিন যে বৃথাই গেল আজ

সারাদিন গাছের ছায়ায়
উদাসী দুপুর কেটেছে
যা শুনে ভেবেছি এসেছ
সে শুধু পাতারই আওয়াজ

হাওয়ারা হঠাত এসে জানাল
তুমি তো তুমি আমার কাছে আসবে না
এক হৃদয় হয়ে ভাসবে না
তবে কী একাই থাকব
তবে কী আমার কেউ নেই
সারাদিন যেমন কেটেছে
তেমনি কি যাবে গো সাঝ

শিল্পীঃ Partho Borua পার্থ বড়ুয়া

1 comment:

  1. গানটা পার্থ বড়ুয়ার না , অভিজিৎ বন্দোপাধ্যায় এর

    ReplyDelete

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...