Tuesday, February 27, 2018

Bolna Tui Bolna বলনা তুই বলনা

বলনা তুই বলনা 

hridoy khan bangla songs lyrics

মন তোরে বলি যত,
তুই চলেছিস তোরিই মত,
সাধ্য কি আমার ছুটি তোর পিছনে।
মন বলি তুই ফিরে যা,
মন ছাড়া কি যায়রে বাচাঁ,
তুই ছাড়া কে আর আছে এই জীবনে।
কি কারন অকারন
এত করিস জ্বালাতন,
ভাল লাগে না এ দোটানা
ও চাতন সারাক্ষন
বলনা তুই বলনা কেন এ ছলনা,
ও মন তুই বলনা ভালবাসি বলনা
বলনা তুই বলনা ভুলে গিয়ে ছলনা,
একবার শুধু বলনা ভালবাসি বলনা ।।


এই কথা সেই কথা কত কথা যে বলিস
শুধু বলিস না মন কি কয়,
ভালবাসা প্রেম-পিরিতি কত কিছু বুঝিস
শুধু বুঝিস না মন কি চায় ।।


অন্তরটা দিলাম খুলে দেখিস নাতো ফিরে
তোর মন বুঝাবি সন্ধ্যায়,
হৃদয়টাও রেখেছি জমা তাইতো আসি ফিরে
আর কিছুই দেবার তো নাই ।।

শিল্পীঃ Hridoy Khan হৃদয় খান

No comments:

Post a Comment

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...