Sunday, February 25, 2018

Ami Niralay Bose | আমি নিরালায় বসে

আমি নিরালায় বসে

bangla songs lyrics by manna de

আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ
একি বেদনার মত বেঁধেছে আবার হারানো দিন
ফেলে আসা পথে কুহেলী আঁচল সরায়ে
দুচোখে আমার স্বপন কাজল পরায়ে
তুমি বিগত ব্যথায় এ ভাঙ্গা হৃদয় করেছ লীন
ফাগুনে আমার ঘিরেছে আবার হিমেল বায়
আলোর পিছনে লুকানো ছায়া মায়া জড়ায়
কবে চলে গেছ সে কথা কখন ভুলেছি
ভুল করে শুধু ফুলের ফসল তুলেছি
তারা মালা না গাঁথার খেলায় শুকাল হে উদাসী


শিল্পীঃ Manna De | মান্না দে

No comments:

Post a Comment

Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর    বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই ত...